৪০৮ যাত্রী নিয়ে সিলেট থেকে গেল প্রথম হজ ফ্লাইট
Published: 14th, May 2025 GMT
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবে গেল প্রথম হজ ফ্লাইট। বুধবার বিকেলে ৫টা ২৫ মিনিটে ৪০৮ হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি সিলেট ছাড়ে।
বিমানের জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুজ্জামান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ প্রমুখ।
শাহনেওয়াজ মজুমদার সমকালকে জানান, প্রথম ফ্লাইটে যাত্রীদের মধ্যে সিলেটের ৩৫০ ও ঢাকার ৫৮ জন ছিলেন। এ ছাড়া সাধারণ যাত্রী ছিলেন ৯ জন। সিলেট থেকে আরও চারটি হজ ফ্লাইট যাবে। আগামী ২৩ মে বিকেল ৫টা ২৫ মিনিটে বিজি-২৩৫, ২৫ মে দুপুর ১টা ১৫ মিনিটে বিজি-৩৩১, ২৬ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-২৩৫ ও ২৯ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-২৩৫ ওসমানী বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। এবার সিলেট থেকে ২ হাজার ৮০০ যাত্রী হজে যাওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: স দ আরব
এছাড়াও পড়ুন:
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।
ঢাকা/এনটি/এসবি