মাল্টার ঘোষণায় আসা কনটেইনারে মিলল সোয়া কোটি সিগারেট
Published: 23rd, May 2025 GMT
আমদানির কথা ছিল মাল্টা। কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠান মাল্টার সঙ্গে এনেছে সোয়া কোটি শলাকা সিগারেট। এতে প্রতিষ্ঠানটি ৩০ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা। গত বুধবার গভীর রাতে কনটেইনারটি শনাক্ত করেন তারা।
গতকাল বৃহস্পতিবার গণনা শেষে এই তথ্য জানানো হয়। কনটেইনারটির আমদানিকারক প্রতিষ্ঠান ছিল ঢাকার মালিবাগের আহসান করপোরেশন। কনটেইনারটি খালাসে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট ছিল চট্টগ্রামের দিবা ট্রেডিং লিমিটেড।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৯ মে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারটি খালাসের জন্য কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করে সিএন্ডএফ এজেন্ট দিবা ট্রেডিং লিমিটেড। কনটেইনারটিতে ঘোষণা বর্হিভূত পণ্য আছে বলে তথ্য পায় কাস্টমস কর্মকর্তারা। বুধবার রাত ২টার দিকে চট্টগ্রাম বন্দরে গিয়ে কনটেইনার খুলে মাল্টার কার্টনের সঙ্গে সিগারেটের কার্টনও পান তারা। পরে গণনা শেষে কাস্টমস কর্মকর্তারা জানান, কনটেইনারটিতে লেমার ও অস্কার ব্র্যান্ডের ১ হাজার ২৫০ কার্টনে ১ কোটি ২৫ লাখ শলাকা বিদেশি সিগারেট ছিল। এছাড়া কনটেইনারে ৩৮৮ কার্টনে ৫ হাজার ৪৩২ কেজি মাল্টাও ছিল।
কাস্টমস কর্মকর্তারা জানান, সিগারেট আমদানিতে ৫৯৬ শতাংশ শুল্ককর দিতে হয়। এ হিসেবে ঘোষণা ছাড়াই সোয়া কোটি শলাকা বিদেশি সিগারেট এনে প্রায় ৩০ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘মাল্টার চালানে ঘোষণা বহির্ভূতভাবে সিগারেট এনে ৩০ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছেন আমদানিকারক। কাস্টমসের নজরদারির কারণে এ জালিয়াতি ঠেকানো গেছে। কাস্টমস আইন অনুযায়ী তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: আমদ ন
এছাড়াও পড়ুন:
রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।
সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।
ঢাকা/ইভা