পরীক্ষার প্রস্তুতিতে এআই ব্যবহারের ৬ কৌশল
Published: 9th, May 2025 GMT
পরীক্ষার আগে প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তা করেন না—এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া কঠিন। পড়ার চাপ, রাতজাগা আর নোট গোছানো—সবকিছু মিলিয়ে পরীক্ষার আগে প্রস্তুতির সময়টা বেশ কঠিন। তবে প্রযুক্তির অগ্রগতির এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তা নিয়ে পড়াশোনার চাপ কিছুটা কমানো যায়। সঠিকভাবে ব্যবহার করা হলে এআই পড়াশোনার সময় কার্যকর সহকারী হতে পারে। তবে মনে রাখতে হবে, এআই সব সময় নির্ভুল তথ্য দেয় না। আর তাই শিক্ষাপ্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার প্রস্তুতিতে এআইয়ের সহায়তা নেওয়ার ছয় কৌশল দেখে নেওয়া যাক।
১.প্রবন্ধ লেখায় সহায়তা
সেমিস্টারের শেষ দিকে অনেক শিক্ষার্থীকে বিশ্লেষণধর্মী প্রবন্ধ বা গবেষণাপত্র জমা দিতে হয়। এসব লেখায় কাঠামো, যুক্তি ও তথ্যসূত্র গুরুত্বপূর্ণ। এআই টুল ব্যবহার করে সহজেই প্রবন্ধের খসড়া, বিষয়ভিত্তিক লেখা কিংবা গবেষণার ধারণা পাওয়া যায়।
২. নোট থেকে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করাপরীক্ষার প্রস্তুতির বড় একটি অংশ হলো নোট থেকে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করা। চাইলে ব্যবহারকারী তার নিজের নোট এআই চ্যাটবটে দিয়ে সংক্ষেপে সাজিয়ে নিতে পারেন। এতে সময় বাঁচে, আর গুরুত্বপূর্ণ অংশগুলো আলাদা করে সহজে পড়া যায়।
৩. অডিওর মাধ্যমে পড়াশোনাবিভিন্ন এআই টুলের মাধ্যমে সহজেই বিভিন্ন বিষয় পডকাস্টের মতো করে শোনা সম্ভব। এমনকি দুটি এআই চরিত্রের কথোপকথনের মাধ্যমে পড়ার বিষয়গুলো ব্যাখ্যাও করে নেওয়া যায়। ফলে হাঁটার সময় বা দৈনন্দিন কাজের ফাঁকে পডকাস্ট শুনে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব।
৪. জটিল বিষয় সহজ করে ব্যাখ্যাঅনেক সময় বারবার পড়ার পরও নির্দিষ্ট বিষয় সহজে বোঝা যায় না। এসব ক্ষেত্রে এআই চ্যাটবট ব্যবহার করে বিষয়টি সহজ ভাষায় বুঝে নেওয়া যায়।
৫. ছবি ও ভিজ্যুয়াল উপস্থাপনা তৈরিবর্তমান এআই টুলগুলো লেখা ছাড়াও ছবি ও চার্ট তৈরিতেও পারদর্শী। জিপিটি ৪ও সংস্করণে চ্যাটজিপিটির ভিজ্যুয়াল প্রসেসিং ক্ষমতা আরও উন্নত হয়েছে। এটি ডেটা থেকে চার্ট, ফ্লোচার্ট বা অন্যান্য গ্রাফিক উপস্থাপন তৈরি করতে পারে, যা অনেক জটিল বিষয় সহজ করে বুঝতে সহায়তা করে।
৬. যাচাই করাপরীক্ষার আগে নিজেকে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই ব্যবহার করে ব্যবহারকারী ফ্ল্যাশকার্ড, কুইজ কিংবা প্রশ্নোত্তর অনুশীলনের মাধ্যমে তার প্রস্তুতি কতটা কার্যকর হয়েছে, তা পরখ করে নিতে পারেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগ বাইরে কী করছে তা মনিটরিং করা হচ্ছে: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকার দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রম পর্যবেক্ষণে রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রবিবার (১০ আগস্ট) রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ‘কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় খোলা’ নিয়ে প্রকাশিত খবর প্রসঙ্গে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগের অফিস, আপনি জানেন আওয়ামী লীগের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কী করছে অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশের বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে, আমাদের এখানে ইনস্ট্যাবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। এই বিষয়ে আরো কংক্রিট ইনফরমেশন পাওয়া গেলে আমরা আপনাদেরকে জানাতে পারব।”
আরো পড়ুন:
ভারতে পালানোর সময় দীপু মনির ভাগ্নেসহ আটক ৪
ঝালকাঠির সাবেক পৌর মেয়র লিয়াকত আলী ঢাকায় গ্রেপ্তার
গত মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থান দমাতে ‘গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্যক্রম ও মানবতাবিরোধী অপরাধের’ বিচার শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
গত ৯ আগস্ট বিবিসি বাংলার এক খবরে বলা হয়, কলকাতার উপনগরীতে একটি বাণিজ্যিক কমপ্লেক্সে কার্যালয় খুলেছে আওয়ামী লীগ। একজন আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে ওই খবরে বলা হয়, ‘নিয়মিত দেখা-সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করত এখানে, তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার-টেবিল এসবই আমরা ব্যবহার করি।’
ঢাকা/এসবি