মরিশাসের কাছে চাগোস হস্তান্তর প্রক্রিয়া স্থগিত
Published: 23rd, May 2025 GMT
মরিশাসের কাছে ভারত মহাসাগরে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তর প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে তা করা হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য ও মরিশাস সরকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি শেষ মুহূর্তে সাময়িকভাবে স্থগিত হয়ে গেল।
বিবিসি জানিয়েছে, দুই চাগোসীয় নারীর করা মামলার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ভোররাতে বিচারপতি গুজ এই আদেশ দেন। ফলে চুক্তিটি স্বাক্ষরের আগেই স্থগিত করা হয়েছে। কথা ছিল, চুক্তিটির আওতায় যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের হাতে তুলে দেবে। আর এই দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি আরও ৯৯ বছরের জন্য ব্যবহার চালিয়ে যেতে পারবে। বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরের ভার্চুয়াল অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অংশ নেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি।
এর আগে এই চুক্তিটি নিয়ে চাগোস দ্বীপপুঞ্জের বাসিন্দাদের একটি অংশ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছিল। বার্নাডেট ডুগাস ও বার্ট্রিস পম্প নামে চাগোসের দু’জন নারী তাদের জন্মভূমি দিয়েগো গার্সিয়ায় গিয়ে বসবাস করতে চেয়ে সম্ভাব্য চুক্তিটির বিরুদ্ধে একটি মামলা করেন। তবে প্রস্তাবিত চুক্তি তো বটেই, বর্তমান ব্যবস্থায়ও গার্সিয়া দ্বীপে চাগোসবাসীর ফেরার অনুমতি নেই।
মামলা করা দুই নারীর আইনজীবী মাইকেল পোলাক বলেন, চাগোসবাসীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরামর্শ না করেই সরকার তাদের জন্মভূমি দিয়ে দেওয়ার যে উদ্যোগ নিচ্ছে, তা চাগোসবাসীর প্রতি অতীতের নিষ্ঠুর আচরণেরই ধারাবাহিকতা।
চুক্তি নিয়ে চাগোসবাসীর হতাশা ও ক্ষোভ বৃহস্পতিবার আরও স্পষ্ট হয়ে ওঠে যখন ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি ও মন্ত্রী স্টিফেন ডোটি চাগোসীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ‘চাগোসিয়ান ভয়েস’ সংগঠনের সদস্য জেমি সাইমন বলেন, এই চুক্তিতে আমাদের জন্য ভালো কিছু নেই। আমি আতঙ্কিত ও ক্ষুব্ধ।
চাগোস দ্বীপপুঞ্জ ১৯৬৫ সালে মরিশাস থেকে আলাদা করা হয়েছিল। সেই সময় ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল মরিশাস। সেই সময় মাত্র ৩০ লাখ পাউন্ডে দ্বীপগুলো কিনে নিয়েছিল ব্রিটেন। তবে মরিশাসের দাবি, স্বাধীনতা অর্জনের জন্য চাপে পড়ে তারা এসব দ্বীপকে আইনবিরোধীভাবে হারাতে হয়েছিল। এর পর ১৯৭১ সালে একটি অভিবাসন আদেশের মাধ্যমে চাগোসবাসী নিজেদের জন্মভূমিতে ফেরত আসা নিষিদ্ধ করা হয়।
এদিকে জাতিসংঘের আদালত ও সাধারণ পরিষদ সম্প্রতি চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে মরিশাসের পক্ষে অবস্থান নিয়েছে। ২০২২ সালে যুক্তরাজ্যের তৎকালীন কনজারভেটিভ সরকার চুক্তি নিয়ে আলোচনা শুরু করলেও তা চূড়ান্ত করতে পারেনি। লেবার সরকার ক্ষমতায় আসার পর আলোচনা আবারও এগোতে শুরু করে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: চ গ স দ ব পপ ঞ জ চ গ সব স র দ র জন
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১২টি বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, করুন আবেদন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ৪র্থ ব্যাচে বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য অনলাইনে ভর্তির প্রক্রিয়া চলছে।
পিজিডি প্রোগ্রামের বিষয়গুলো—
১. বিজনেস স্টাডিজ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, সোশ্যাল বিজনেস।
২. আর্টস: ল্যাংগুয়েজ (ইংরেজি), ল্যাংগুয়েজ (আরবি)।
৩. সোশ্যাল সায়েন্স: সাইবার সিকিউরিটি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স।
৪. ন্যাচারাল সায়েন্স: ডেটা অ্যানালাইটিকস, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি)।
আবেদনের যোগ্যতা—১. জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (পাস)/স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম ও শর্তানুযায়ী যোগ্য বিবেচিত হলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (৪র্থ ব্যাচ) স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।
২. জাতীয় বিশ্ববিদ্যালয়/ইউজিসি স্বীকৃত অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীন অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে (একই সেশনে) অধ্যয়ন করা কোনো প্রার্থী এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন না।
ভর্তির সময়সূচি—১. অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ তারিখ: ২৪/০৫/২০২৫, রাত ১২টা
২. সোনালী সেবার মাধ্যমে ফি জমাদান: ২৭/০৫/২০২৫
ক. আবেদনকারীকে প্রতি ৫০০ টাকা হারে আবেদন ফি জমা দিতে হবে। পে-স্লিপে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১১০০০০২৭০১ উল্লেখপূর্বক টাকার অঙ্ক লেখা থাকবে।
৩. মৌখিক পরীক্ষার তারিখ: ৩০/০৫/২০২৫ থেকে ৩১/০৫/২০২৫, সকাল ৯টা ৩০ মিনিট।
আরও পড়ুনমদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নের বৃত্তি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ১৭ মে ২০২৫স্থান: একাডেমিক ভবন, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর [মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী শিক্ষার্থীরা ঢাকা থেকে নির্ধারিত রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহার করতে পারবেন]।
৪. ভর্তির জন্য মেধাতালিকা প্রকাশ: ০৩/০৬/২০২৫।
৫. পে-স্লিপ ডাউনলোড ও ভর্তির তারিখ: ০৫/০৬/২০২৫ থেকে ২৫/০৬/২০২৫।
৬. ক্লাস শুরুর তারিখ: ০৪/০৭/২০২৫। একাডেমিক ভবন, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাদ১৩ ঘণ্টা আগে