ঢাকার সাভারে নিয়ম না মেনে মহাসড়কে যাত্রী ওঠানামা করছিল একটি বাস। এ সময় বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি রডবোঝাই ট্রাক। এ ঘটনায় বাসে ওঠার সময় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হোসেন (৫৫)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। অন্যজন হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সায়াত শেখ (৪০)। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। তাঁরা সাভার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ দুর্ঘটনার পর তাঁদের লাশ উদ্ধারসহ বাস ও ট্রাকটি জব্দ করেছে সাভার হাইওয়ে থানার পুলিশ।

সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিরবচ্ছিন্নভাবে চলাচলের লেনে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয় দ্রুতগতির একটি রডবোঝাই ট্রাক। তখনই বাসটিতে উঠতে যাচ্ছিলেন হোসেন ও সায়াত। তাঁরা মুহূর্তেই সড়কে ছিটকে পড়ে বাস ও সড়ক বিভাজকের মাঝে চাপা পড়েন। পরে তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবর পেয়ে সাভার হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করে। এ ছাড়া লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। তবে এর আগেই দুটি যানবাহনের চালক ও তাঁদের সহযোগী পালিয়ে যান।

সাভার হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিষ্ণুপদ শর্মা বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও ট্রাকের চালকদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ভ র হ ইওয়

এছাড়াও পড়ুন:

সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নাজমুল (২৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পৌর শহরের বাসিন্দা।

পীরগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারে শিশুটির বাবা জানান, গত বুধবার বিকেলে বাড়ির পাশের দোকান থেকে মিঠাই কিনে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় স্থানীয় পুকুর পাড়ে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে নাজমুল। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানেই চিকিৎসাধীন শিশুটি। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী বলে জানা গেছে। আসামি নাজমুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই হামিদুল ইসলাম।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে শিশুটির বাবা ধর্ষণ মামলা করেন। এর ২০ ঘণ্টার মধ্যে পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সম্পর্কিত নিবন্ধ