পরিস্কার হিসাব ছিল বার্সেলোনার সামনে। এস্পানিওলকে তাদের মাঠে হারাতে পারলেইচ্যাম্পিয়ন। আরসিডিই স্টেডিয়ামে বার্সাকে সেই হিসাবই মিলিয়ে দিলেন লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজ। তাঁদের গোলে নগর প্রতিদ্বন্দ্বি এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ২৮তম লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে বার্সা। সর্বোচ্চ ৩৬বার লিগ জিতেছে রিয়াল।

৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। দুটি দলই আর দুটি করে ম্যাচ খেলবে। নিজেদের দুই ম্যাচ জিতলেও বার্সার সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান কমানো রিয়ালের পক্ষে সম্ভব হবে না

আরও পড়ুনস্টেডিয়ামের পাশে গাড়িচাপায় ১৩ জন আহত, কিছুক্ষণ বন্ধ ছিল এস্পানিওল-বার্সা ম্যাচ৫৯ মিনিট আগে

এস্পানিওল প্রথমার্ধের ১২ ও ১৬ মিনিটে গোলের দুটি পরিস্কার সুযোগ পেয়েছে। ১২তম মিনিটে হাভি পুয়েদোর শট ডান পাশের পোস্ট ঘেঁষে চলে যায়। এর চার মিনিট পরই বার্সা গোলকিপার ভয়চেক সেজনিকে একা পেয়েও গোল করতে পারেননি পুয়েদো। বল সেজনির হাতে তুলে দিয়েছেন।

প্রথমার্ধে বার্সাও গোলের সুযোগ পেয়েছে। ইয়ামাল-তোরেসরা সুযোগ কাজে লাগাতে পারেননি। কিন্তু বিরতির পর ৫৩ মিনিটে ডান প্রান্ত থেকে ইয়ামালের বাঁ পায়ের ‘ট্রেডমার্ক’ বাঁকানো শটে গোল পেয়ে যায় বার্সা। চলতি মৌসুমে এটি ইয়ামালের ১৭তম গোল। চোখ ধাঁধানো এই গোলের পর বার্সা ম্যাচের শেষ গোলটি পেয়েছে যোগ করা সময়ের পাঁচ মিনিটে। বক্সের ভেতর অরক্ষিত বল পেয়ে শট নেন তোরেস। পাসের উৎস ছিলেন ইয়ামাল। এবার লা লিগায় এ নিয়ে ১৩ গোল করালেন ইয়ামাল। গোল করানোয় তাঁর ওপরে আর কেউ নেই।

নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে ১০ জনে পরিণত হয়েছিল এস্পানিওল। ৮০ মিনিটে ইয়ামালকে কনুই দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন এস্পানিওলের উরুগুয়ে ডিফেন্ডার লেয়ান্দ্রো কাবরেরা।

আরও পড়ুনআর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ডের কোচরা কে কত টাকা বেতন পান১৪ ঘণ্টা আগে

বার্সা কোচ হিসেবে প্রথম মৌসুমেই দারুণ সাফল্য পেলেন ফ্লিক। ক্লাবটিতে অভিষেক মৌসুমেই জিতলেন কোপা দেল রে, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। শুক্রবার লিগ শিরোপা নিয়ে বার্সেলোনা শহরে উদ্‌যাপন করবে ফ্লিকের দল।

লিগ শিরোপা জয়ের মধ্য দিয়ে ঘরোয়া সব শিরোপাই জিতল বার্সা। গত জানুয়ারিতে জিতেছে সুপার কাপ, গত মাসে কোপা দেল রে এবং এরপর লিগ শিরোপাও কাতালান ক্লাবটির ঘরে উঠল।

মজার বিষয়, নব্বই দশক থেকে ক্যাম্প ন্যুতে বার্সা মাত্র দুবার লিগ শিরোপা জয় নিশ্চিত করতে পারলেও নগর প্রতিদ্বন্দ্বি এস্পানিওলের মাঠে একুশ শতকে ঘরের চেয়ে বেশিবার লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে।

২০২৩ সালে এস্পানিওলের মাঠেই লিগ জয় নিশ্চিত হয়েছিল বার্সার। ২০১৩ সালে এস্পানিওলের মাঠে রিয়াল মাদ্রিদ ড্র করায় লিগ নিশ্চিত হয়েছিল তাদের।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জয় ন শ চ ত

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ