Samakal:
2025-10-03@08:52:12 GMT

দর্শকবান্ধব ফিচার

Published: 15th, May 2025 GMT

দর্শকবান্ধব ফিচার

অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব ও অ্যান্ড্রয়েড টিভির দর্শকের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক ও নিরবচ্ছিন্ন বিনোদনের প্রয়াসে অ্যাপের সম্পূর্ণ নতুন সংস্করণ ঘোষণা করেছে ডিজিটাল ওটিটি প্ল্যাটফর্ম টফি। নতুনত্বের মধ্যে রয়েছে দৃষ্টিনন্দন ডিজাইন ও আপগ্রেড ফিচার, যা কনটেন্ট খোঁজা (ডিসকাভার) ও দেখার অভিজ্ঞতাকে উপভোগ্য করবে; সবার জন্য পার্সোনালাইজড অভিজ্ঞতা দেবে।

দর্শকবান্ধব নতুন ইন্টারফেসে যুক্ত হয়েছে স্বচ্ছ ও সহজ দৃশ্যায়ন। বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, ভিউয়িং অভিজ্ঞতা ও দর্শকের পছন্দ প্রাধান্য দিয়ে আমরা টফিকে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছি। গ্রাহকরা যেন স্বাচ্ছন্দ্যদায়ক ও নিরবচ্ছিন্ন বিনোদন অভিজ্ঞতা উপভোগ করতে পারেন, সে জন্য সুবিধাজনক প্ল্যাটফর্মে নতুন সংস্করণ আনা হয়েছে। সিগনেচার লাইভ স্পোর্টস স্ট্রিমিং এখন স্বাচ্ছন্দ্যদায়ক; একই সঙ্গে মাল্টিডিভাইস সুবিধার মাধ্যমে স্থানীয় ও বিদেশি কনটেন্ট অ্যাকসেস করা এখন আগের চেয়ে সহজ। এমন রূপান্তরের মাধ্যমে প্ল্যাটফর্মটি শুধু অ্যাপ হিসেবেই নয়, বরং দর্শকের সময়োপযোগী চাহিদা পূরণে কাজ করছি। আপগ্রেডে কনটেন্ট সংগ্রহশালা সমৃদ্ধ হয়েছে। 

হলিউড ব্লকবাস্টার, বলিউড হিট, সমালোচক দ্বারা প্রশংসিত সিরিজ ও এক্সক্লুসিভ আঞ্চলিক সিনেমা ছাড়াও এতে প্রায় চার হাজার ঘণ্টার বেশি সময়জুড়ে অন-ডিমান্ড এন্টারটেইনমেন্ট অপশন রয়েছে। নতুন এ অ্যাপ এখন সবার জন্য উন্মুক্ত। উপভোগ্য কনটেন্ট, প্রযুক্তি ও স্বাচ্ছন্দ্যের মিশেলে ডিজিটাল বিনোদনে নতুন মাত্রা যোগ করবে দেশের এ বিনোদন প্ল্যাটফর্ম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প ল য টফর ম কনট ন ট

এছাড়াও পড়ুন:

সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে

জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।

এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?

প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।

প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।

কালও রান করতে পারেননি শামীম

সম্পর্কিত নিবন্ধ