ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তানের শেখ জায়েদ বিমানবন্দর
Published: 11th, May 2025 GMT
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলায় অবস্থিত বিমানবন্দরটিতে আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
বিমানবন্দরটি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বের প্রতীক হিসেবে পরিচিত। হামলায় আমিরাতের প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের ব্যবহৃত রাজকীয় লাউঞ্জসহ বিমানবন্দরটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রহিম ইয়ার খান জেলার ডেপুটি কমিশনার খুররম জাভেদ। তিনি বলেন, শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ভারত একটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
এই কর্মকর্তা জানান, ২০২৩ সাল থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা স্থগিত থাকায় মাঝেমধ্যে আবুধাবির রাজপরিবারের সদস্যরা বিমানবন্দরটি ব্যবহার করতেন। হামলায় রাজকীয় লাউঞ্জটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বিমানবন্দরে উড়াজাহাজ দাঁড়ানোর জায়গায় ১০ ফুট চওড়া গর্তের সৃষ্টি হয়েছে।
বিমানবন্দরের আশপাশের বাসিন্দারা জানান, শনিবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে তাঁরা কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান।
আমিরাতের প্রয়াত প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল–নাহিয়ানের নামে করা এই বিমানবন্দর পাকিস্তানের উড়োজাহাজ চলাচলব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আরব দেশটির সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কের কারণে পাকিস্তানের কাছে বিমানবন্দরটির বিশেষ কৌশলগত ও কূটনৈতিক গুরুত্ব রয়েছে।
পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৭৩ ও ২০১০ সালের ভয়াবহ বন্যার সময় বিমানবন্দরটি ত্রাণ সরবরাহ, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পরিবহন এবং দুর্গত মানুষকে স্থানান্তরের জন্য গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল।
আরও পড়ুনতিন বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত: পাকিস্তানের সেনাবাহিনী১০ মে ২০২৫আরও পড়ুনবিশ্বের প্রথম ‘ড্রোন যুদ্ধ’: ভারত-পাকিস্তান সংঘাতে নতুন অধ্যায়ের উন্মোচন ঘটাল১৬ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ম নবন দরট
এছাড়াও পড়ুন:
বন্ধ থাকা ৩২ এয়ারপোর্ট খুলে দিল ভারত
ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে আকাশসীমা নিয়ে বিধিনিষেদের কারণে বিমানবন্দরগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর ও পশ্চিম ভারতের যে ৩২টি বিমানবন্দর গত কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল তা খুলে দেওয়া হয়েছে।
এগুলোর মধ্যে শ্রীনগর, জম্মু, চন্ডীগড়, অমৃতসর, জয়সলমির, যোধপুর, জামনগর ভুজ-সহ বহু গুরুত্বপূর্ণ বিমানবন্দর রয়েছে।
সরকারের বিবৃতিতে বলা হয়, যে ৩২টি বিমানবন্দরকে ১৫ মে পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তা খুলে দেওয়া হয়েছে।
তবে বিমানযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে কথা বলে বা ওয়েবসাইটে তাদের আপডেট দেখেই বিমানবন্দরে যান।
কারণ বিমানবন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
গত শুক্রবার (৯ মে) ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে প্রথমে ২৪টি বিমানবন্দরের সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল। একদিন পর ৩২টি বিমানবন্দরের সাময়িক বন্ধ ঘোষণা করে বিমানকর্মীদের কাছে নোটিশ জারি করা হয়েছিল।