কারণ ছাড়া ক’দিন বন্ধ থাকলেই নিজে থেকে রিস্টার্ট হবে ডিভাইস। ফলে ডিভাইসের সব ধরনের ডেটা এনক্রিপ্টেড হয়ে যাবে।
সহজে কেউ ডেটার নাগাল পাবে না। অবৈধ ডেটা চুরির অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করেও সুবিধা পাওয়া যাবে না। অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবের জন্য এমন ফিচার তৈরির কথা জানাল গুগল। গুগল প্লে সার্ভিস ২৫.১৪ সংস্করণে পাওয়া যাবে এমন সুবিধা।
হুট করে নিজের ব্যবহৃত স্মার্ট ডিভাইসের পাওয়ার সচল হওয়ার অনেক পরে আনলক হলে এটি ‘আফটার ফার্স্ট আনলক’ মোডে চলে যায়।
এমন পরিস্থিতিতে ফোন লক থাকলেও কিছু জরুরি ডেটার এনক্রিপশন হয় না। ফলে দীর্ঘক্ষণ স্ক্রিন বন্ধ থাকলেই ডেটা চুরির শঙ্কা থেকে যায়। টানা তিন দিন যদি ডিভাইস অব্যবহৃত থাকে, তা
হলে এমন ফিচার নিজে থেকেই ডিভাইসকে সক্রিয় করবে। তা ‘বিফোর ফার্স্ট আনলক’ মোডে চলে যাবে। ফলে ডেটা বেহাত হওয়ার আশঙ্কামুক্ত হয়।
অ্যাপল আইওএস ১৮.
পরপর তিন দিন সুনির্দিষ্ট কারণ ছাড়া ফোন ব্যবহার করা না হলে এমন পরিস্থিতি স্বাভাবিক হিসেবে বিবেচিত নয়। তবে ফোন হারানো বা কোনো বিপদের সময়ে আপনার ডেটা সুরক্ষা মজবুত করবে উল্লিখিত ফিচার।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবহ
এছাড়াও পড়ুন:
নিরাপত্তার প্রশ্নে রিস্টার্ট
কারণ ছাড়া ক’দিন বন্ধ থাকলেই নিজে থেকে রিস্টার্ট হবে ডিভাইস। ফলে ডিভাইসের সব ধরনের ডেটা এনক্রিপ্টেড হয়ে যাবে।
সহজে কেউ ডেটার নাগাল পাবে না। অবৈধ ডেটা চুরির অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করেও সুবিধা পাওয়া যাবে না। অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবের জন্য এমন ফিচার তৈরির কথা জানাল গুগল। গুগল প্লে সার্ভিস ২৫.১৪ সংস্করণে পাওয়া যাবে এমন সুবিধা।
হুট করে নিজের ব্যবহৃত স্মার্ট ডিভাইসের পাওয়ার সচল হওয়ার অনেক পরে আনলক হলে এটি ‘আফটার ফার্স্ট আনলক’ মোডে চলে যায়।
এমন পরিস্থিতিতে ফোন লক থাকলেও কিছু জরুরি ডেটার এনক্রিপশন হয় না। ফলে দীর্ঘক্ষণ স্ক্রিন বন্ধ থাকলেই ডেটা চুরির শঙ্কা থেকে যায়। টানা তিন দিন যদি ডিভাইস অব্যবহৃত থাকে, তা
হলে এমন ফিচার নিজে থেকেই ডিভাইসকে সক্রিয় করবে। তা ‘বিফোর ফার্স্ট আনলক’ মোডে চলে যাবে। ফলে ডেটা বেহাত হওয়ার আশঙ্কামুক্ত হয়।
অ্যাপল আইওএস ১৮.১ সংস্করণে ‘ইনঅ্যাক্টিভিটি রিবুট’ ফিচারের অনুকরণেই এমন ফিচার নিয়ে কাজ করেছে গুগল।
পরপর তিন দিন সুনির্দিষ্ট কারণ ছাড়া ফোন ব্যবহার করা না হলে এমন পরিস্থিতি স্বাভাবিক হিসেবে বিবেচিত নয়। তবে ফোন হারানো বা কোনো বিপদের সময়ে আপনার ডেটা সুরক্ষা মজবুত করবে উল্লিখিত ফিচার।