আশুলিয়ায় মধ্যরাতে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন
Published: 19th, May 2025 GMT
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসটির সব আসন পুড়ে গেছে।
গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড)–সংলগ্ন এলাকায় নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কের চন্দ্রামুখী লেনের পাশে দাঁড় করিয়ে (পার্ক) রাখা লব্বাইক পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গতকাল রাতে ডিইপিজেড–সংলগ্ন এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাস দাঁড় (পার্ক) করিয়ে রাখা ছিল। রাত পৌনে ১২টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখেন পথচারীরা। পরে তাঁরা ডিইপিজেড ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বাসটির চালকের সহযোগী সফিকুল ইসলাম বলেন, ‘গাড়ি রেখে গোসল করতে যাই। যাওয়ার ১০ মিনিটের মধ্যেই শুনি গাড়িতে আগুন লাগছে। কেউ শত্রুতা করে আগুন ধরাইয়া দিছে৷ গাড়ির জানালার গ্লাসসহ সব আটকানো ছিল। ইঞ্জিন গরম হয়ে যে আগুন ধরবে, সেটাও না। গাড়ি তো এক-দেড় ঘণ্টা ধরে দাঁড় করানো। গাড়িতে কয়েল বা এমন কিছুও জ্বালানো হয় নাই।’
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রাত ১১টা ৫৮ মিনিটে পার্ক করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের সব আসন পুড়ে গেছে। আগুন লাগার কারণ তদন্তের আগে বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, কেউ হয়তো সিগারেট বা এমন কিছু ফেলেছিল, যার কারণে আগুন লেগেছে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র একট
এছাড়াও পড়ুন:
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ
পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।
ঢাকা/এনটি/এসবি