কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবা-মাসহ গ্রেপ্তার ৩: পুলিশ
Published: 13th, May 2025 GMT
কুড়িগ্রাম সদর উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্কুলপড়ুয়া মেয়েকে হত্যা করেছেন এক বাবা। এ ঘটনায় পুলিশ মেয়েটির বাবা, মা ও এক চাচিকে গ্রেপ্তার করেছে। হত্যার দায় স্বীকার করে তাঁরা আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার রাতে কুড়িগ্রাম জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মজিবর রহমানের ৩২ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গত শনিবার গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে নবম শ্রেণির শিক্ষার্থী ও নিজ মেয়ে জান্নাতি খাতুনকে (১৫) রড ও দা দিয়ে কুপিয়ে হত্যা করেন জাহিদুল। এ কাজে তাঁকে সহায়তা করেন স্ত্রী মোর্শেদা বেগম (৩৮) ও ভাইয়ের স্ত্রী শাহিনুর বেগম (৪৫)। হত্যার পর জান্নাতির মরদেহ ভুট্টাখেতে ফেলে আসেন তাঁরা এবং বাড়ির খড়ের গাদায় আগুন দেন ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে।
পরদিন নিহতের বড় চাচা খলিল হক (৫৫) কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা করেন। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ মজিবর রহমান ও তাঁর সহযোগীরা মেয়েটিকে তুলে নিয়ে হত্যা করেছেন।
এরপর তদন্ত শুরু করে কুড়িগ্রাম থানার একটি দল। তদন্তে উঠে আসে, মূলত জমিজমাসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকেই হত্যা করেন জাহিদুল।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত জান্নাতির বাবা জাহিদুল ইসলাম (৪৫), মা মোর্শেদা বেগম ও চাচি শাহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভর্তিতে বিড়ম্বনা এড়াতে বিশেষ উদ্যোগ ঢাবি প্রশাসনের
২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তিতে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবির প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির সময় শিক্ষার্থীদের বিভাগ/ইনস্টিটিউট ও হলের জামানতসহ বিভিন্ন ফি প্রদানের ক্ষেত্রে বিড়ম্বনা ও ভোগান্তি নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ অনুযায়ী, চলতি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীরা অনলাইনে অথবা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট/হল অফিসে এসব জামানত ও ফি’র টাকা জমা দিতে পারবেন।
আরো পড়ুন:
রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
দাবি প্রত্যাখান: রাবির ‘এ’ ইউনিটে ৭৫০ ওএমআর বাতিল
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইনে ভর্তি ফি প্রদান সংক্রান্ত এক সভার সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে প্রথমবারের মতো এ উদ্যোগ গ্রহণ করা হলো।
এ উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পূর্বের মতো লম্বা লাইনে দাঁড়িয়ে ব্যাংকে ফি জমা দেওয়ার ভোগান্তি পোহাতে হবে না। শিক্ষার্থীরা ভর্তি ও অন্যান্য ফি সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে ভর্তির ওয়েবসাইট থেকে জানতে পারবেন।
অভ্যন্তরীণ বিজ্ঞপ্তি ও ই-মেইলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট ও হলকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যেই নির্দেশনা প্রদান করা হয়েছে।
ঢাকা/সৌরভ/মেহেদী