ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ
Published: 26th, May 2025 GMT
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস (২৫) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৬ মে) সকাল ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে এলাকায় তার ওপর হামলা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি। সম্ভবত কয়েকজন মিলে মারধর করেছে।”
আহত আয়াস জানান, নেত্রকোণার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ৪-৫ জন সন্ত্রাসী তাকে ঘিরে অশ্লীল ভাষায় বকাবকি করতে থাকে। এক পর্যায়ে তারা তাকে ছুরি দিয়ে আঘাত করে। মাথা, পা এবং শরীরে ছুরির আঘাত লাগে। পরে সন্ত্রাসীরা দৌঁড়ে পালিয়ে যায়। এসময় আয়াস তার পরিচিতজনদের ফোন করেন। পরে স্থানীয় লোকদের সহায়তায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
আরো পড়ুন:
টাঙ্গাইলে সন্ত্রাসীদের হামলায় ঠিকাদার আহত, ফাঁকা গুলি
নরসিংদীতে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৬
হামলাকারী কাউকে চেনেন না বলে জানান আয়াস। তার ভাষ্য, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের পর থেকেই তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে আয়াস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব আলী হোসেন বলেন, “আমাদের আন্দোলনে আওয়ামী লীগের মতো সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের মূল টার্গেট আমরা। যে কারণে আয়াসের ওপর আজকের হামলা।”
তিনি আরো বলেন, “প্রশাসন কঠোর না হলে এসব হামলা আরো বাড়তে থাকবে। আমরা চাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত যেন গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়।”
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাকিব হাসান বেলাল বলেন, “আয়াসের মাথা, পেট এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে, অবস্থা খুব গুরুতর নয়। রিপোর্ট হাত পেলেই বলা যাবে, কতটুকু গুরুতর। সঠিক চিকিৎসা শেষে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।”
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শী এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করছে।”
ঢাকা/মিলন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত অভ য গ
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।