ঢাকার সাভারে নিয়ম না মেনে মহাসড়কে যাত্রী ওঠানামা করছিল একটি বাস। এ সময় বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি রডবোঝাই ট্রাক। এ ঘটনায় বাসে ওঠার সময় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হোসেন (৫৫)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। অন্যজন হলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার সায়াত শেখ (৪০)। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। তাঁরা সাভার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ দুর্ঘটনার পর তাঁদের লাশ উদ্ধারসহ বাস ও ট্রাকটি জব্দ করেছে সাভার হাইওয়ে থানার পুলিশ।

সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিরবচ্ছিন্নভাবে চলাচলের লেনে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয় দ্রুতগতির একটি রডবোঝাই ট্রাক। তখনই বাসটিতে উঠতে যাচ্ছিলেন হোসেন ও সায়াত। তাঁরা মুহূর্তেই সড়কে ছিটকে পড়ে বাস ও সড়ক বিভাজকের মাঝে চাপা পড়েন। পরে তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবর পেয়ে সাভার হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করে। এ ছাড়া লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। তবে এর আগেই দুটি যানবাহনের চালক ও তাঁদের সহযোগী পালিয়ে যান।

সাভার হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিষ্ণুপদ শর্মা বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও ট্রাকের চালকদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ভ র হ ইওয়

এছাড়াও পড়ুন:

মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান

প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ