চাতলাপুর চেকপোস্ট দিয়ে তৈরি পোশাক, প্লাস্টিক ও জুস আমদানি বন্ধ করল ভারত
Published: 21st, May 2025 GMT
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে অবস্থিত চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে তৈরি পোশাক, প্লাস্টিক সামগ্রী ও জুস আমদানি বন্ধ করেছে ভারত সরকার। গত সোমবার থেকে এই পণ্যগুলো রপ্তানি বন্ধ করা হয়েছে। চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার শমশেরগর-চাতলাপুর রোড দিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত ভারতে রপ্তানি হতো মাছ, সিমেন্ট, প্লাস্টিক সামগ্রী, জুসসহ নানা ধরনের পণ্য। তৈরি পোশাক এ দিক থেকে রপ্তানি করা না হলেও নতুন করে প্লাস্টিক ও জুস পণ্য রপ্তানি বন্ধ করায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ফাবি এন্টারপ্রাইজের প্রতিনিধি জসিম উদ্দিন সমকালকে বলেন, গত সোমবার থেকে প্লাস্টিক সামগ্রী, তৈরি পোশাক ও জুস আমদানি বন্ধ করেছে ভারত। এখান দিয়ে আমরা নিয়মিত প্লাস্টিক সামগ্রী ও জুস রপ্তানি করতাম। কয়েকদিন আগেও প্লাস্টিক পণ্য রপ্তানি করেছি।
চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া বলেন, আমরা ভারতের পক্ষ থেকে চিঠি পেয়েছি এই রোডে প্লাস্টিক, তৈরি পোশাক ও জুস জাতীয় পণ্য রপ্তানি না করার জন্য। এই পণ্যগুলো রপ্তানি ভারতের পক্ষ থেকে আমদানি বন্ধ করা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আমদ ন
এছাড়াও পড়ুন:
দুধ–চা, নাকি রং–চা
চায়ের টানে দার্জিলিং থেকে নেপাল–শ্রীলঙ্কায়
ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী আইশা খান। তাঁর কাছে এক কাপ চা মানে ভালোবাসা। চায়ের জন্য তিনি ছুটে গেছেন দার্জিলিং থেকে নেপাল–শ্রীলঙ্কায়। বিভিন্ন দেশের মসলা চায়ের সংগ্রহ আছে তাঁর। অভিনেত্রীর কথায়, ‘আমার দিন শুরু হয় চা দিয়ে। সকালবেলা এক কাপ চা না খেলে আমার ঘুম কাটে না। আগে শীতে মা চায়ে এলাচি, লবঙ্গ ও দারুচিনি দিতেন—মসলা চা যাকে বলে। কিন্তু ২০২৩ সালে যখন দার্জিলিং গেলাম, সেখানে মসলা চায়ে পুরোপুরি মুগ্ধ হয়ে যাই। এর পর থেকে যে দেশেই গিয়েছি, সেখানকার মসলা চা সংগ্রহ করার চেষ্টা করেছি। সবশেষ শ্রীলঙ্কার নুয়ারা এলিয়া অঞ্চলের জনপ্রিয় টি ফ্যাক্টরি গিয়েছিলাম, সেখান থেকে তিন ধরনের ফ্লেভারযুক্ত চা নিয়ে এসেছিলাম। মসলা টি, স্ট্রবেরি টি ও গ্রিন টি। আর কাজ করার ফলে গলায় চাপ পড়ে বলেই আমি চেষ্টা করি যেন চা স্বাস্থ্যকর হয়। দুধ–চা আমার প্রিয়, দাদুর সঙ্গে দুধ–চা ও বাকরখানি খেতাম, এই অভ্যাস আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পনির। দুধ চা অথবা মাসালা চা এর সাথে বাকরখানি আর দুই টুকরো পনির। এটা হলে আমার সারা দিন ভালো কাটে।’