সিলেটের কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন আহমদকে মারধর করে পুলিশে সোপর্দকারী বিএনপি নেতা মামুন রশিদকে শোকজ করা হয়েছে। কানাইঘাট উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদকে রোববার রাতে শোকজ করে সিলেট জেলা বিএনপি।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী স্বাক্ষরিত শোকজ নোটিশে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।

শোকজ নোটিশে বলা হয়, ‘কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আপনার দায়িত্বশীল অবস্থানে থেকেও সম্প্রতি আপনি এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি দলের দৃষ্টিগোচর হয়েছে এবং তা দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী। আপনার এ ধরনের অবস্থানকে সংগঠনের বিরুদ্ধে কার্যত বিরুদ্ধাচরণ হিসেবে গণ্য করা হচ্ছে। কেন আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হলো।’ ব্যাখ্যার ভিত্তিতে গঠনতন্ত্র অনুসারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেন নোটিশে উল্লেখ করা হয়।

গত শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরদিন রোববার দুপুর দুইটার দিকে স্থানীয় মসজিদে নামাজ পড়ে বের হওয়ার পর আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিনকে মারধর করা হয়। পরে তাকে বিএনপি সভাপতি মামুনের বাড়িতে নিয়ে রাখা হয়। আফসার উদ্দিন ওই সময় সদর ইউনিয়নের চটিগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছিলেন। আওয়ামী লীগ নেতাকে রাস্তায় মারধরের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পেছনে বিএনপি নেতা মামুনুর রশিদ জড়িত বলে জানা যায়। যদিও শোকজ নোটিশ ঘটনাটি উল্লেখ করা হয়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ন ত ম রধর ব এনপ

এছাড়াও পড়ুন:

ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্য নিহত

গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৮) নামের এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। রবিবার (১১ মে) দিবাগত রাতে সদর উপজেলার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‌্যাব -১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়ার ইবি থানা এলাকার মৃত শওকত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে কর্তব্য পালন শেষে মোটরসাইকেলযোগে ক্যাম্পে ফিরছিলেন আবু বক্কর সিদ্দিক। সাহার বাজার এলাকায় পৌঁছালে কালবৈশাখী ঝড়ে  গাছের একটি ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিকের ওপরে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন আবু বক্কর সিদ্দিকের সঙ্গে থাকা অপর র‌্যাব সদস্য।

আরো পড়ুন:

রংপুরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘‘ঘটনাস্থল গাইবান্ধা সদর থানা হওয়ায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সদর থানা ও গাইবান্ধা র‍্যাব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’’

গাইবান্ধা র‍্যাব-১৩ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনিস উদ্দিন বলেন, ‘‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/মাসুম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ