কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সাদ
Published: 16th, May 2025 GMT
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি পদে বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক পদে এখন টেলিভিশনের মো. বাইজীদ হোসেন সাদ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন হয়। ভোট গণনা শেষে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
নির্বাচিত অন্যরা হলেন: সহ-সভাপতি ওবায়দুর রহমান (মর্নিং পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক রবিউল রেজা (ডেইলি সান), অর্থ সম্পাদক পার্থ সাহা (খবরের কাগজ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ (সংবাদ সারাবেলা) এবং পাঠাগার ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সময়ের আলোর রাকিবুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন কাবা কাকলি (স্বদেশ প্রতিদিন), ফয়সাল হোসেন (দৈনিক বাংলাদেশ পরিক্রমা) মো.
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার (ক্রাইম) আলী আজম। নির্বাচন কমিশনার ছিলেন টিবিএন ২৪ এর স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসেন এবং ডেইলি সানের স্টাফ রিপোর্টার যায়েদ হোসেন মিশু।
ঢাকা/এএএম/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পেট্রো ডলারের বন্যায় শেষ হলো ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর
রীতিমতো পেট্রো ডলারের বন্যায় ভেসে চার দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের শেষ দিনে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২০০ বিলিয়ন ডলারের একাধিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্স জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের পর বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।
হোয়াইট হাউস জানিয়েছে, আবুধাবিভিত্তিক আমিরাতের বিমান সংস্থা ইত্তিহাদ এয়ারওয়েজ ১৪.৫ বিলিয়ন ডলার খরচে ২৮টি বোয়িং ৭৮৭ এবং ৭৭৭এক্স বিমানের ক্রয়াদেশ নিশ্চিত করেছে। বোয়িংয়ের এসব বিমানে জিই এরোস্পেসের তৈরি ইঞ্জিন ব্যবহার করা হবে। হোয়াইট হাউস জানিয়েছে, আমিরাতের এই বিনিয়োগ যুক্তরাষ্ট্রের বিমান উৎপাদন ও রপ্তানিতে গতি আনবে।
আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ট্রাম্পের বৈঠকে দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। আবুধাবির সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে আগামী এক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিপুল পরিমাণ বিনিয়োগ করবে আমিরাত। মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্র-আমিরাত এআই অ্যাকসেলারেশন পার্টনারশিপ নামে একটি কাঠামো গঠনে একমত হয়েছে। এ ছাড়া বৈঠকের পর ট্রাম্প ও আল নাহিয়ান পাঁচ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি নতুন এআই ক্যাম্পাস উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্রের বাইরে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় এআই স্থাপনা।
এ চুক্তির বিষয়ে এআই বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের উন্নত এআই চিপে অধিকতর অ্যাকসেস পাবে আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের হয়ে এই প্রযুক্তি চীনের হাতে চলে যেতে পারে– এ আশঙ্কায় এতদিন এই বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করে রেখেছিল যুক্তরাষ্ট্রের প্রশাসন।
এদিকে মধ্যপ্রাচ্য সফর শেষে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ বসে সাংবাদিকদের সঙ্গে ইরান বিষয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরানের কাছে পারমাণবিক চুক্তির একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং এখন তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।’ ট্রাম্প আরও বলেন, ‘তারা জানে, দ্রুত না এগোলে খারাপ কিছু ঘটতে পারে।’ ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির জন্য আলোচনা করছেন জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, যুদ্ধ ছাড়াই আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পারি।’