ময়মনসিংহের বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব আল নূর মো. আয়াসকে (২৫) মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আয়াসের অবস্থা শঙ্কামুক্ত।

আল নূর মো.

আয়াস বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ মহানগর কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি জেলার তারাকান্দা উপজেলার গোবিন্দখিলা গ্রামে। ওই গ্রামের মোস্তফা কামালের ছেলে তিনি।

তবে ময়মনসিংহ নগরের বাঘমারা এলাকায় থাকেন আল নূর। আজ সকালে নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে এক স্বজনকে দেখে ময়মনসিংহ নগরে ফিরছিলেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে নগরের পাটগুদাম ব্রিজ এলাকায় যানজটের কারণে বাস থেকে ব্রিজ মোড়ে নেমে পড়েন। এ সময় মুঠোফোনে কল আসায় দাঁড়িয়ে কথা বলার সময় একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়।

ঘটনার বর্ণনা দিয়ে আল নূর বলেন, ‘বাস থেকে নামার পর মুঠোফোনে কল আসায় ব্রিজ মোড়ে দাঁড়িয়ে কথা বলতে থাকি। ওই অবস্থায় পাঁচ থেকে ছয়জন যুবক আসেন, তাঁদের কাউকে আমি চিনি না। আমাকে ছুরি ঠেকিয়ে নিচের দিকে যেতে বলে। সে এলাকাটিতে জয়বাংলা চত্বর ছিল। তাঁদের হাতে ছুরি আর আমার সঙ্গে কেউ ছিল না। নিচে নিয়ে যাওয়ার পর তাঁরা বলতে থাকে, “তুই বেশি বারাবারি করতাছস। তোদের একেকটাকে ধইরা পিটাইয়া শেষ করে দিব। ব্রিজ মোড়ে বঙ্গবন্ধুর ম্যুারাল তুই ভেঙেছিস। তোকে আজকে মেরেই ফেলব, একটাকেও রাখব না। তুই অনেক কিছু করেছিস, অনেক ক্ষতি করেছিস আমাদের।” এ ছাড়া বিভিন্ন রকম কথা বলতে থাকে।’
এরপর আল নূরকে লাঠি দিয়ে পেটানো হয়। তিনি দুজনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁর হাতে ও পায়ে ছুরিকাঘাত করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুর রহমান জানান, আয়াসের পায়ে ছুরিকাঘাত আছে। দেহের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন আছে। তাঁর চিকিৎসা শুরু হয়েছে, বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সদস্যসচিব মো. আলী হোসেন বলেন, আহত ছাত্রনেতার বর্ণনা অনুযায়ী ধারণা করছি ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন এটি করে থাকতে পারে। তবে তদন্তে প্রকৃত বিষয়টি জানা যাবে। জুলাই অভ্যুত্থানের যোদ্ধাকে আজকে যদি এভাবে আক্রমণ করা হয়, তাহলে সামনের দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষ আস্থা হারাবে। তিনি অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, কারা কী কারণে হামলা করেছে, তা বলা যাচ্ছে না। আহত ছাত্রনেতাও হামলার কারণ সম্পর্কে বলতে পারছে না। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ময়মনস আল ন র হ নগর

এছাড়াও পড়ুন:

নয়াপল্টনে পরশু ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের ‘তারুণ্যের সমাবেশ’, ১৫ লাখ জমায়েতের আশা

ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী বুধবার (২৮ মে) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণের জমায়েত আশা করছেন আয়োজকেরা।

আজ সোমবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এই সমাবেশে তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করেছেন তাঁরা। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন বসছে রাজধানী ঢাকায়।

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, ‘আমরা চট্টগ্রামে তারুণ্যের মিলনমেলা দেখেছি। খুলনা ও বগুড়ায় আমাদের লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে। ঢাকার সমাবেশে সব রেকর্ড ভেঙে ১৫ লাখ তরুণ-তরুণী যোগ দেবেন বলে আশা রাখছি।’

লিখিত বক্তব্য পাঠ করেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। লিখিত বক্তব্যে বলা হয়, দুই দিনের কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের তরুণ প্রজন্ম। ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহের প্রতিনিধিত্বকারী তরুণদের অংশগ্রহণে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’শীর্ষক সেমিনার এবং আগামী বুধবার অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘বিগত সরকারের সময়ে দলীয় পরিচয়ে চাকরি দেওয়া হয়েছে। তরুণদের দাবি, রাষ্ট্র যাতে তাঁদের কর্মসংস্থান নিশ্চিত করে। সে সক্ষমতা বিএনপির রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে প্রথম ১৮ মাসের মধ্যে এক কোটি তরুণের কর্মসংস্থান করা হবে।’

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, তরুণদের নিয়ে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি বৃহৎ নীতিগত প্রয়াস। এর মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন।

সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রেনের টিকিট কালোবাজারি, ৮ স্টেশনে দুদকের অভিযান
  • ট্রেনের টিকিট কালোবাজারি চলছেই, ৮ স্টেশনে দুদকের অভিযান
  • ট্রেনের টিকিট কালোবাজারি চলছেই: ৮ স্টেশনে দুদকের অভিযান
  • পাগলামি করায় আটকে রাখা হয়েছিল ঘরে, জানালা ভেঙে বেরিয়ে দুজনকে হত্যা
  • ঘনীভূত হতে পারে লঘুচাপ, ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
  • ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র নেতার ওপর সন্ত্রাসী হামলা
  • ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র নেতার উপর সন্ত্রাসী হামলা
  • নয়াপল্টনে পরশু ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের ‘তারুণ্যের সমাবেশ’, ১৫ লাখ জমায়েতের আশা