সিদ্ধিরগঞ্জে গৃহবধূর টাকা আত্মসাৎ, হুমকি ও নির্যাতনের অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে
Published: 26th, May 2025 GMT
সিদ্ধিরগঞ্জ থানায় এক গৃহবধূ তার বাবা-মায়ের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, হুমকি ও মানসিক নির্যাতনের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী গৃহবধূ তামান্না (২২) সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের গোদনাইল নয়াপাড়ায় স্বামীর সঙ্গে বসবাস করেন।
তিনি জানান, তার বাবা মো.
তামান্নার অভিযোগ, টাকা ফেরত চাইলে তার বাবা-মা উল্টোা তাদের ভয়ভীতি প্রদর্শন শুরু করেন। তারা তার স্বামীকে মারধর করেন, প্রাণনাশের হুমকি দেন এবং মিথ্যা মামলার ভয় দেখান। তিনি আরও বলেন, গর্ভাবস্থা ও সন্তান প্রসবকালীন সময়েও তার পরিবারের কেউ কোনো খোঁজখবর নেয়নি, যা তাকে চরম মানসিক বিপর্যয়ের মধ্যে ফেলে দেয়।
তামান্না বলেন, “বাবা সার্ভেয়ার হিসেবে এলাকায় সুনাম অর্জন করলেও পারিবারিকভাবে তিনি অত্যন্ত কঠোর ও নির্দয়। বর্তমানে তিনি আমাদের সংসারে অশান্তি সৃষ্টি করছেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছেন।” ঘটনার প্রেক্ষিতে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে আইনি সহায়তা প্রার্থনা করেন।
অভিযোগ তদন্ত কর্মকর্তা এসআই শামীম রেজা জানান, অভিযোগের ভিত্তিতে একাধিকবার অভিযুক্তদের থানায় হাজির হওয়ার জন্য বলা হলেও তারা সাড়া দেননি এবং মীমাংসার কোনো উদ্যোগও নেননি। ফলে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সার্ভেয়ার মাহবুবুর রহমান বলেন, “মেয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি থানায় মীমাংসার জন্য যাব না। মামলা হলে আইনগতভাবেই মোকাবিলা করব।”
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ গ হবধ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন