টেস্ট থেকে অবসর নেওয়াতে কি কোহলি-রোহিতের বেতন কমে যাবে
Published: 14th, May 2025 GMT
টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন আগেই, এবার বিদায় বলে দিলেন টেস্ট ক্রিকেটকেও। বিরাট কোহলি ও রোহিত শর্মা এখন ভারতের হয়ে খেলবেন শুধু ওয়ানডে ক্রিকেট। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে এত দিন দুজনই চুক্তিবদ্ধ ছিলেন এ+ শ্রেণির ক্রিকেটার হিসেবে। যে শ্রেণির ক্রিকেটারদের বিসিসিআই বেতন দেয় বছরে ৭ কোটি রুপি। এখন যেহেতু শুধু একটা সংস্করণেই পাওয়া যাবে কোহলি-রোহিতকে, দুজনের বেতন কি আগের মতোই থাকবে, নাকি কমে যাবে?
বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। তবে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সইকিয়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, কোহলি-রোহিতের দীর্ঘদিনের অবদানকে সম্মান জানিয়ে বিসিসিআই তাঁদের এ-প্লাস চুক্তি বজায় রাখবে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই ওই সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন কোহলি ও রোহিত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।
বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান