টেস্ট থেকে অবসর নেওয়াতে কি কোহলি-রোহিতের বেতন কমে যাবে
Published: 14th, May 2025 GMT
টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন আগেই, এবার বিদায় বলে দিলেন টেস্ট ক্রিকেটকেও। বিরাট কোহলি ও রোহিত শর্মা এখন ভারতের হয়ে খেলবেন শুধু ওয়ানডে ক্রিকেট। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এত দিন দুজনই চুক্তিবদ্ধ ছিলেন এ+ শ্রেণির ক্রিকেটার হিসেবে। যে শ্রেণির ক্রিকেটারদের বিসিসিআই বেতন দেয় বছরে ৭ কোটি রুপি। এখন যেহেতু শুধু একটা সংস্করণেই পাওয়া যাবে কোহলি-রোহিতকে, দুজনের বেতন কি আগের মতোই থাকবে, নাকি কমে যাবে?
বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। তবে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সইকিয়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, কোহলি-রোহিতের দীর্ঘদিনের অবদানকে সম্মান জানিয়ে বিসিসিআই তাঁদের এ-প্লাস চুক্তি বজায় রাখবে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই ওই সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন কোহলি ও রোহিত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারতের সঙ্গে খেললে কোহলিকে মিস করবেন লিটন
ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টকে বিদায় জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ১০ হাজার রান থেকে একটু দূরে থাকা এই তারকা ক্রিকেটারের অবসর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের কাছে আশ্চর্যের ছিল না।
“শকিং নিউজ না। এই অধিকার আছে যে কোন সময়টা তারা ক্রিকেট খেলবে, কোন সময়টা খেলবে না। সে যথেষ্ট ম্যাচিউরড। আমার বলার থেকে তার সিদ্ধান্তকে আমার প্রাধান্য দেওয়া উচিত। তার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।”
সোমবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন লিটন। কোহলির টেস্ট ক্রিকেট ছাড়া নিয়ে বেশ কয়েকটি প্রশ্নের মুখোমুখি হন তিনি।
আরো পড়ুন:
শুধু সিরিজ নয়, লিটনের লক্ষ্য অনেক বড়
২৪ ইনিংসে মাত্র ১ ফিফটি, তবুও বিশ্বকাপ পর্যন্ত লিটন অধিনায়ক?
ভারতের সঙ্গে খেলা হলে কোহলিকে মিস করবেন বলেও জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, “একটা সময় তো প্রতিটা খেলোয়াড়ের অবসরে যেতে হয়, কিন্তু যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি, আমি অবশ্যই মিস করবো আমি যেহেতু অনেকদিন খেলেছি।’’
কোহলির সঙ্গে লিটনের অনেক কথাই হয়। তার মতে মাঠে কোহলি যেমন ক্ষ্যাপাটে মাঠের বাইরে ততটা শান্ত, “মেমরি বলতে প্লেয়ারদের সঙ্গে কথোপকথন হয়। সে অনেক জেন্টাল। মাঠের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক এগ্রেশন দেখায়। শুধু ক্রিকেটের জন্যই করে। মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ। মাঠের বাইরে অনেক কথোপকথনই হয়েছে।’’
শুধু তাই নয় লিটন মনে করেন কোহলি টেস্ট ক্রিকেটের অ্যাগ্রেশন পরিবর্তন করে দিয়েছেন, “সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, শুধু ভারতের জন্য না। ওভারঅল টেস্ট ফরম্যাটের এগ্রেশন চেঞ্জ করছে কিন্তু অনেকখানি। তার এটিচিউড বলেন, তার ক্রিকেটের নলেজ বলেন। এরকম একটা খেলোয়াড় টেস্ট ক্রিকেট খেলবে না।’’
ঢাকা/রিয়াদ/আমিনুল