গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছের ঘের কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন– জালাল ফকির, মেহেদী ফকির, পলাশ ফকির, আলামিন ফকির, রবিউল ফকির, রিয়াজ ফকির, মিরাজ ফকির, সুফিয়ান ফকির, রফিকুল ফকির, গাউস ফকির, মনিরুজ্জামান ফকির, আব্বাস আলী ফকির, আকাশ ফকির ও নাসির ফকির। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বিলের জমিতে মাছের ঘের খনন করা নিয়ে বর্ষাপাড়া গ্রামের বাসিন্দা ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের সঙ্গে একই গ্রামের মোকসেদ আলী ফকিরের বিরোধ চলছে। এর জেরে শুক্রবার মোকসেদের লোকজন ইব্রাহিমের লোকজনকে মারধর করে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ইউপি সদস্য ইব্রাহিম ফকির বলেন, তাঁর লোকজন মোকসেদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ তাদের মারধর করেন। তিনি লোকজন নিয়ে বাধা দিতে গেলে মোকসেদের লোকজন তাদের ওপরও হামলা চালান। হামলায় তাঁর পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে মোকসেদ আলী ফকিরের ছেলে আলামিন ফকির বলেন, ইউপি সদস্য ইব্রাহিম ফকির কিছুদিন আগে লোকজন নিয়ে জোর করে তাদের জমিসহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটতে শুরু করেন। তারা বাধা দিলে ঘের খনন বন্ধ হয়। আজ (শুক্রবার) ইব্রাহিম ফকির লোকজন নিয়ে তাদের সেই জমিতে আবারও ঘের কাটতে গেলে তারা বাধা দিয়েছেন। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে তাদের পক্ষের কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের কাছে ঘটনার বিচার দাবি করেন তিনি।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ঘর ষ র ল কজন স ঘর ষ
এছাড়াও পড়ুন:
রাজধানীতে ‘চট্টলা ওরশ ও মেজবানি হাউজ’ উদ্বোধন
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের সুনাম আদিকাল থেকেই। এবার বহুমাত্রিক এই ঐতিহ্যবাহী খাবারের সম্ভার নিয়ে রাজধানীতে যাত্রা করেছে ‘চট্টলা ওরশ ও মেজবানি হাউজ’।
চট্টগ্রামের নারী উদ্যোক্তা তুনাজ্জিনা ইসলাম, মো. আকসার উদ্দিন, ওমর এবং রায়হান- এই চারজনের উদ্যোগ ও প্রচেষ্টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরশ বিরানি ও মেজবানি খাবার এখন থেকে ঢাকার উত্তরা সেক্টর ১৫-তে পাওয়া যাবে।
শুক্রবার (১৬ মে) বাদ জুমা উত্তরা ১৫ সেক্টরে ঘরোয়া পরিবেশে এই আকর্ষণীয় রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়।
দিয়াবাড়ি হিসেবে পরিচিত মেট্রোরেল-এর ১ নম্বর স্টেশনের পাশে বটতলায় এই রেষ্টুরেন্টটি চালু করা হয়েছে।
রেষ্টুরেন্টটির উদ্যোক্তাদের একজন তুনাজ্জিনা ইসলাম বলেন, উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১০দিন সব ধরনের খাবারে ২০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা সবসময় ১০ শতাংশ ছাড়ে খেতে পারবেন এই রেষ্টুরেন্টে।
ঢাকা/হাসান/টিপু