বড় গরু নিয়ে দুশ্চিন্তা খামারির ছোট-মাঝারিতে স্বস্তি
Published: 26th, May 2025 GMT
কোরবানির ঈদের জন্য পালন করা বড় আকারের গরু নিয়ে বিপাকে পড়েছেন কিশোরগঞ্জের খামারিরা। গত ঈদের আগে ‘ছাগল-কাণ্ড’ ও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছে তাদের। যারা এসব গরু কিনতেন, তাদের বেশির ভাগই আত্মগোপনে। সম্পদশালী অন্য ব্যক্তিরাও ঝুটঝামেলা এড়াতে দামি পশু কিনতে ইতস্তত বোধ করছেন। কয়েকদিনের অভিজ্ঞতা থেকে এমনই তথ্য জানিয়েছেন জেলার কয়েকজন খামারি। যদিও মধ্যম আকারের গরু নিয়ে স্বস্তিতে আছেন তারা।
জেলা প্রাণিসম্পদ বিভাগের হিসাব অনুযায়ী, কিশোরগঞ্জের ৫৪২টি খামারে এবার কোরবানির পশু লালন করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৬১৯টি। জেলায় চাহিদা আছে ১ লাখ ৮০ হাজার ৩৬১টি পশুর। উদ্বৃত্ত থাকবে ৩২ হাজার ৪৫৮টি পশু।
কয়েকজন খামারির ভাষ্য, গত বছর জাতীয় রাজস্ব বোর্ডের তৎকালীন সদস্য মতিউর রহমানের ‘ছাগল কাণ্ড’ আলোচনায় এসেছিল। ১৫ লাখ টাকায় কেনা তাঁর ছাগলের ছবি প্রচার করেন ছেলে মুশফিকুর রহমান ইফাত। তা নিয়ে কেলেঙ্কারির ঘটনাটি ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে এক রকম আতঙ্ক তৈরি করেছে।
কিশোরগঞ্জ শহরতলির বয়লা এলাকার সানজিদ এগ্রো ফার্ম প্রতিবছরই বড় বড় গরু লালন করে। ২০১৭ সাল থেকে এই খামার শুরু হয় জানিয়ে মালিক সানজিদ হাসান বলেন, গত বছর তিনি ৩৫টি গরু লালন করেছিলেন। এর সবগুলোই বিক্রি হয়। নানা বিষয় বিবেচনা নিয়ে এবার কমিয়ে ২০টি গরু লালন করছেন। শাহিওয়াল, ফ্রিজিয়ানসহ বিভিন্ন জাতের গরুর দাম দেড় লাখ থেকে ১৫ লাখ টাকার মধ্যে।
এই খামারে চারটি বড় গরু আছে। এগুলোর মধ্যে ১৪শ কেজি ওজনের গরুটির নাম ‘বাদশা’। দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। ‘রাজা’ নামের ১৩শ কেজি ওজনের গরুটির দাম ১২ লাখ টাকা হাঁকছেন সানজিদ। এ ছাড়া ‘বাহাদুর’ নামে ৯০০ কেজি ওজনের গরুর জন্য সাড়ে ৭ লাখ টাকা এবং ‘সুলতান’ নামে ৭৫০ কেজি ওজনের গরুর দাম হাঁকছেন সাড়ে ৫ লাখ টাকা। বাড়ির অদূরে অবস্থিত শোলাকিয়ার গরুর হাটেই ৩ জুন এগুলো তুলবেন বলে জানালেন।
সানজিদ হাসান বলেন, গত বছর ঈদের ১০ দিন আগে তিনটি গরু বিক্রি করেছিলেন। এবার এখনও কোনো গরু বিক্রি হয়নি। তিনি মনে করেন, তাঁর গরুগুলো আকারে বড় হওয়ায় লালন-পালনে সমস্যা হয়। তাই বেশি আগে কেউ নিতে চান না।
তবে মাঝারি গরুর খামারিরা কিছুটা স্বস্তিতে আছেন। জেলার করিমগঞ্জের নিয়ামতপুরে বড় খামার রয়েছে ব্যবসায়ী এরশাদ উদ্দিনের। গত বছর তিনি ১৫০টি গরু লালন করেছিলেন। এবার করেছেন ১০০টি। এগুলোর দাম এক লাখ থেকে চার লাখ টাকার মধ্যে।
এরশাদ উদ্দিনের ভাষ্য, গতবার ঈদের ১০ দিন আগেই তিনি ১৫০টি গরু বিক্রি করেছিলেন। গতকাল সোমবার পর্যন্ত এবারের পালন করা ১০০টি গরুর মধ্যে ৮০টি বিক্রি করেছেন। দাম কিছুটা কম হওয়ায় আগেই বিক্রি হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির তথ্য
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা ২০২৫-২৬ অনুযায়ী একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় মোট ১ হাজার ৯০০ ছাত্রছাত্রী ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা—বাংলা মাধ্যমে শিক্ষার্থীদের জন্য:
১. বিজ্ঞান বিভাগ:
সাধারণ শিক্ষার্থীর জিপিএ ৫.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৪.৭২, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৪.৫০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ৪৪০টি, ছাত্র-দিবা- ৪৪০টি।
২. ব্যবসায় শিক্ষা বিভাগ:
সাধারণ শিক্ষার্থী জিপিএ ৪.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৩.৩৩, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৩.০০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ১৫০টি, ছাত্র-দিবা- ১৫০টি।
৩. মানবিক বিভাগ:
সাধারণ শিক্ষার্থী জিপিএ ৩.৭৮, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৩.০০, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৩.০০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ৯০টি, ছাত্র-দিবা- ৯০টি।
আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের জন্য:১. বিজ্ঞান বিভাগ:
সাধারণ শিক্ষার্থীর জিপিএ ৫.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৪.৭২, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৪.৫০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ২০০টি, ছাত্র-দিবা- ২০০টি।
২. ব্যবসায় শিক্ষা বিভাগ:
সাধারণ শিক্ষার্থী জিপিএ ৪.০০, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ ৩.৩৩, বিজিবির শিক্ষার্থী জিপিএ ৩.০০।
আসনসংখ্যা রয়েছে: ছাত্রী-প্রভাতি- ৭০টি, ছাত্র-দিবা- ৭০টি।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫দরকারি তথ্য—১. আবেদনের সময় থানা ‘লালবাগ’ নির্বাচন করতে হবে।
২. আবেদন করা যাবে: ১১ আগস্ট ২০২৫ পর্যন্ত।
৩. ভর্তি: ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
৪. ক্লাস শুরু হবে: ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
৫. অনলাইনে আবেদনের পদ্ধতি: আবেদন ফি ২২০ টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ।
৬. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে পছন্দক্রমের তালিকায় অত্র কলেজকে অবশ্য ১ নম্বরে রাখতে হবে।
৭. বিশেষ নির্দেশনা: ১০ আগস্টের আগে নিজ নিজ ইউনিট হতে বিজিবি সন্তানের প্রত্যয়নপত্র প্রতিষ্ঠানের ১০১ নম্বর কক্ষে বা প্রতিষ্ঠানের ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। প্রত্যয়নপত্র প্রাপ্তি সাপেক্ষে প্রতিষ্ঠান কর্তৃক SQ কোটা নিশ্চায়ন করা হবে। প্রত্যয়নপত্রে অবশ্যই শিক্ষা বোর্ডের নাম, এসএসসি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও মোবাইল ফোন নম্বর উল্লেখ থাকতে হবে। নিশ্চায়ন ব্যতীত SQ কোটায় নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, আসন ২৩৯০টি২৯ জুলাই ২০২৫