আফাজ উদ্দিনের মৃত্যুতে মামুন মাহমুদের শোক
Published: 26th, May 2025 GMT
সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ড কমিটির সাবেক সহ-সভাপতি আফাজ উদ্দিন সাউদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার (২৬ মে) গণমাধ্যমেক পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
শোকবার্তায় তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অন্যতম নেতা এবং ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আফাজ উদ্দিন সাউদ বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একনিষ্ঠ এবং আস্থাশীল সৈনিক ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ গ্রহন করে ভূমিকা পালন করেছেন।
ব্যক্তি ও সামাজিক জীবনে আফাজ উদ্দিন ছিলেন অত্যন্ত ভদ্র এবং মার্জিত স্বভাবের, রাজনৈতিক সহকর্মী এবং সমাজের সর্বস্তরের প্রতিবেশীদের সাথে খুবই সু-সম্পর্ক ছিলো। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
মরহুম এর শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজনের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আফাজ উদ্দিন সাউদ এর রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমীন।
প্রসঙ্গত, একইদিন ভোর ৫টায় নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন বিএনপি নেতা আফাজ উদ্দিন সাউদ। তিনি সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বাড়িপাড়া নিবাসী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।