গরমে শিশুর শরীরে ময়েশ্চারাইজার দিতে হবে না বা তেল দেওয়া যাবে না—বিষয়টা কিন্তু তা নয়। তবে বেশি পরিমাণে ময়েশ্চারাইজার দেওয়া যাবে না। এতে শরীর চিটচিটে হয়ে যেতে পারে। অল্প পরিমাণে ময়েশ্চারাইজ নিয়ে শিশুর শরীরে ম্যাসেজ করে দিতে হবে। 

পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা একটি পডকাস্টে বলেন, ‘‘শিশুরা যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান করে তাহলে এমনিতেই শরীরে ময়েশ্চারাইজার থাকে। শিশুর শরীর হাইড্রেট রাখার জন্য তাদের পর্যাপ্ত পানি পান করাতে হবে। ত্বক যখন অনেক ড্রাই হয়ে যায় তখন অনেক খারাপ লাগে। ড্রাই স্কিনের যত্নে শিশুর শরীরে ভালো ময়েশ্চারাইজার দিতে হবে।’’

আয়েশা সিদ্দিকা আরও বলেন, ‘‘নারিকেল তেল বা অলিভ ওয়েল দিয়ে শিশুর শরীর ম্যাসাজ করে দিতে পারেন। যদিও বাংলাদেশে শিশুর শরীরের ময়েশ্চারাইজার ধরে রাখার জন্য লোশন ব্যবহারের ট্রেডিশন আছে। যারা প্রেফার করেন তারা শিশুর শরীরে লোশন লাগাতে পারেন।’’

আরো পড়ুন:

তীব্র দাবদাহে শরীর সুস্থ রাখতে কী কী খাবেন

‘ভিটামিন ডি’ এর ঘাটতি হলে শরীরে যা যা ঘটতে পারে

শিশুর শরীরে যত লো ক্যমিকেলযুক্ত ময়েশ্চারাইজার দেওয়া যায় তত ভালো। সেক্ষেত্রে অনেক বেবি অয়েলও শিশুর শরীরে দিতে পারেন। 
 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ