বলিউড তারকারা কেন সরকারবিরোধী কথা বলেন না?
Published: 13th, May 2025 GMT
পাকিস্তান-ভারতের যুদ্ধ চলমান। দেশটির জাতীয় এই ইস্যু নিয়ে বলিউডের অনেক তারকা তাদের অবস্থান পরিষ্কার করেছেন। অনেকে নীরব। তবে যারা বক্তব্য দিয়েছেন, তার অধিকাংশই সরকারের পক্ষে। তবে বলিউড তারকাদের সরকারবিরোধী কথা বলতে দেখা যায় না বললেই চলে!
হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্ব জাভেদ আখতার। ব্যক্তিগত জীবনে সোজাসাপ্টা কথা বলতেই অভ্যস্ত। বলিউড তারকাদের সরকারবিরোধী কথা না বলার কারণ ব্যাখ্যা করেছেন এই বরেণ্য ব্যক্তিত্ব।
কপিল শিবালের পডকাস্টে অতিথি হয়ে জাভেদ আখতার বলেন, “আপনি কি সত্যিটা জানতে চান? হয়তো কল্পনাও করতে পারবেন না এমনটা কেন হয়। আসলে শিল্পীরা তো বিখ্যাত। ব্যাপারটা হলো, এদের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো না। পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একজন মধ্যবিত্ত শিল্পপতির পকেটে। যাদের টাকা আছে, তারা কেউ কি কথা বলবেন? জানেন কি কেন কথা বলবেন না?”
আরো পড়ুন:
কথা বলতে সমস্যা, কানেও কম শুনেন সাইফপুত্র ইব্রাহিম
‘গোবিন্দ আমাকে ছাড়া বাঁচবে না’
তাহলে কি ইডির ভয়ে তারকাদের এমন আচরণ? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে জাভেদ আখতার বলেন, “মেরিল স্ট্রিপও আমেরিকায় অস্কারের মঞ্চে দাঁড়িয়ে সরকারবিরোধী কথা বলেছিলেন। তারপরও অভিনেত্রীর বাড়িতে কোনো আয়কর টিম হানা দেয়নি। তাহলে আমাদের দেশের শিল্পীদের ক্ষেত্রে এই ভয় সত্যি কি না, আমি সেই বিতর্কে যাব?”
“কারো মনে এই ভয় থাকলে, সে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের অভিযানের ভয় পাবেন। তাহলে তাদের ফাইল ওপেন হবে, তদন্ত হবে।” বলেন জাভেদ আখতার।
চলচ্চিত্রে কাজ করলেও শিল্পীরা সমাজের জন্য কাজ করতে চান না। এ তথ্য উল্লেখ করে জাভেদ আখতার বলেন, “শিল্পীরা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ঠিকই। কিন্তু তারা এই সমাজের জন্য কোনো কাজ করতে রাজি নন।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র জ ভ দ আখত র চলচ চ ত র সরক র
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫