Prothomalo:
2025-05-22@20:37:12 GMT

একটা আলিঙ্গন প্রয়োজন তোমার

Published: 22nd, May 2025 GMT

পুরনো প্রেমিক

আর এক মাঝরাতে

মানুষ যখন একা হয়ে যায়

একা

বন্ধু নেই, প্রিয়জন নেই,

শুভাকাঙ্ক্ষী যারা ছিল

তারা শূন্য বুক হু-হু রেখে চলে গেছে কিছু না বলে।

আর তুমি এক পুরনো রেকর্ড বাজিয়ে চলছ,

শুরু থেকে শেষ থেকে শুরু থেকে শেষ...

ভেবেছিলে সহজেই

এক পুনর্জন্ম ঘটিয়েই নেবে জীবনের!

নতুন বন্ধু, নতুন প্রিয়জন, নতুন শুভাকাঙ্ক্ষী.

.

কিন্তু তোমার

মুখটা যে বড্ড পুরনো,

হাজার বছর পুরনো!

বটের ঝুরির মতো মন তোমার

সবুজ পাতায় আড়াল খোঁজে।

তোমার কণ্ঠ, জাগ্রত তোমার কণ্ঠ,

নতুন দিনের সুরে কম্পমান,

তবু চোখগুলো স্থির

পড়ে আছে হাজার বছর আগের কোনো দিনে

চোখ, স্থির... চঞ্চল।

কেমন মায়া লাগছে তোমাকে দেখে,

হাজার বছর আগেও যেমন লাগত

একটা আলিঙ্গন প্রয়োজন

তোমার

আর হাজার বছর পুরনো তোমার আত্মার।

পুকুরপাড়ে দেবদাস ও মাধুরীর কথোপকথন

নষ্ট মানুষ কষ্ট বিলাস

করার সাধে দুখের কাঁধে

ঝাঁপিয়ে পড়ে।

দুঃখ ব্যাটায় হৃষ্ট শরীর

কান্ধে নিয়া যায় পড়িয়া

গেলাস ভরা মদের ওপর।

নিত্যদিনের ঘ্যাঙর ঘ্যাঙর ঘুঙুর পরে

মদ মাধুরী যায় নাচিয়া

নষ্ট মানুষ অবশেষে আসলে প্রিয়া!

অবশেষে?

এইতো এলাম সকালবেলা

নাহ মাধুরী নাহ তুমি না বড্ড ভোলা

বোকার মতন কথা বলো

ঘুঙুর তোমার বড্ড বাজে আর বাজেনাহ।

পার্বতীকে দেখে এলাম রেখে এলাম পুকুর পাড়ে

জাল বিছিয়ে কাতলা রাঘববোয়াল ধরে

একটা পাঙাস মাছ ঝুড়িতে তাই চেয়েছি

খ্যাক চেঁচিয়ে দেয় ভাগিয়ে

নাহ্ আমি কি পাঙাস খেকো!

তেলতেলা মাছ নেই না পাতে।

উফ মাধুরী! হাড়হাভাতে

বললে আমায়!

কী করেছি! মদ গিলেছি ভাতের মতন!

ভাত গিলেছি জালের মতন

জাল ধরেছি পুকুর গিলে

পুকুর ভরা বোতল আনো

বড়শি ফ্যালো মদের বিলে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ জ র বছর

এছাড়াও পড়ুন:

মরিশাসের কাছে চাগোস হস্তান্তর প্রক্রিয়া স্থগিত

মরিশাসের কাছে ভারত মহাসাগরে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তর প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে তা করা হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য ও মরিশাস সরকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি শেষ মুহূর্তে সাময়িকভাবে স্থগিত হয়ে গেল। 

বিবিসি জানিয়েছে, দুই চাগোসীয় নারীর করা মামলার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ভোররাতে বিচারপতি গুজ এই আদেশ দেন।  ফলে চুক্তিটি স্বাক্ষরের আগেই স্থগিত করা হয়েছে। কথা ছিল, চুক্তিটির আওতায় যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের হাতে তুলে দেবে। আর এই দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি আরও ৯৯ বছরের জন্য ব্যবহার চালিয়ে যেতে পারবে। বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরের ভার্চুয়াল অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী  কিয়ার স্টারমারের অংশ নেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি।

এর আগে এই চুক্তিটি নিয়ে চাগোস দ্বীপপুঞ্জের বাসিন্দাদের একটি অংশ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছিল। বার্নাডেট ডুগাস ও বার্ট্রিস পম্প নামে চাগোসের দু’জন নারী তাদের জন্মভূমি দিয়েগো গার্সিয়ায় গিয়ে বসবাস করতে চেয়ে সম্ভাব্য চুক্তিটির বিরুদ্ধে একটি মামলা করেন। তবে প্রস্তাবিত চুক্তি তো বটেই, বর্তমান ব্যবস্থায়ও গার্সিয়া দ্বীপে চাগোসবাসীর ফেরার অনুমতি নেই।

মামলা করা দুই নারীর আইনজীবী মাইকেল পোলাক বলেন, চাগোসবাসীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরামর্শ না করেই সরকার তাদের জন্মভূমি দিয়ে দেওয়ার যে উদ্যোগ নিচ্ছে, তা চাগোসবাসীর প্রতি অতীতের নিষ্ঠুর আচরণেরই ধারাবাহিকতা।

চুক্তি নিয়ে চাগোসবাসীর হতাশা ও ক্ষোভ বৃহস্পতিবার আরও স্পষ্ট হয়ে ওঠে যখন ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি ও মন্ত্রী স্টিফেন ডোটি চাগোসীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ‘চাগোসিয়ান ভয়েস’ সংগঠনের সদস্য জেমি সাইমন বলেন, এই চুক্তিতে আমাদের জন্য ভালো কিছু নেই। আমি আতঙ্কিত ও ক্ষুব্ধ।

চাগোস দ্বীপপুঞ্জ ১৯৬৫ সালে মরিশাস থেকে আলাদা করা হয়েছিল। সেই সময় ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল মরিশাস। সেই সময় মাত্র ৩০ লাখ পাউন্ডে দ্বীপগুলো কিনে নিয়েছিল ব্রিটেন। তবে মরিশাসের দাবি, স্বাধীনতা অর্জনের জন্য চাপে পড়ে তারা এসব দ্বীপকে আইনবিরোধীভাবে হারাতে হয়েছিল। এর পর ১৯৭১ সালে একটি অভিবাসন আদেশের মাধ্যমে চাগোসবাসী নিজেদের জন্মভূমিতে ফেরত আসা নিষিদ্ধ করা হয়।

এদিকে জাতিসংঘের আদালত ও সাধারণ পরিষদ সম্প্রতি চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে মরিশাসের পক্ষে অবস্থান নিয়েছে। ২০২২ সালে যুক্তরাজ্যের তৎকালীন কনজারভেটিভ সরকার চুক্তি নিয়ে আলোচনা শুরু করলেও তা চূড়ান্ত করতে পারেনি। লেবার সরকার ক্ষমতায় আসার পর আলোচনা আবারও এগোতে শুরু করে। 

সম্পর্কিত নিবন্ধ