অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব ও অ্যান্ড্রয়েড টিভির দর্শকের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক ও নিরবচ্ছিন্ন বিনোদনের প্রয়াসে অ্যাপের সম্পূর্ণ নতুন সংস্করণ ঘোষণা করেছে ডিজিটাল ওটিটি প্ল্যাটফর্ম টফি। নতুনত্বের মধ্যে রয়েছে দৃষ্টিনন্দন ডিজাইন ও আপগ্রেড ফিচার, যা কনটেন্ট খোঁজা (ডিসকাভার) ও দেখার অভিজ্ঞতাকে উপভোগ্য করবে; সবার জন্য পার্সোনালাইজড অভিজ্ঞতা দেবে।
দর্শকবান্ধব নতুন ইন্টারফেসে যুক্ত হয়েছে স্বচ্ছ ও সহজ দৃশ্যায়ন। বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, ভিউয়িং অভিজ্ঞতা ও দর্শকের পছন্দ প্রাধান্য দিয়ে আমরা টফিকে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছি। গ্রাহকরা যেন স্বাচ্ছন্দ্যদায়ক ও নিরবচ্ছিন্ন বিনোদন অভিজ্ঞতা উপভোগ করতে পারেন, সে জন্য সুবিধাজনক প্ল্যাটফর্মে নতুন সংস্করণ আনা হয়েছে। সিগনেচার লাইভ স্পোর্টস স্ট্রিমিং এখন স্বাচ্ছন্দ্যদায়ক; একই সঙ্গে মাল্টিডিভাইস সুবিধার মাধ্যমে স্থানীয় ও বিদেশি কনটেন্ট অ্যাকসেস করা এখন আগের চেয়ে সহজ। এমন রূপান্তরের মাধ্যমে প্ল্যাটফর্মটি শুধু অ্যাপ হিসেবেই নয়, বরং দর্শকের সময়োপযোগী চাহিদা পূরণে কাজ করছি। আপগ্রেডে কনটেন্ট সংগ্রহশালা সমৃদ্ধ হয়েছে।
হলিউড ব্লকবাস্টার, বলিউড হিট, সমালোচক দ্বারা প্রশংসিত সিরিজ ও এক্সক্লুসিভ আঞ্চলিক সিনেমা ছাড়াও এতে প্রায় চার হাজার ঘণ্টার বেশি সময়জুড়ে অন-ডিমান্ড এন্টারটেইনমেন্ট অপশন রয়েছে। নতুন এ অ্যাপ এখন সবার জন্য উন্মুক্ত। উপভোগ্য কনটেন্ট, প্রযুক্তি ও স্বাচ্ছন্দ্যের মিশেলে ডিজিটাল বিনোদনে নতুন মাত্রা যোগ করবে দেশের এ বিনোদন প্ল্যাটফর্ম।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প ল য টফর ম কনট ন ট
এছাড়াও পড়ুন:
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এখন থেকে যে কেউ ঘরে বসেই অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটি ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক স্মার্টফোনের মাধ্যমে সহজেই জিডি করা যাবে।
থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর এবং জিডি–সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন।
ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সংরক্ষণ করা হয় বিধায় এতে ব্যক্তিগত গোপনীয়তাও বজায় থাকে।
অনলাইন জিডির মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে।
কেবল জিডি করাই নয়, জিডির ভিত্তিতে পুলিশের নেওয়া ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকায় এটি নাগরিক জীবনে স্বস্তিও বয়ে আনবে।
অনলাইন জিডির পাশাপাশি প্রচলিত জিডি কার্যক্রমও অব্যাহত থাকবে।