খেলোয়াড় থেকে কিংবদন্তি কোচ হয়ে রিয়ালের ডাগআউটে
Published: 25th, May 2025 GMT
এক সময়ের ঠাণ্ডা মাথার মাঝমাঠের জেনারেল, এবার রিয়াল মাদ্রিদের সাদা জার্সির বাইরে দাঁড়িয়ে নতুন মিশনে নামছেন জাবি আলোনসো। মাঠে খেলে ট্রফি জেতার যে অভিজ্ঞতা, এবার তা ডাগআউট থেকে রূপ দিতে হবে সাফল্যের গল্পে। কিংবদন্তি ফুটবলারের নতুন পরিচয়- রিয়াল মাদ্রিদের হেড কোচ।
আগামী ১ জুন থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ৪২ বছর বয়সী আলোনসোর। কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে আসছেন তিনি, যার অধীনে বিগত মৌসুমে রিয়াল মাদ্রিদ ট্রফির খরায় পড়েছিল। ব্রাজিল জাতীয় দলের কোচ হয়ে যাওয়ায় আনচেলত্তির জায়গা নিতে চলেছেন আলোনসো। যার প্রথম চ্যালেঞ্জ হবে ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে ১৮ জুন।
ক্যারিয়ারের প্রতিটি ধাপে আলোনসোর স্পর্শ ছিল পরিণতির। খেলোয়াড় হিসেবে যেমন ছিলেন মিডফিল্ডে নিপুণ কারিগর, তেমনি কোচ হিসেবেও দ্রুতই নিজের জাত চিনিয়েছেন। বায়ার লেভারকুসেনের হয়ে জার্মান লিগ ও কাপ ট্রফি জিতে ইউরোপের নজর কাড়েন। এমনকি, ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান দলকে। ফুটবল বিশ্লেষকদের মতে, এত দ্রুত এতটা ধারালো কোচিং রূপান্তর সাম্প্রতিক ইতিহাসে বিরল।
আরো পড়ুন:
বিদায়ী রাতে নতুন যুগের ইঙ্গিত রিয়ালের
রিয়ালকে বিদায় বললেন মদ্রিচ
আলোনসোর কোচিং দর্শন গড়ে উঠেছে হোসে মরিনহো, পেপ গার্দিওলা ও রাফা বেনিতেজের মত বড় মাপের ম্যানেজারদের অধীনে খেলার অভিজ্ঞতা থেকে। রিয়াল সোসিয়েদাদ থেকে শুরু করে লিভারপুল, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ – সব জায়গায়ই ছিলেন ভরসার প্রতীক। তার বাবা পেরিকো আলোনসোও স্পেনের প্রাক্তন ফুটবলার ও কোচ। ফলে ফুটবল যেন ছিল রক্তেই।
জাবির হাত ধরেই শুরু হচ্ছে লস ব্লাঙ্কোসদের এক নতুন অধ্যায়। রিয়ালের ঘোষণায় স্পষ্ট – ক্লাব এবার ভবিষ্যতের পথচলায় আস্থার প্রতীক হিসেবে দেখছে আলোনসোকে। সোমবার সান্তিয়াগো বার্নাব্যুতে হবে তার আনুষ্ঠানিক পরিচিতি।
চাপ থাকছেই। কিংবদন্তি ক্লাবে ফিরেও যে ভিন্ন ভূমিকায় মাঠে নামা সহজ নয়, তা ভালো করেই জানেন আলোনসো। তবু যিনি বিশ্বকাপ, ইউরো, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, বুন্দেসলিগা সব জিতেছেন, তার থেকে রিয়ালের সমর্থকরাও স্বপ্ন দেখতেই পারে। মাঠের রাজা এবার হোক ডাগআউটের রাজা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল
এছাড়াও পড়ুন:
খেলোয়াড় থেকে কিংবদন্তি কোচ হয়ে রিয়ালের ডাগআউটে
এক সময়ের ঠাণ্ডা মাথার মাঝমাঠের জেনারেল, এবার রিয়াল মাদ্রিদের সাদা জার্সির বাইরে দাঁড়িয়ে নতুন মিশনে নামছেন জাবি আলোনসো। মাঠে খেলে ট্রফি জেতার যে অভিজ্ঞতা, এবার তা ডাগআউট থেকে রূপ দিতে হবে সাফল্যের গল্পে। কিংবদন্তি ফুটবলারের নতুন পরিচয়- রিয়াল মাদ্রিদের হেড কোচ।
আগামী ১ জুন থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ৪২ বছর বয়সী আলোনসোর। কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে আসছেন তিনি, যার অধীনে বিগত মৌসুমে রিয়াল মাদ্রিদ ট্রফির খরায় পড়েছিল। ব্রাজিল জাতীয় দলের কোচ হয়ে যাওয়ায় আনচেলত্তির জায়গা নিতে চলেছেন আলোনসো। যার প্রথম চ্যালেঞ্জ হবে ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে ১৮ জুন।
ক্যারিয়ারের প্রতিটি ধাপে আলোনসোর স্পর্শ ছিল পরিণতির। খেলোয়াড় হিসেবে যেমন ছিলেন মিডফিল্ডে নিপুণ কারিগর, তেমনি কোচ হিসেবেও দ্রুতই নিজের জাত চিনিয়েছেন। বায়ার লেভারকুসেনের হয়ে জার্মান লিগ ও কাপ ট্রফি জিতে ইউরোপের নজর কাড়েন। এমনকি, ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান দলকে। ফুটবল বিশ্লেষকদের মতে, এত দ্রুত এতটা ধারালো কোচিং রূপান্তর সাম্প্রতিক ইতিহাসে বিরল।
আরো পড়ুন:
বিদায়ী রাতে নতুন যুগের ইঙ্গিত রিয়ালের
রিয়ালকে বিদায় বললেন মদ্রিচ
আলোনসোর কোচিং দর্শন গড়ে উঠেছে হোসে মরিনহো, পেপ গার্দিওলা ও রাফা বেনিতেজের মত বড় মাপের ম্যানেজারদের অধীনে খেলার অভিজ্ঞতা থেকে। রিয়াল সোসিয়েদাদ থেকে শুরু করে লিভারপুল, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ – সব জায়গায়ই ছিলেন ভরসার প্রতীক। তার বাবা পেরিকো আলোনসোও স্পেনের প্রাক্তন ফুটবলার ও কোচ। ফলে ফুটবল যেন ছিল রক্তেই।
জাবির হাত ধরেই শুরু হচ্ছে লস ব্লাঙ্কোসদের এক নতুন অধ্যায়। রিয়ালের ঘোষণায় স্পষ্ট – ক্লাব এবার ভবিষ্যতের পথচলায় আস্থার প্রতীক হিসেবে দেখছে আলোনসোকে। সোমবার সান্তিয়াগো বার্নাব্যুতে হবে তার আনুষ্ঠানিক পরিচিতি।
চাপ থাকছেই। কিংবদন্তি ক্লাবে ফিরেও যে ভিন্ন ভূমিকায় মাঠে নামা সহজ নয়, তা ভালো করেই জানেন আলোনসো। তবু যিনি বিশ্বকাপ, ইউরো, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, বুন্দেসলিগা সব জিতেছেন, তার থেকে রিয়ালের সমর্থকরাও স্বপ্ন দেখতেই পারে। মাঠের রাজা এবার হোক ডাগআউটের রাজা।
ঢাকা/আমিনুল