বিকেএসপিতে স্পোর্টস সায়েন্সে স্নাতকোত্তর ডিপ্লোমা, অনাবাসিক কোর্স
Published: 26th, May 2025 GMT
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্রীড়াবিজ্ঞানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ডিপ্লোমা-ইন-স্পোর্টস সায়েন্স কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
স্নাতকোত্তর ডিপ্লোমার বিষয়—
১. এক্সারসাইজ ফিজিওলজি
২. স্পোর্টস সাইকোলজি
৩. স্পোর্টস বায়োমেকানিকস
৪. সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং (জিটিএমটি)
দরকারি তথ্য —
১.
২. কোর্সের মেয়াদ: ১ জুলাই ২০২৫ থেকে শ্রেণি কার্যক্রম শুরু।
ভর্তির যোগ্যতা—
১. জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে মাধ্যমিক বা সমমান, উচ্চমাধ্যমিক বা সমমান ও স্নাতক এ তিনটি পরীক্ষার মধ্যে কমপক্ষে একটি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ২.২৫ থাকতে হবে।
২. এক্সারসাইজ ফিজিওলজি ও স্পোর্টস বায়োমেকানিকস বিষয়ে ভর্তির জন্য বিজ্ঞানে স্নাতক হতে হবে।
৩. স্পোর্টস সাইকোলজি বিষয়ে ভর্তির ক্ষেত্রে স্নাতক (পাস) বা অনার্সে মনোবিজ্ঞান অথবা দর্শন বিষয় নিয়ে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪. সায়েন্স অব স্পোর্টস ট্রেনিং (জিটিএমটি) বিষয়ে ভর্তির জন্য বিপিএড বা এমপিএড থাকতে হবে অথবা ন্যূনতম বিভাগীয় পর্যায়ের যেকোনো খেলোয়াড় বা প্রশিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনে যে কাগজ দিতে হবে—
১. সংশ্লিষ্ট বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক (পাস বা অনার্স) পরীক্ষা পাসের সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
২. জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা অনার্স পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হতে গ্রহণ করা মাইগ্রেশন সনদের (ভর্তির সময়) সত্যায়িত ফটোকপি।
৩. স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণসংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র।
৪. চারিত্রিক সনদপত্র ও শিক্ষা বিরতি সনদপত্র (যাদের ক্ষেত্রে প্রযোজ্য)।
৫. পাসপোর্ট সাইজের (৫) পাঁচ কপি এবং স্ট্যাম্প সাইজের দুই (২) কপি ছবি।
৬. চাকরি করা প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র জমা দিতে হবে।
৭. প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ৫০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে।
৮. আবেদন সম্পন্ন করে আবেদনের ডাউনলোড করে ফরমের প্রিন্ট কপি ও সব সনদপত্রের সত্যায়িত কপি লিখিত পরীক্ষার আগে জমা দিতে হবে।
মনোনীত শিক্ষার্থীদের ভর্তির ফি—
রেজিস্ট্রেশন ও ভর্তি ফি: পাঁচ হাজার টাকা। জামানত: পাঁচ হাজার টাকা (ফেরতযোগ্য)। মাসিক বেতন ৫০০ টাকা।
ভর্তির বিস্তারিত তথ্য—
১. অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৪ জুন ২০২৫।
২. রেজিস্ট্রেশন করা প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ: ১৮ জুন ২০২৫ বুধবার, বেলা ১১টায়। স্থান: বিকেএসপি, ক্রীড়াবিজ্ঞান শাখা।
৩. চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।
৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২৪ জুন ২০২৫ উপপরিচালক (ক্রীড়াবিজ্ঞান)-এর অফিস কক্ষে অনলাইনে রেজিস্ট্রেশন ফরমের প্রিন্ট কপি ও মূল সনদপত্রসহ সাক্ষাৎ করতে হবে।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প র টস স সনদপত র পর ক ষ য় ভর ত র সমম ন
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫