স্প্যানিশ লা লিগার শেষ সান্ধ্যটা রিয়াল মাদ্রিদের জন্য যেন হয়ে উঠল সময়ের রেলগাড়িতে পেছনে ফেরা এক দৃশ্যপট। যেখানে স্মৃতির ছায়া আর ভবিষ্যতের দীপ্তি পাশাপাশি হাঁটল বার্নাব্যুর সবুজ গালিচায়। এদিন রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নেয় রিয়াল। তবে স্কোরলাইন ছিল কেবল প্রেক্ষাপট, মূল নাটকটা ছিল আবেগের।

বিদায়ের করিডোরে দাঁড়িয়ে ছিলেন ক্লাব ইতিহাসের তিন আইকনিক চরিত্র— কার্লো আনচেলত্তি, লুকা মদ্রিচ ও লুকাস ভাসকেস। তিনটি অধ্যায়ের সমাপ্তিতে চোখ ভিজেছে বার্নাব্যুর প্রতিটি কোণে। গ্যালারিতে একদিকে ঢেউ তুলেছিল করতালি, অন্যদিকে মাঠজুড়ে চলছিল এক নতুন শুরুর ঘোষণাপত্র।

সে ঘোষণার কণ্ঠস্বর ছিলেন কিলিয়ান এমবাপ্পে। নতুন রিয়ালের প্রতীক হয়ে এই ফরাসি তারকা যেন নিজেই লিখে দিলেন পরিবর্তনের মহাকাব্য। ম্যাচের দুই অর্ধেই একটি করে গোল করে জয়ের নায়ক বনে যান তিনি। এই মৌসুমে লা লিগায় মাত্র ৩৪ ম্যাচ খেলে তার গোলসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩১-এ। যা তাকে একপ্রকার নিশ্চিত করে দিয়েছে পিচিচি ট্রফি। পেছনে ফেলেছেন বার্সার লেভানদোভস্কিকে, যার গোল ২৫টি (৩৩ ম্যাচে)।

আরো পড়ুন:

এল ক্লাসিকো: প্রথমার্ধেই ৬ গোল

স্টেগেনের ফেরার ম্যাচে পিছিয়ে পড়েও জিতল ‘কামব্যাক কিং’ বার্সা

তবে এখানেই থেমে নেই তার কীর্তি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি এনে দিয়েছে ইউরোপিয়ান গোল্ডেন বুট। যেন রিয়ালের নতুন অধ্যায়ের প্রথম পাতায় সোনালি অক্ষরে লেখা হলো তার নাম।

রিয়াল মাদ্রিদ মৌসুম শেষ করেছে ৮৪ পয়েন্ট নিয়ে (২৬ জয়, ৬ ড্র, ৬ হার)। বার্সেলোনা এক ম্যাচ বেশি হাতে রেখেই ৮৫ পয়েন্টে এগিয়ে। অর্থাৎ শিরোপা জেতা হয়নি। তবে রিয়ালের বিদায়ী রাতের আবহে শিরোপার অভাব যেন আড়ালে রয়ে গেল।

বিদায় আর আগমনের এই সন্ধিক্ষণে বার্নাব্যু পেল দুটি চিত্র—একদিকে পুরনো রাজাদের বিদায়, অন্যদিকে নতুন সম্রাটের সিংহাসনে বসার সূচনা। হয়তো এটাই ছিল সেই রাত, যেদিন ইতিহাস নিজেই ভবিষ্যতের দিকে তাকিয়ে বলল— “নতুন যুগ শুরু হলো আজ।’’

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প য ন শ ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে ৮৯ সিনেমা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৮টি বিভাগীয় শহরে একযোগে আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’। ৫ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে উদ্বোধক হিসেবে থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা অনম বিশ্বাস। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

গত শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তাবৃন্দ।

মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, ‘শিল্পকলা একাডেমির আয়োজনে এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ৮টি বিভাগীয় শহরে ‘চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’ হবে। শিল্পকলা একাডেমি ইতোপূর্বে ২০১৬, ২০১৮ ও ২০২১ সালে ৩টি ‘স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব’ আয়োজন শেষ করেছে। 

চলচ্চিত্র শিল্পের প্রসার, বিকাশ এবং মানসম্মত দেশীয় স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র প্রক্ষেপণ এবং অনুধাবন করাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে উক্ত উৎসবের মাধ্যমে চলচ্চিত্রের অন্তর্নিহিত তাৎপর্য এবং মানবিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করাই এ উৎসবের লক্ষ্য ও উদ্দেশ্য। এবারের এ আয়োজনটি সফল ও সার্থক হবে বলে আশা করছি।

জানা গেছে, সারাদেশ থেকে উভয় ক্যাটেগরি মিলিয়ে বিভিন্ন দৈর্ঘ্যের মোট ৩০০টি চলচ্চিত্র জমা পড়ে। যার মধ্যে রয়েছে ২০৯টি ফিকশন এবং ৯১টি ডকুমেন্টারি। পরবর্তী সময়ে সিলেকশন কমিটির মাধ্যমে প্রাথমিক যাচাইবাছাই-এর ভিত্তিতে ৮৯টি চলচ্চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়। যার মধ্যে ৬০টি ফিকশন এবং ২৯টি প্রামাণ্য চিত্র। প্রদর্শিতব্য চলচ্চিত্র থেকে জুরি কমিটি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে উভয় ক্যাটেগরি থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি নির্ধারণ করবেন। এ ছাড়া উভয় ক্যাটেগরি থেকে সার্বিকভাবে ৪টি বিশেষ পুরস্কার নির্ধারিত হবে। এগুলো হলো– শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা এবং শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনা।

পুরস্কার এর অর্থ মূল্য হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র ১ লাখ ৫০ হাজার টাকা, শ্রেষ্ঠ নির্মাতা ১ লাখ টাকা এবং বিশেষ জুরি হিসেবে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তা ছাড়াও বিশেষ পুরস্কার এর অর্থ মূল্য হিসেবে শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা এবং শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনা হিসেবে প্রতিটির জন্য ৩০ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে। প্রদর্শিতব্য চলচ্চিত্রের নির্মাতাগণ সবাই প্রদর্শনী সার্টিফিকেটসহ উৎসব স্মারক পাবেন। ৮টি বিভাগীয় শহরে নির্ধারিত শিডিউল অনুযায়ী চলচ্চিত্র প্রদর্শিত হবে। 

এ ছাড়াও উৎসবে প্রদর্শিত চলচ্চিত্র নির্মাতাদের মধ্য থেকে সর্বোচ্চ ৩০ জনকে নিয়ে ৩০ মে দিনব্যাপী জাতীয় নাট্যশালার আর্কাইভ রুমে মাস্টার ক্লাস এর আয়োজন করা হবে। মাস্টার ক্লাসের বিষয় হবে সাউন্ড অ্যান্ড সিনেমাটোগ্রাফি। প্রশিক্ষক হিসেবে থাকবেন নাহিদ মাসুদ এবং রাশেদ জামান। চলচ্চিত্র উৎসবের সার্বিক দায়িত্বে রয়েছেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির এবং সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক (চলচ্চিত্র) মো. ইকরামুল ইসলাম। ৫ দিনব্যাপী এই স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে। উৎসব শেষ হবে ৩১ মে।

সম্পর্কিত নিবন্ধ