বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তানের সফরের সকল প্রস্তুতি সম্পন্ন ছিল। এর মাঝেই শুরু হলো ভারত-পাকিস্তান যুদ্ধ। তাতে শঙ্কার মুখে পড়ে যায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে বাতিল হয়নি। এরই মধ্যে সিরিজের সংশোধিত সুচি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগের সূচি অনুযায়ী ফয়সালাবাদে ২৫ মে হওয়ার কথা ছিল সিরিজের প্রথম ম্যাচ। সংশোধিত সূচি অনুসারে, দুই দিন পিছিয়ে সিরিজ শুরু হবে ২৭ মে থেকে।

মূলত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সংশোধিত সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাংলাদেশ সিরিজের সূচি পরিবর্তন করেছে পিসিবি। নতুন সূচিতে যেদিন পিএসএল ফাইনাল, সেদিনই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল ফয়সালাবাদে।

আরো পড়ুন:

বাংলাদেশ সিরিজকে সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিলো পাকিস্তান

যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ভারত-পাকিস্তানকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

নতুন সূচি অনুযায়ী, সিরিজের প্রথম তিন ম্যাচ ২৭, ২৯ এবং ১ জুন ফয়সালাবাদে। চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে সিরিজের শেষ দুই ম্যাচ ৩ এবং ৫ জুন লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন বিসিবি সায় দিলেই সিরিজ সূচি চূড়ান্ত করা হবে।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সংশোধিত সূচি-
২৭ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ,
২৯ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ,
১ জুন- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর,
৩ জুন- ৪র্থ টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর,
৫ জুন- ৫ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফয়স ল ব দ

এছাড়াও পড়ুন:

কবে শুরু হচ্ছে পিএসএল, যা জানা গেল

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণার পর আবারও মাঠে গড়াতে পারে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং টুর্নামেন্ট পুনরায় শুরুর প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তাদের বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে অপেক্ষমাণ রাখা হয়। এতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, চলতি মৌসুমের বাকি অংশ মাঠে ফেরাতে চাইছে আয়োজকরা।

যুদ্ধবিরতির ঘোষণার পরপরই পিএসএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে সমন্বয় করেছে। পরিকল্পনা অনুযায়ী, সব দলকে ইসলামাবাদে এনে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাকি আটটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে মাত্র এক দিন আগেই পিসিবি জানিয়েছিল, সীমান্ত উত্তেজনার কারণে পিএসএলের দশম আসরের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ওই সময় পাকিস্তান সেনাবাহিনী ৭৮টি ভারতীয় ড্রোন অনুপ্রবেশ ও মিসাইল হামলার অভিযোগ তোলে। পরিস্থিতিকে 'ভারতের বেপরোয়া আগ্রাসন' হিসেবে উল্লেখ করে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিল বোর্ড।

পিসিবি আরও জানায়, বিদেশি ক্রিকেটারদের মানসিক চাপ এবং তাদের পরিবারের উদ্বেগকেও গুরুত্ব দিয়েই স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি পিএসএলে এখন পর্যন্ত ২৭টি ম্যাচ শেষ হয়েছে। বাকি রয়েছে মাত্র আটটি ম্যাচ, যার মধ্যে রয়েছে প্লে-অফের গুরুত্বপূর্ণ লড়াই।

সম্পর্কিত নিবন্ধ

  • পিসিবির নতুন সূচিতে বিসিবি এখনো চুপ
  • বাংলাদেশকে সিরিজের নতুন সূচি পাঠাল পাকিস্তান 
  • বাংলাদেশকে সিরিজের নতুন সূচি পাঠিয়েছে পাকিস্তান 
  • আইপিএলের নতুন সূচি ঘোষণা, ফাইনাল কলকাতায় হচ্ছে না  
  • পিএসএলের নতুন সূচি ঘোষণা, বাংলাদেশ সিরিজ স্থগিত নাকি পেছাচ্ছে
  • সাদা বলে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন
  • বাংলাদেশ সিরিজের আগে নতুন কোচ নিয়োগ দিল পাকিস্তান 
  • মিচেল ও কারেনকে নিয়ে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন রিশাদ
  • কবে শুরু হচ্ছে পিএসএল, যা জানা গেল