নোয়াখালীতে মাঝারি তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন
Published: 11th, May 2025 GMT
মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে উপকূলীয় জেলা নোয়াখালীতে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে গরমের কারণে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া লোকজন। আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কয়েক দিন এ ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আজ বেলা তিনটায় জেলা শহর মাইজদীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
মাঝারি তাপপ্রবাহের কারণে শহরে মানুষজনের চলাচল কমে গেছে। প্রধান সড়কে যানবাহনের সংখ্যাও অন্য দিনের তুলনায় কম। মানুষজন একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে বেচাকেনা কমে গেছে। সবচেয়ে বিপাকে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা।
গরমের কারণে সড়কে কমে গেছে যানবাহনের চলাচল। আজ বিকেল সাড়ে তিনটায় শহরের জামে মসজিদ মোড়েউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মোটরসাইকেলের ৩ আরোহীর নিহত ২, কিভাবে দুর্ঘটনা কেউ জানেনা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে মোটরসাইকেলে তিন আরোহী দিনাজপুরের বীরগঞ্জ আসছিলেন, পথে দুর্ঘটনায় দু’জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় বেঁচে আছেন এক আরোহী। কিভাবে এ দুর্ঘটনা, তা কেউ বলতে পারছেন না।
রোববার (১১ মে) রাত ৯ টায় বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের কাহারোল উপজেলার কাশিপুর টংক বাবুর হাট সংলগ্ন হাওয়া ইট ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন, পীরগঞ্জ থানার কিসমত সৈয়দপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৬) ও পীরগঞ্জ থানার হরিতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪০)।
ফাঁকা রাস্তায় কিভাবে সড়ক দুর্ঘটনা ঘটলো- এ ব্যাপারে পুলিশ ও স্থানীয়রা কেউ কিছু বলতে পারেননি। স্থানীয়দের ধারণা, কোন অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। তবে পুলিশের ধারণা, দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তার উপরে পড়ে থাকতে দেখে তারা থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার ও আহতকে হাসপাতালে প্রেরণ করে।
দুর্ঘটনার বিষয়ে কাহারোল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/মোসলেম/টিপু