সকল অংশীজনকে অজ্ঞাত রেখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের উদ্দেশে ১২ মে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। জারিকৃত অধ্যাদেশ বাতিলসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত বুধবার (১৪ মে) থেকে আজ বুধবার পর্যন্ত কলম বিরতি কর্মসূচি পালন করছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

একের পর এক কলম বিরতি চলমান থাকায় আমদানি-রপ্তানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। বন্দর থেকে পণ্য খালাস, পণ্য পরীক্ষণ ও শুল্কায়ন হচ্ছে খুবই কম। ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের দফতর সম্পাদক শাকিরুল ইসলাম শাকিল বলেন, প্রতিদিন কাস্টম অফিসাররা যেভাবে কলম বিরতি পালন করছে তাতে আমরা বন্দর থেকে পণ্য খালাস করতে হিমশিম খাচ্ছি। কাজ করতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। সরকারের উচিত বিষয়টি বিবেচনায় নেওয়া।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিসমূহ
১.

জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে
২. অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে
৩. রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে
৪. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে। 

বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ৪ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল বৃহস্পতিবার বেনাপোল কাস্টম হাউজে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আগামী ২৪ মে (শনিবার), ২৫ মে (রোববার) কাস্টমস হাউজের সকল দপ্তরে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। আগামী ২৬ মে (সোমবার) পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ