ইসরায়েলের বড় ধরনের আক্রমণ শুরুর কয়েক ঘন্টা পর হামাস জানিয়েছে, তাদের আলোচকরা গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন দফা আলোচনা শুরু করেছেন।

হামাস প্রধানের উপদেষ্টা তাহের আল-নুনু বিবিসিকে জানিয়েছেন, শনিবার দোহায় আনুষ্ঠানিকভাবে নতুন দফা আলোচনা শুরু হয়েছে। উভয় পক্ষের পক্ষ থেকে কোনো পূর্বশর্ত ছিল না এবং সমস্ত বিষয় আলোচনার টেবিলে ছিল।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, হামাস আলোচকরা জিম্মিদের বিষয়ে একটি চুক্তির জন্য কাতারে পরোক্ষ আলোচনায় ফিরে আসছেন।

কাটজ এই পদক্ষেপকে ‘সেই মুহূর্ত পর্যন্ত তারা যে অনড় অবস্থান নিয়েছিল তা থেকে সরে আসা’ বলে অভিহিত করেছেন।

গত সপ্তাহ থেকে ইসরায়েল গাজায় তীব্র হামলা শুরু করেছে। শনিবার তারা হামাসকে পরাজিত করতে এবং গাজায় অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক আক্রমণ শুরু করে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন গিডিয়নস রথ।’

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

শনিবার ভোরে উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান আল-সুলতান বলেন, “শুক্রবার মধ্যরাত থেকে আমরা ৫৮ জন শহীদ পেয়েছি এবং বিপুল সংখ্যক হতাহত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। হাসপাতালের ভেতরের পরিস্থিতি ভয়াবহ।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এনআইডি কার্যক্রম চালু হবে আরও ১২টি দেশে 

আগামী ডিসেম্বরের মধ্যে আরও ১০ থেকে ১২ দেশে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তবে দেশগুলোর নাম বলেননি তিনি। 

গতকাল রোববার এনআইডি ডিজি বলেন, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। তারা দূতাবাসে চিঠি দেবে। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলে আমরা কাজ শুরু করব। ৩১ দেশ থেকে আমরা এখনও ক্লিয়ারেন্স পাইনি। আমরা ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করছি। জনবল, অফিস স্পেসের জন্য অনেকে এই ক্লিয়ারেন্স দিচ্ছেন না। হুমায়ুন কবীর বলেন, এ পর্যন্ত ৯ দেশের ১৬ স্টেশনে চালু করা হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন প্রক্রিয়া। কোনো দেশে একটি, কোনো দেশে একাধিক নিবন্ধন স্টেশন চলু করা হয়েছে। এ পর্যন্ত ৪৫ হাজার ১৮৪টি আবেদন এসেছে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। এর মধ্যে ২৮ হাজার ৯২৬ জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে মিশন অফিসগুলো থেকে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনআইডি নিবন্ধন কার্যক্রম চালু করা ৯ দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ১৯ হাজার ১৯৭ জন আবেদন করেছেন এবং  ৯ হাজার ৪২৩ জনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সৌদি আরব থেকে আবেদন করেছেন ৩ হাজার ৫৫৪ জন, আপলোড হয়েছে ৫৭৭ জনের। যুক্তরাজ্য থেকে ৮ হাজার ৫২৯ জন আবেদন করেছেন, নিবন্ধন সম্পন্ন হয়েছে ৩ হাজার ৯৮৫ জনের। ইতালি থেকে ৬ হাজার ৩৭২ জন আবেদন করেছেন, ২ হাজার ৪২৩ জনের নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে। কুয়েত থেকে আবেদন এসেছে ৩ হাজার ৭৮২ জনের, নিবন্ধন সম্পন্ন হয়েছে ১ হাজার ৩০৩ জনের। কাতার থেকে  ২ হাজার ৮০২ জন আবেদন করেছেন, নিবন্ধন সম্পন্ন হয়েছে ১ হাজার ৮২ জনের। মালয়েশিয়া থেকে আবেদন করেছেন ৯৪৮ জন, আপলোড হয়েছে ৩৫৬ জনের ডেটা। এ ছাড়া অস্ট্রেলিয়া ও কানাডায় সম্প্রতি কাজ শুরু হয়েছে বলে জানান এনআইডি ডিজি।

সম্পর্কিত নিবন্ধ