সিরাজগঞ্জের তাড়াশে মো. ইসাহাক আলী নামে এক কৃষকের ছয় বিঘা জমির বোরো ধান আগাছানাশক প্রয়োগে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষক জানিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘড়গ্রামের দক্ষিণ ফসলি মাঠে এ ঘটনা ঘটে।

গ্রামের বাসিন্দা কলেজের অধ্যক্ষ মো.

আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী কৃষক ইসাহাক আলী জানান, ঘড়গ্রামের দক্ষিণ ফসলি মাঠে ছয় বিঘা জমিতে ব্রি-২৯ জাতের ধানের আবাদ করেন তিনি। দুই সপ্তাহের মধ্যে ধানগুলো কাটা যেত। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা জমির উঠতি বোরো ধানগাছে আগাছানাশক প্রয়োগ করে। এতে আধাপাকা ধান নিস্তেজ হয়ে যায়।

শুক্রবার দুপুরের মধ্যে জমির সব ধান পুড়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে কৃষক ইসাহাক পুড়ে যাওয়া ধান দেখে মাঠেই অসুস্থ হয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

ভুক্তভোগী কৃষক ইসাহাক আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছয় বিঘা জমির উঠতি বোরো ধানই তাঁর সম্বল ছিল। এ ধান দিয়ে পরিবারের বার্ষিক খোরাকি ও বাড়তি অংশ বিক্রির টাকায় তাঁর সংসার চলে। তিনি সর্বস্বান্ত হয়ে গেছেন।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ দেয়নি কেউ। দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ধ নক ষ ত ছয় ব ঘ

এছাড়াও পড়ুন:

প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।

সম্পর্কিত নিবন্ধ