স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবার শুরু হবে ১৭ মে। নতুন সূচি অনুযায়ী ২৫ মে হবে ফাইনাল।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের সূচিতেও তাই কিছু পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আজ পিসিবির একটি সূত্র জানিয়েছে, বিসিবিকে পাঠানো পরিবর্তিত সূচিতে ফয়সালাবাদে সিরিজের প্রথম দুটি টি–টোয়েন্টি ২৫ ও ২৭ মের পরিবর্তে ২৭ ও ২৮ মে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

এই সূচি অনুযায়ী ফয়সালাবাদ থেকে ২৯ মে বাংলাদেশ ও পাকিস্তান দল লাহোরে ফিরবে। সিরিজের শেষ তিনটি ম্যাচ লাহোরে হবে ৩০ মে এবং ১ ও ২ জুন।

পিসিবি থেকে পরিবর্তিত সূচি প্রস্তাব করা হলেও জানা গেছে, বিসিবি এখনো এ ব্যাপারে কোনো মতামত জানায়নি। আগামীকাল বাংলাদেশ দল শারজায় যাবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই টি–টোয়েন্টির সিরিজ খেলতে। পাকিস্তানে যাওয়ার কথা সেখান থেকেই।

কিন্তু ভারত–পাকিস্তান সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতির কারণে বিসিবি গত ১০ মে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তাদের কাছে সবার আগে দলের খেলোয়াড়–কোচ–কর্মকর্তাদের নিরাপত্তা। পাকিস্তানের সার্বিক পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত বিসিবির সে অবস্থানে কোনো পরিবর্তন এসেছে বলে জানা যায়নি।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার দিনই অবশ্য ভারত–পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে দুই দেশের সম্পর্কে এখনো এক ধরনের অস্থিরতা বিরাজ করছে।

পিসিবি অবশ্য পিএসএল শুরু করতে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় পরিবর্তিত সূচিতে আয়োজন করতে চায় বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি–টোয়েন্টির হোম সিরিজও।

স্বাভাবিকভাবেই এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি একা নেবে না। পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন ও নিরাপত্তা সংস্থার পরামর্শ মেনেই এগোবে তারা।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান

প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ