বরিশালের বানারীপাড়ার পদত্যাগ করা প্রধান শিক্ষকের যোগদানের খবরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছুটি দিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার পৌর শহরের ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  
জানা গেছে, পদত্যাগী প্রধান শিক্ষক মো. জামাল হোসেন সোমবার স্কুলে যোগদান করবেন– এলাকায় এমন গুঞ্জন ওঠে। বিষয়টি জেনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.

নুরুল আমিন স্কুল ছুটি দিয়ে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেন। পরে স্কুলে তালা ঝুলিয়ে তিনিসহ সব শিক্ষক-কর্মচারী বাড়ি চলে যান। দুপুর ১২টার দিকে এলাকাবাসী ও অভিভাবকরা বিদ্যালয়ে তালা ঝুলতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। তালাবদ্ধ বিদ্যালয়ে তখনও জাতীয় পতাকা উড়তে দেখা যায়। 
ঘটনার সত্যতা স্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আমিন বলেন, সোমবার বিদ্যালয়ে দুটি ক্লাস (পাঠদান) শেষে স্কুল ছুটি দেওয়া হয়েছে।  এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর বলেন, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে স্কুলে তালা ঝুলিয়ে শিক্ষকদের চলে যাওয়া ঠিক হয়নি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 
গত বছরের ৩ সেপ্টেম্বর প্রধান শিক্ষক জামাল হোসেন পদত্যাগ করেন। ওই দিন তাঁকে ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে দাবি করে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। একই সঙ্গে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা, ইউএনওসহ সংশ্লিষ্টদের লিখিতভাবে জানান। পরে বারবার চেষ্টা করেও ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের বাধার কারণে তিনি আর বিদ্যালয়ে যোগদান করতে পারেননি। ১১ ডিসেম্বর থেকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল আমিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: পদত য গ

এছাড়াও পড়ুন:

গাজায় হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যার দাবি নেতানিয়াহুর

গাজা হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ইসরায়েলের পার্লামেন্টে (নেসেট) এ কথা বলেন তিনি। তবে সিনওয়ারের মৃত্যু নিয়ে হামাস তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী ও হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার। ২০২৪ সালের অক্টোবরে গাজার রাফা এলাকায় ইয়াহিয়া সিনওয়ারও ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান। তাঁর মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার গাজায় হামাসের প্রধান হিসেবে দায়িত্ব নেন।

মোহাম্মদ সিনওয়ারের অবস্থান নিশানা করে চলতি মাসে দক্ষিণ গাজার একটি হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। গত ২১ মে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, খুব সম্ভবত মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার নেসেটে নেতানিয়াহু বলেন, মোহাম্মদ সিনওয়ারকে ‘হত্যা’ করা হয়েছে। একই সঙ্গে প্রায় ২০ মাসে ইসরায়েলি সেনাদের হাতে নিহত হামাস নেতাদের নামও তুলে ধরেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘গত দুই দিনে আমরা হামাসের পুরোপুরি পরাজয়ের দিকে একটি নাটকীয় মোড় দেখতে পেয়েছি।’ ইসরায়েল এখন গাজায় ‘খাদ্য বিতরণের নিয়ন্ত্রণও নিচ্ছে’ বলে উল্লেখ করেন তিনি। এখানে তিনি গাজায় নতুন ত্রাণ সহায়তা বিতরণ ব্যবস্থার কথা বলেছেন। যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি সংগঠন তা পরিচালনা করছে।

নেতানিয়াহুর এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি বাহিনী গাজায় হামলা তীব্রতর করেছে। চলতি বছরের শুরুতে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ১৮ মার্চ থেকে উপত্যকাটিতে হামলা জোরদার করে ইসরায়েল। ইসরায়েল বলেছে, হামাসের শাসন ও সামরিক ক্ষমতা ধ্বংস করা এবং গাজায় বন্দী থাকা আটকদের মুক্ত করাই তাদের লক্ষ্য।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্ব ইসরায়েলে হামলা চালানো হয়। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। সেদিন ২৫০ এরও বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা।

হামলার কয়েক ঘণ্টার মধ্যে গাজায় পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় গাজা ধ্বংসস্তূপে পরিণত করেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, উপত্যকাটিতে ৫৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলে হামলার মুখে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি স্থানচ্যুত হয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, নিহতদের অধিকাংশই নিরীহ নাগরিক। কতজন যোদ্ধা মারা গেছে, সে বিষয়ে তারা কোনো তথ্য দেননি। ইসরায়েলের দাবি, তারা লক্ষাধিক ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। কিন্তু তারা এই দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি।

সম্পর্কিত নিবন্ধ