Prothomalo:
2025-08-13@09:43:12 GMT

এবার উল্টো কিছুর আশা লিটনের

Published: 12th, May 2025 GMT

লিটন দাসের ওপর প্রত্যাশাটা একটু বেশিই থাকলেও সব সময় যে তা তিনি পূরণ করতে পারেন, সে রকম নয়। এবার লিটনের কাঁধে উঠেছে একটা বাড়তি দায়িত্বও। টি–টোয়েন্টি সংস্করণে যে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক তিনি!

ব্যাটিং নিয়ে প্রত্যাশার সঙ্গে অধিনায়কত্বের ভার, লিটন খেই হারিয়ে ফেলবেন না তো! সংযুক্ত আরব আমিরাতে অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজ খেলতে যাওয়ার আগের সংবাদ সম্মলনে আজ এ নিয়ে লিটন বলেছেন, ‘অধিনায়কত্ব করা ছাড়াও তো আমি খারাপ খেলেছি। এখন অধিনায়ক হয়ে এসেছি, এটা উল্টোও হতে পারে যে (অধিনায়ক হয়ে) আসার পর থেকে আমি ভালো খেলতে পারি। ইতিবাচক ও নেতিবাচক—দুইটা জিনিসই হতে পারে।’

আরও পড়ুনভারতের টেস্ট দলে কোহলিকে খুঁজবেন লিটন১ ঘণ্টা আগে

ব্যাট হাতে লিটনের সময় খুব একটা ভালো যাচ্ছে না। টি–টোয়েন্টি সংস্করণে নিজের শেষ তিন ম্যাচে করেছেন ০, ৩ ও ১৪ রান, ফিফটি নেই ৬ ম্যাচে। অবশ্য এ বছর এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নামাই হয়নি লিটনের। মাঝে বিপিএলে ১১ ম্যাচে এক সেঞ্চুরিসহ করেছেন ৩৬৮ রান। ঢাকা প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে করেছেন ২৩৭।

আন্তর্জাতিক ক্রিকেটে বাজে ফর্ম কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান লিটন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল টন র

এছাড়াও পড়ুন:

আবারও বিশ্ব রেকর্ড ডুপ্লান্টিসের, এবার লাফালেন তিনতলা বাড়ির উচ্চতা

 আরমান্দ ‘মোন্দো’ ডুপ্লান্টিসের হাতে পোল মানেই যেন বিশ্ব রেকর্ড!

হাঙ্গেরির বুদাপেস্ট মিটে গতকাল যেমন করলেন। পোল ভল্টে গড়া নিজের বিশ্ব রেকর্ড ভাঙলেন নিজেই। পোল নিয়ে ৬.২৯ মিটার উঁচুতে লাফিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইডিশ কিংবদন্তি। মাত্র এক সেন্টিমিটার ব্যবধানে ভেঙেছেন গত জুনে স্টকহোমে গড়া নিজের বিশ্ব রেকর্ড (৬.২৮ মিটার)। বুদাপেস্ট মিটে দ্বিতীয় প্রচেষ্টায় এই উচ্চতার বেশি লাফিয়ে ১৩তম বারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস।

আরও পড়ুন৩২ কেজি ওজনের মাছ শিকার করে ৪ কোটি ৮৬ লাখ টাকা জিতলেন বাস্কেটবল কিংবদন্তি১১ আগস্ট ২০২৫

চলতি বছর পোল ভল্টে এ নিয়ে তৃতীয় রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস। গত ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট–ফেরান্ডে ৬.২৭ মিটার উচ্চতা টপকে যান ২৫ বছর বয়সী এ অ্যাথলেট। বুদাপেস্টে দ্বিতীয় প্রচেষ্টায় বিশ্ব রেকর্ড গড়া লাফটি দেওয়ার সময় ডুপ্লান্টিসের একটি পা ও পেট বারের সঙ্গে লেগে গিয়েছিল। তবে লাফানোটি আইনসিদ্ধ ছিল।

১৯৮৫ সালের ১৩ জুলাই ইতিহাসের প্রথম পোল ভল্টার হিসেবে ৬ মিটার উচ্চতা লাফিয়ে পার হয়েছিলেন ইউক্রেনের কিংবদন্তি সের্গেই বুবকা। এরপর মোট ২৬ বার ভেঙেছে বিশ্ব রেকর্ড—বুবকা ভাঙেন ১২ বার, ডুপ্লান্টিস ভেঙেছেন ১৩ বার এবং একবার ভেঙেছেন রেঁনাদ লাভিলেনি। ডুপ্লান্টিস ২০২০ সালে ৬.১৭ মিটার লাফিয়ে প্রথম বিশ্ব রেকর্ড ভাঙেন।

বিশ্ব রেকর্ড গড়ার পর ডুপ্লান্টিসের উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ