এস্পানিওলকে হারিয়ে ২৮তম লিগ শিরোপা জয় নিশ্চিত বার্সার
Published: 16th, May 2025 GMT
পরিস্কার হিসাব ছিল বার্সেলোনার সামনে। এস্পানিওলকে তাদের মাঠে হারাতে পারলেইচ্যাম্পিয়ন। আরসিডিই স্টেডিয়ামে বার্সাকে সেই হিসাবই মিলিয়ে দিলেন লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজ। তাঁদের গোলে নগর প্রতিদ্বন্দ্বি এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ২৮তম লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে বার্সা। সর্বোচ্চ ৩৬বার লিগ জিতেছে রিয়াল।
৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। দুটি দলই আর দুটি করে ম্যাচ খেলবে। নিজেদের দুই ম্যাচ জিতলেও বার্সার সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান কমানো রিয়ালের পক্ষে সম্ভব হবে না
আরও পড়ুনস্টেডিয়ামের পাশে গাড়িচাপায় ১৩ জন আহত, কিছুক্ষণ বন্ধ ছিল এস্পানিওল-বার্সা ম্যাচ৫৯ মিনিট আগেএস্পানিওল প্রথমার্ধের ১২ ও ১৬ মিনিটে গোলের দুটি পরিস্কার সুযোগ পেয়েছে। ১২তম মিনিটে হাভি পুয়েদোর শট ডান পাশের পোস্ট ঘেঁষে চলে যায়। এর চার মিনিট পরই বার্সা গোলকিপার ভয়চেক সেজনিকে একা পেয়েও গোল করতে পারেননি পুয়েদো। বল সেজনির হাতে তুলে দিয়েছেন।
প্রথমার্ধে বার্সাও গোলের সুযোগ পেয়েছে। ইয়ামাল-তোরেসরা সুযোগ কাজে লাগাতে পারেননি। কিন্তু বিরতির পর ৫৩ মিনিটে ডান প্রান্ত থেকে ইয়ামালের বাঁ পায়ের ‘ট্রেডমার্ক’ বাঁকানো শটে গোল পেয়ে যায় বার্সা। চলতি মৌসুমে এটি ইয়ামালের ১৭তম গোল। চোখ ধাঁধানো এই গোলের পর বার্সা ম্যাচের শেষ গোলটি পেয়েছে যোগ করা সময়ের পাঁচ মিনিটে। বক্সের ভেতর অরক্ষিত বল পেয়ে শট নেন তোরেস। পাসের উৎস ছিলেন ইয়ামাল। এবার লা লিগায় এ নিয়ে ১৩ গোল করালেন ইয়ামাল। গোল করানোয় তাঁর ওপরে আর কেউ নেই।
নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে ১০ জনে পরিণত হয়েছিল এস্পানিওল। ৮০ মিনিটে ইয়ামালকে কনুই দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন এস্পানিওলের উরুগুয়ে ডিফেন্ডার লেয়ান্দ্রো কাবরেরা।
আরও পড়ুনআর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ডের কোচরা কে কত টাকা বেতন পান১৪ ঘণ্টা আগেবার্সা কোচ হিসেবে প্রথম মৌসুমেই দারুণ সাফল্য পেলেন ফ্লিক। ক্লাবটিতে অভিষেক মৌসুমেই জিতলেন কোপা দেল রে, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। শুক্রবার লিগ শিরোপা নিয়ে বার্সেলোনা শহরে উদ্যাপন করবে ফ্লিকের দল।
লিগ শিরোপা জয়ের মধ্য দিয়ে ঘরোয়া সব শিরোপাই জিতল বার্সা। গত জানুয়ারিতে জিতেছে সুপার কাপ, গত মাসে কোপা দেল রে এবং এরপর লিগ শিরোপাও কাতালান ক্লাবটির ঘরে উঠল।
মজার বিষয়, নব্বই দশক থেকে ক্যাম্প ন্যুতে বার্সা মাত্র দুবার লিগ শিরোপা জয় নিশ্চিত করতে পারলেও নগর প্রতিদ্বন্দ্বি এস্পানিওলের মাঠে একুশ শতকে ঘরের চেয়ে বেশিবার লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে।
২০২৩ সালে এস্পানিওলের মাঠেই লিগ জয় নিশ্চিত হয়েছিল বার্সার। ২০১৩ সালে এস্পানিওলের মাঠে রিয়াল মাদ্রিদ ড্র করায় লিগ নিশ্চিত হয়েছিল তাদের।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জয় ন শ চ ত
এছাড়াও পড়ুন:
দুঃখ প্রকাশ করলেন আইন উপদেষ্টা
চিকিৎসকদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রবিবার (১৭ আগস্ট) রাতে ভেরিফাইড ফেসবুক পেইজে ‘ডাক্তার প্রসঙ্গ’ শিরোনামে একটি পোস্ট দেন তিনি। রাইজিংবিডি পাঠকদের জন্য তার পোস্ট তুলে ধরা হলো:
‘‘গতকাল একটি অনুষ্ঠানে ডাক্তারদের সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম। প্রথমে রোগী হিসেবে আমার ভালো অভিজ্ঞতার কথা বলেছি। তারপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে জানা কিছু সমালোচনার কথা বলেছি।
সেখানে আমি বলেছি, এই সমালোচনাগুলো সব ডাক্তারদের জন্য প্রযোজ্য না। বলেছি, অনেক ডাক্তার আছেন ভালো, কিন্তু অন্য অনেকের বিরুদ্ধে অভিযোগও আছে। কিছু অভিযোগ স্টেটমেন্ট আকারে বলেছি, কিছু প্রশ্ন আকারে।
পত্রপত্রিকা যখন এগুলো ছাপিয়েছে তখন আমার সম্পূর্ণ বক্তব্য তুলে ধরেনি। ফলে কারো কাছে মনে হতে পারে যে, রোগীর কথা মন দিয়ে না শোনা, বেশি টেস্ট করতে দেওয়া বা ঔষধ কোম্পানির সঙ্গে যোগাযোগ- আমি এসব অভিযোগ ঢালাওভাবে সব ডাক্তারদের সম্পর্কে করেছি। কিন্তু এটি ঠিক নয়। আমি দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি, আমার এসব অভিযোগ এক শ্রেণির ডাক্তারদের বিরুদ্ধে, সব ডাক্তারদের বিরুদ্ধে না।
আমার বক্তব্য যেভাবে কিছু পত্রিকা ছাপানো হয়েছে, মনে হতে পারে অভিযোগগুলো সবার উদ্দেশ্যে করা। প্রচণ্ড ত্যাগ, সততা আর দক্ষতা নিয়ে এ দেশের যে বিপুল সংখ্যক ডাক্তার রোগীদের সেবা করেন, তাদের কাছে এটি গভীর মনোবেদনার কারণ হতে পারে।
এমন ডাক্তার ভাই-বোনদের কাছে আমি এজন্য দুঃখ প্রকাশ করছি। তবে, কিছু কিছু ডাক্তারের (তারা সংখ্যায় কম হতে পারেন) ক্ষেত্রে এসব অভিযোগ সত্যি কি-না তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধও তাদের কাছে করছি।’’
এর আগে, আসিফ নজরুলের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। তারা উপদেষ্টার বক্তব্যকে চিকিৎসকদের জন্য ‘অবমাননাকর’ বলে আখ্যায়িত করেছে।
শনিবার সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিপিএইচসিডিওএ আয়োজিত অনুষ্ঠানে আসিফ নজরুল চিকিৎসকদের উদ্দেশ্য করে বলেন, ‘‘পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সব সময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের?...আপনারা ওষুধ কোম্পানির দালাল? এ দেশে বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদের?।’’
ঢাকা/রাজীব