নরসিংদীতে জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে
Published: 26th, May 2025 GMT
নরসিংদীর পলাশ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাউছার মিয়ার বিরুদ্ধে। গতকাল রোববার দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে বিউটি বেগমের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিউটি বেগম গতকাল রাতেই বাদী হয়ে কাউছার মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে পলাশ থানায় মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, কাউছার মিয়ার সঙ্গে একই গ্রামের আরজু ভূঁইয়ার মেয়ে বিউটি বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল দুপুরে কাউছার মিয়া ২০ থেকে ২৫ জনের একটি দল নিয়ে বিউটি বেগমের বাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীরা বাড়ির ৫টি কক্ষে ঢুকে টিভি, রেফ্রিজারেটর, আলমারি ভাঙচুর করে এবং ঘরে থাকা ১০ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান।
ভুক্তভোগী বিউটি বেগমের ভাষ্য, ‘প্রায় দুই মাস আগে তালতলী গ্রামের গণি মিয়ার কাছে সাড়ে ৩ শতাংশ জমি কেনার বায়না করি। ওই জমিটির ওপর নজর পড়ে স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার মিয়ার। জমিটি তাঁর কাছে বিক্রি করতে গণি মিয়াকে চাপ দেন। পরে আমার বায়নার টাকা ফেরত দেওয়ার শর্তে বাকি টাকা দিয়ে সেই জমি কিনে নেন তিনি। কিন্তু আমার বায়নার টাকা তিনি ফেরত তো দিচ্ছেন–ই না, উল্টো টাকা চাইতে গেলে হুমকি দেন। গতকাল সকালে আবারও টাকা চাইতে গেলে তিনি সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান।’
এ বিষয়ে কাউছার মিয়ার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। পরে কথা বলবেন বলে জানান।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, বিউটি বেগমের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট