আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের মধ্যে সমন্বয় চাই
Published: 10th, May 2025 GMT
আগামী মাসে ঘোষিত হবে নতুন অর্থবছরের বাজেট। ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি জাভেদ আখতার জাতীয় বাজেট নিয়ে সমকালের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকারে করনীতি, বিনিয়োগ পরিস্থিতি, এলডিসি থেকে উত্তরণসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মেসবাহুল হক
সমকাল: বর্তমান প্রেক্ষাপটে আগামী বাজেটের মূল দর্শন কী হওয়া উচিত?
জাভেদ আখতার : আমরা স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ করতে যাচ্ছি। এর সঙ্গে আমদানি শুল্ক কমানো, সার্বিক কর কঠামো এবং শ্রম কমপ্লায়েন্স ইস্যু জড়িত। দিনশেষে ভালো নীতি এবং প্রতিষ্ঠানিক ভিত্তি গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে আমাদের বাজেটে পদক্ষেপ নেওয়া দরকার। তবে কর কিংবা এলডিসি নীতির বিষয়গুলো একটি বাজেটে সম্পন্ন করা সম্ভব নয়। ধাপে ধাপে আগামীতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, নতুন বাজেটে তার একটি রোডম্যাপ দেওয়া উচিত।
সমকাল : বাজেটের মাধ্যমে কর ব্যবস্থাপনায় কী কী পরিবর্তন চান?
জাভেদ আখতার : রাজস্ব আয়ের ক্ষেত্রে পরোক্ষ করের ওপর নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ কর বাড়াতে হবে। ভ্যাটের বিষয়টি আরও সহজ করতে হবে। সাধারণভাবে মনে করা হয়, কাস্টমস শুধু কর আহরণ করবে। কিন্তু আসলে কাস্টমসকে কর আহরণের পাশাপাশি সহায়তাকারী হিসেবে তৈরি করতে হবে। এ ক্ষেত্রে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। তিন শাখাকে একসঙ্গে কাজ করার জন্য একটি সমন্বিত ডিজিটাল তথ্য নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন। কিন্তু বর্তমানে এসব বিভাগের কর্মকর্তাদের নিজেদের মধ্যে তেমন কথা হয় না। তারা নিজেরা নিজেদের মতো করে কাজ করেন। তাই জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত হারে রাজস্বও আসে না। সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আরও বেশি রাজস্ব আহরণের সুযোগ রয়েছে।
সমকাল : ব্যক্তি ও কোম্পানি আয়করের ক্ষেত্রে আপনার সুনির্দাষ্ট প্রস্তাব কী কী?
জাভেদ আখতার : দেশি-বিদেশি যে কোনো উদ্যোক্তার জন্য কার্যকর কর হার বাংলাদেশে বড় চ্যালেঞ্জ, যা কমিয়ে আনতে হবে। বিদ্যমান করপোরেট কর হারে নানা শর্তের সঙ্গে ক্যাশলেস লেনদেনের বিষয়টিও রয়েছে। কিন্তু বর্তমান দেশের সার্বিক অবকাঠামো এর জন্য উপযোগী নয়। এমনকি ডিজিটাল পদ্ধতিতে সরকারকে ভ্যাটও দেওয়া যায় না। তাই ক্যাশ লেনদেনের সীমা বাড়ানো প্রয়োজন। এ ছাড়া ব্যক্তি করের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের মধ্যে বৈষম্য দূর করতে হবে।
সমকাল : আমদানি শুল্ক এবং ভ্যাটের ক্ষেত্রে কোন কোন পদক্ষেপ নিলে তা একই সঙ্গে রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে বাজেট ব্যবসাবান্ধব হবে?
জাভেদ আখতার : আমদানি শুল্কের পরও বাড়তি সম্পূরক এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়। এগুলো কমিয়ে আনতে হবে। অনেক সময় শুল্কায়নের ক্ষেত্রে মধ্যম পর্যায়ের পণ্যকে চূড়ান্ত হিসেবে গণ্য করা হয়। এতে ব্যবসায় খরচ বেড়ে যায়। তাছাড়া বর্তমানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন হারে ভ্যাট রয়েছে। ২০১২ সালের ভ্যাট আইন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে একটি আদর্শ হার হলে আদায় প্রক্রিয়া স্বচ্ছ হবে। চূড়ান্ত হিসাবে ভোক্তাকেও কম ভ্যাট দিতে হবে। এতে ভ্যাট আদায় যেমন বাড়বে, ব্যবসায়ীরাও স্বস্তি পাবেন। রাজস্ব বাড়ানোর জন্য বিলাসী পণ্যে আরও কর বাড়ানোর সুযোগ রয়েছে। একই সঙ্গে করের আওতা সম্প্রসারণের পাশাপাশি রাজস্ব আদায় প্রক্রিয়ায় অটোমশনের বিকল্প নেই।
সমকাল : বিনিয়োগকারীদের জন্য বাজেট কেমন হওয়া উচিত?
জাভেদ আখতার : বর্তমানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের হার খুবই কম। অনেক বছর ধরেই এ ধারা অব্যাহত। দুয়েক বছর ছাড়া প্রায় সব সময়ই বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপির ১ শতাংশের নিচে। এমন কি, পাকিস্তানের চেয়েও কম বিদেশি বিনিয়োগ আসে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রধান কাজ হবে দেশ হিসেবে বিশ্বাসযোগ্যতা অর্জন করা। একই সঙ্গে নীতির ধারাবাহিকতা রক্ষা করতে হবে। কিন্তু আমাদের দেশে খুব ঘন ঘন নীতির পরিবর্তন হয়। এখানে বিরোধ নিষ্পত্তি করা কঠিন, যা নিয়ে উদ্যোক্তাদের অনেক ভুগতে হয়। ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ট্রেডমার্ক– এসব বিষয়ে আইন থাকলেও বাস্তবায়ন খুবই দুর্বল। অনেক সময় কোম্পানিগুলোকে আগের বছরের হিসাব শেষ করার পরও অতিরিক্ত কর প্রদানের নির্দেশনা দেওয়া হয়। পৃথিবীর কোথাও এ ধরনের নিয়ম নেই। এসব ক্ষেত্রে সংস্কার বিনিয়োগের জন্য খুব গুরুত্বপূর্ণ।
সমকাল : সম্প্রতি বিনিয়োগ সম্মেলেন আয়োজন করে সরকার। সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের কথা বলা হচ্ছে। আপনার মতে প্রধান করণীয় কী?
জাভেদ আখতার : এত বড় রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশটা ঠিক আছে কিনা, তা বহির্বিশ্বকে জানানোর জন্য বিনিয়োগ সম্মেলন দরকার ছিল। তবে একটা সম্মেলন থেকে তো আর সব বিনিয়োগ আসে না। বেশি সম্ভাবনা আছে এমন খাত ধরে ধরে উদ্যোক্তাদের নিয়ে আসতে হবে। তবে নীতির ধারাবাহিকতা নিয়ে আমদের বেশ দুর্নাম রয়েছে। গত বছর বেপজাতে বিনিয়োগে কিছু সুবিধা হঠাৎ বাতিল করা হয়। এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে। এনবিআরের নীতি এবং কর আহরণে যে আলাদা সংস্থার উদ্যোগ নেওয়া হয়েছে, তার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে একটি কোম্পানি খুলতে প্রায় ১৪০টি বিভাগের অনুমোদন নিতে হয়। দুনিয়ার কোথাও এত জটিলতা নেই। দুবাইয়ে ১৫ মিনিটে যে কেউ কোম্পানি খুলতে পারে। বাংলাদেশে কেউ ১৫ মাসে খুলতে পারলে, সে খুব সৌভাগ্যবান। বুঝতে হবে, বাংলাদেশ একমাত্র বিদেশি বিনিয়োগ গন্তব্য নয়। উদ্যোক্তারা যদি এসে দেখেন এত জটিলতা, তাহলে বিনিয়োগ আসবে কীভাবে। বর্তমান সরকারের মাধ্যমেই এসব কাঠামোগত সংস্কার করা সম্ভব, যাতে পরবর্তী সময়ে যে সরকারই আসুক না কেন, তারা যেন এগুলো অব্যাহত রাখে।
সমকাল : বিভিন্ন ফোরামে উদ্যোক্তারা বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে জ্বালানিকে অন্যতম প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন। টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় আপনার পরামর্শ কী?
জাভেদ আখতার : বিনিয়োগের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। একটি দেশে টেকসই জ্বালানি নীতি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কত কলকারখানা আছে এবং কী পরিমাণ গ্যাসের প্রয়োজন, তা সরকারের জানা। বেশ কিছু সমস্যা রয়েছে তার পরও যত দ্রুত সম্ভব জ্বালানি নিশ্চিত করতে হবে। একজন স্থানীয় উদ্যোক্তা হয়তো জ্বালানি না পেলেও কিছুদিন অপেক্ষা করবেন, কিন্তু বিদেশি উদ্যোক্তা এ ক্ষেত্রে অপেক্ষা করবেন না।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ভ দ আখত র সরক র র পদক ষ প র জন য ব যবস সমক ল
এছাড়াও পড়ুন:
একজন সরকারি চাকরিজীবী কীভাবে আয়করের হিসাব করবেন
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের প্রতিবছর আয় ও ব্যয়ের খবর জানিয়ে আয়কর রিটার্ন দিতে হয়। দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। কারণ, রিটার্ন না দিলে বেতন–ভাতা পাওয়ায় জটিলতা তৈরি হয়।
এমন সরকারি কর্মকর্তারা কীভাবে আয় ও কর হিসাব করবেন, এর একটি উদাহরণ দেওয়া হলো। প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত আয়ের হিসাব দিতে হয়। চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দেওয়ার সময়সীমা নির্ধারিত আছে।
জাহিদ কবির একজন সরকারি কর্মচারী। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আগের এক বছরের আয়–ব্যয়ের হিসাব করতে হবে।
জাহিদ কবিরের আয় হলো মাসিক মূল বেতন ২৬ হাজার টাকা; ২৬ হাজার টাকা করে দুটি উৎসব বোনাস ৫২ হাজার টাকা, চিকিৎসার ভাতা ১ হাজার ৫০০ টাকা, শিক্ষাসহায়ক ভাতা ৫০০ টাকা ও বাংলা নববর্ষ ভাতা ৪ হাজার ৪০০ টাকা। এ ছাড়া তিনি রাজধানীর বেইলি রোডের সরকারি বাসায় থাকেন।
এ ছাড়া ভবিষ্য তহবিলে জাহিদ কবির প্রতি মাসে ৩ হাজার ২০০ টাকা জমা রাখেন। হিসাবরক্ষণ অফিস থেকে পাওয়া প্রত্যয়নপত্রে দেখা যায় যে ৩০ জুন ২০২৫ তারিখে ভবিষ্য তহবিলে অর্জিত সুদের পরিমাণ ছিল ২৯ হাজার ৫০০ টাকা। কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলে চাঁদা প্রদান বাবদ প্রতি মাসে বেতন থেকে কর্তন ছিল যথাক্রমে ১৫০ ও ১০০ টাকা।
করযোগ্য আয় কত২০২৫–২৬ করবর্ষে জাহিদ কবিরের মোট আয় হলো বেতন খাতে মূল বেতন ৩ লাখ ১২ হাজার টাকা (২৬ হাজার টাকার ১২ মাসের মূল বেতন) ও উৎসব বোনাস ৫২ হাজার টাকা। সব মিলিয়ে ৩ লাখ ৬৪ হাজার টাকা।
জাহিদ কবির চিকিৎসার ভাতা, শিক্ষাসহায়ক ভাতা ও বাংলা নববর্ষ ভাতা পেয়েছেন তা তাঁর জন্য প্রযোজ্য চাকরি (ব্যাংক, বিমা ও ফাইন্যান্স কোম্পানি) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫–এর অন্তর্ভুক্ত। ফলে এসব ভাতার জন্য তাঁকে আয়কর প্রদান করতে হবে না।
কত কর হবে
কর দায় গণনার হিসাব অনুসারে, প্রথম ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত করহার শূন্য অর্থাৎ কোনো কর দিতে হবে না। তাই জাহিদ কবিরের ১৪ হাজার টাকার ওপর কর বসবে। এই ১
বিনিয়োগজনিত কর রেয়াত কত
জাহিদ কবির ভবিষ্য তহবিলে প্রতি মাসে ৩ হাজার ২০০ টাকা করে চাঁদা দিয়েছেন। সারা বছরে দিয়েছেন ৩৮ হাজার ৪০০ টাকা। কল্যাণ তহবিলে প্রতি মাসে ১৫০ টাকা করে পুরো বছরে দিয়েছেন ১ হাজার ৮০০ টাকা। গোষ্ঠী বিমা তহবিলে প্রতি মাসে ১০০ টাকা করে পুরো বছরে দিয়েছেন ১ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে জাহিদ কবির বিনিয়োগ করেছেন ৪১ হাজার ৪০০ টাকা।
বিনিয়োগজনিত কর রেয়াত নেওয়ার নিয়ম হলো মোট আয়ের দশমিক শূন্য ৩ শতাংশ; মোট অনুমোদনযোগ্য বিনিয়োগের ১৫ শতাংশ কিংবা সর্বোচ্চ ১০ লাখ টাকা—এই তিনটির মধ্যে যেটি কম হবে, তাই রেয়াতের পরিমাণ।
জাহিদ কবিরের মোট আয়ের (৩ লাখ ৬৪ হাজার টাকা) দশমিক শূন্য ৩ শতাংশ হলো ১০ হাজার ৯২০ টাকা; মোট অনুমোদনযোগ্য হলো (৪১ হাজার ৪০০ টাকার ১৫ শতাংশ) ৬ হাজার ২১০ টাকা। বিনিয়োগজনিত কর রেয়াত নেওয়ার সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা। এই তিনটির মধ্যে সবচেয়ে কম হলো ৬ হাজার ২১০ টাকা। এটিই হলো জাহিদ কবিরের প্রাপ্য কর রেয়াতের পরিমাণ।
কর রেয়াত পাবেন কিযেহেতু জাহিদ কবিরের মোট আয়ের ওপর প্রযোজ্য কর ৭০০ টাকা এবং আইনানুগ রেয়াতের পরিমাণ ৬ হাজার ২১০ টাকা। এই ক্ষেত্রে করদাতা কোনো প্রকার কর রেয়াত প্রাপ্য হবেন না। কর রেয়াতের পরিমাণ কখনোই কর দায়ের বেশি হবে না। সেই ক্ষেত্রে জাহিদ কবিরের করের পরিমাণ ৭০০ টাকা।
কিন্তু আয়কর আইন অনুসারে, জাহিদ কবিরকে দিতে হবে পাঁচ হাজার টাকা। কারণ, করদাতার অবস্থান ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় হলে ন্যূনতম পাঁচ হাজার টাকা, অন্যান্য সিটি করপোরেশন এলাকায় হলে ন্যূনতম চার হাজার টাকা ও সিটি করপোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় হলে তিন হাজার টাকা দিতে হবে।৪ হাজার টাকার ওপর কর বসবে। হিসাবটি এমন, করের হিসাবের প্রথম স্তরে ১ লাখ টাকার হিসাবে ৫ শতাংশ হারে ৭০০ টাকা কর প্রযোজ্য হবে।