লিটন দাসের ওপর প্রত্যাশাটা একটু বেশিই থাকলেও সব সময় যে তা তিনি পূরণ করতে পারেন, সে রকম নয়। এবার লিটনের কাঁধে উঠেছে একটা বাড়তি দায়িত্বও। টি–টোয়েন্টি সংস্করণে যে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক তিনি!
ব্যাটিং নিয়ে প্রত্যাশার সঙ্গে অধিনায়কত্বের ভার, লিটন খেই হারিয়ে ফেলবেন না তো! সংযুক্ত আরব আমিরাতে অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজ খেলতে যাওয়ার আগের সংবাদ সম্মলনে আজ এ নিয়ে লিটন বলেছেন, ‘অধিনায়কত্ব করা ছাড়াও তো আমি খারাপ খেলেছি। এখন অধিনায়ক হয়ে এসেছি, এটা উল্টোও হতে পারে যে (অধিনায়ক হয়ে) আসার পর থেকে আমি ভালো খেলতে পারি। ইতিবাচক ও নেতিবাচক—দুইটা জিনিসই হতে পারে।’
আরও পড়ুনভারতের টেস্ট দলে কোহলিকে খুঁজবেন লিটন১ ঘণ্টা আগেব্যাট হাতে লিটনের সময় খুব একটা ভালো যাচ্ছে না। টি–টোয়েন্টি সংস্করণে নিজের শেষ তিন ম্যাচে করেছেন ০, ৩ ও ১৪ রান, ফিফটি নেই ৬ ম্যাচে। অবশ্য এ বছর এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নামাই হয়নি লিটনের। মাঝে বিপিএলে ১১ ম্যাচে এক সেঞ্চুরিসহ করেছেন ৩৬৮ রান। ঢাকা প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে করেছেন ২৩৭।
আন্তর্জাতিক ক্রিকেটে বাজে ফর্ম কাটিয়ে ঘুরে দাঁড়াতে চান লিটন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল টন র
এছাড়াও পড়ুন:
আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।
বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান