নায়ক থেকে খলনায়ক, জাসাস থেকে দূরে: মিশার স্বীকারোক্তি
Published: 12th, May 2025 GMT
ঢাকাই সিনেমার দাপুটে খল অভিনেতা মিশা সওদাগর। আট শতাধিক চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। গত কয়েক বছর ধরে সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে এই অভিনেতার।
শুধু অভিনয় নয়, চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দাপটের সঙ্গে দিচ্ছেন। দুইবারের নির্বাচিত সভাপতি মিশা সওদাগর এর আগে সাধারণ সম্পাদকসহ সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন এই জনপ্রিয় অভিনেতা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সদস্য ছিলেন তিনি। এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, “আপনারা ভালো করেই জানেন, আমি ঠিক সেভাবে রাজনীতির সঙ্গে জড়িত নই। কারণ রাজনীতি করতে অনেক যোগ্যতা লাগে, যেটা আমার নেই। তবে হ্যাঁ, একসময় আমি জাসাসে ছিলাম, কিন্তু পরে সময় দিতে পারব না বলে সরে দাঁড়িয়েছি। এরপর আর কখনো রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হইনি।”
আরো পড়ুন:
মিশার ভাষ্য, তিনবারই হেরেছেন নিপুণ!
নিপুণের দুর্গে ডিপজল-মিশার হানা
সম্প্রতি শিল্পীদের নামে দায়ের হওয়া মামলার প্রসঙ্গ টেনে মিশা সওদাগর বলেন, “সাম্প্রতিক মামলার বিষয়টি নিয়ে আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, অন্যায় করলে অবশ্যই তাকে দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক। তবে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।”
মিশা সওদাগর ১৯৮৬ সালে বিএফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মাত্র ২০ বছর বয়সে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। পরবর্তীতে নিজেকে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং দর্শকদের কাছে নতুনভাবে জনপ্রিয় হয়ে ওঠেন।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গণপিটুনির সময় আসা পুলিশ ‘মব’ দেখে ফিরে যায়, পরে এসে নিয়ে যায় লাশ
ছবি: ভিডিও থেকে সংগৃহীত