তরুণদের উচিত সাংবাদিক পিপলুর আদর্শ অনুসরণ
Published: 10th, May 2025 GMT
সদ্যপ্রয়াত দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের বঙ্গজলে ন্যাশনাল ইনস্টিটিউট মিলনায়তনে সমকাল সুহৃদ সমাবেশ ও একুশে টেলিভিশন দর্শক ফোরামের যৌথ আয়োজনে এ সভা করা হয়।
বক্তারা বলেন, নবীউর রহমান পিপলু ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক। মৃত্যু পর্যন্ত সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে এ পেশায় নিয়োজিত ছিলেন। তরুণ প্রজন্মের সাংবাদিকদের তাঁর আদর্শ অনুসরণ করা উচিত। তাঁর মতো নিষ্ঠাবান সাংবাদিক তৈরি হলে দেশের সংবাদপত্র জগৎ আরও সমৃদ্ধ হবে।
এ সময় সাংবাদিক পিপলুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এর আগে মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গার্ড অব অনার দেওয়ার পর গাড়িখানা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
স্মরণসভায় সমকাল সুহৃদ সমাবেশ নাটোরের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সচিব বজলুর রশীদ, শিক্ষাবিদ সুবোধ কুমার মৈত্র অলক, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজী আহমেদ রফিক বাবন, সহসভাপতি শহীদুল হক সরকার, ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, সাংবাদিক হালিম খান, জুলফিকার হায়দার জোসেফ, ইসাহক আলী প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: স মরণসভ
এছাড়াও পড়ুন:
কমিউনিস্ট বিপ্লবী আন্দোলনে স্মরণীয় হয়ে থাকবেন বদরুদ্দীন উমর
জাতীয় মুক্তি কাউন্সিল সিরাজগঞ্জ অঞ্চলের উদ্যোগে লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমরের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়।
জাতীয় মুক্তি কাউন্সিল সিরাজগঞ্জ অঞ্চলের সংগঠক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যুগ্ম সম্পাদক বরকতুল্লাহর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, জাতীয় মুক্তি কাউন্সিল শাহজাদপুর অঞ্চলের সংগঠক রাশেদুল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রূপান্তর নাট্যদলের আবদুল মালেক, কওমী জুট মিলের সাবেক শ্রমিক আবদুল মান্নান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নেতা নবকুমার কর্মকার ও জাতীয় জুট মিলের শ্রমিকনেতা শহীদুল ইসলাম। জাতীয় মুক্তি কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্মরণসভায় ফয়জুল হাকিম বলেন, বাংলাদেশের কমিউনিস্ট বিপ্লবী আন্দোলনে বদরুদ্দীন উমর স্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে মার্ক্সবাদ-লেনিনবাদী তাত্ত্বিক ও রাজনীতিক বদরুদ্দীন উমরের বিশ্লেষণমূলক লেখা পাঠের তাগিদ সমাজে বৃদ্ধি পেয়েছে। বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দরের ২টি টার্মিনাল ৩০ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ইজারা দেওয়ার শর্ত জনগণের কাছে গোপন রেখে এ কাজ করা যাবে না।
স্মরণসভার শুরুতে বদরুদ্দীন উমরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক উদয় পাল। এরপর তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বদরুদ্দীন উমর জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ছিলেন।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকালে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বদরুদ্দীন উমর। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।