বিস্কুট রাখার পুরোনো ধাঁচের একটি কৌটা—বহুদিন ব্যবহারের ফলে সেটির রং খানিকটা উজ্জ্বলতা হারিয়েছে। ছিঁড়ে গেছে সেটির গায় সাঁটা ‘লেভেলের’ কিছু অংশ। পুরোনো হয়ে যাওয়া এই বিস্কুটের কৌটাটি নিউজিল্যান্ডের পার্লামেন্টে অবশ্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, দেশটির ভবিষ্যৎ আইন আসে এই কৌটার ভেতর থেকে!
এটির একটি নামও আছে, ‘দ্য বিস্কুট টিন’। গত শতাব্দীর নব্বইয়ের দশকের শুরুতে ওয়েলিংটনের এক ডিপার্টমেন্টাল স্টোর থেকে নিউজিল্যান্ডের পার্লামেন্টের এক কর্মী কৌটাটি কিনে আনেন।
নকশাদার সেই কৌটা দেখতে যতই মজার লাগুক বা পুরোনো—গুরুগম্ভীর এক প্রক্রিয়ায় সেটি ব্যবহার করা হয়। নিউজিল্যান্ডের পার্লামেন্ট সদস্যরা যেসব বিল নিয়ে পার্লামেন্টে আলোচনা চান, সেগুলোর নামে একটি করে টোকেন ওই কৌটায় ফেলেন। পরে লটারির মতো করে কৌটা থেকে প্রস্তাবিত বিলের কয়েকটি টোকেন তুলে নেওয়া হয় এবং সে অনুযায়ী পার্লামেন্টে আলোচনা ও বিতর্ক চলে।
যেখানে অনেক দেশে পার্লামেন্টে কোন বিল প্রস্তাব নিয়ে আলোচনা হবে তা নির্ধারিত হয় রাজনৈতিক দর-কষাকষি ও দলীয় সিদ্ধান্তে, সেখানে নিউজিল্যান্ডের পার্লামেন্টে এই ব্যবস্থা অভিনবই বটে। সব আইনপ্রণেতাকে বিল প্রস্তাব এবং তা নিয়ে আলোচনায় সমান সুযোগ দিতে ব্যতিক্রমী এই আয়োজন ‘দ্য বিস্কুট টিন’। প্রস্তাবিত বিল জনপ্রিয় নাকি অজনপ্রিয়, তা বিবেচনা করা হয় না। যেসব টোকেন উঠে আসবে, সেগুলো নিয়েই আলোচনা হবে।
বিস্কুটের কৌটাটি নিয়ে নিউজিল্যান্ডের হাউস অব রিপ্রেজেনটেটিভসের ক্লার্ক ডেভিড উইলসন বলেন, ‘আমরা বিস্কুট খেয়ে ফেলি এবং খুব সম্ভবত ১ থেকে ৯০ পর্যন্ত নম্বরযুক্ত কিছু বিঙ্গো টোকেন পাই। কম্পিউটার সিস্টেমের বদলে এলোমেলোভাবে সেই টোকেন নম্বর টানা হয়।’
বিস্কুটের এই কৌটাটি নিউজিল্যান্ডের গণতন্ত্রের একটি প্রতীকে পরিণত হয়েছে বলেও মনে করেন ডেভিড।
সব পার্লামেন্ট সদস্য যাঁরা মন্ত্রী নন, তাঁরা প্রত্যেকে একবারে একটি করে বিল ভোটাভুটির জন্য বিস্কুটের কৌটায় জমা দিতে পারেন। এসব বিলের লটারি তোলা হয় এমন কারও মাধ্যমে, যিনি কোনো রাজনৈতিক দলে যুক্ত নন—যেমন স্কুলশিক্ষার্থীরা বা জন্মদিন উদ্যাপন করতে আসা দর্শনার্থীরা।
উইলসন বলেন, তাঁর জানামতে, আর কোনো দেশে নিউজিল্যান্ডের মতো এমন অদ্ভুত ও ব্যতিক্রমী আয়োজন নেই।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ত ব
এছাড়াও পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে হুম্মাম কাদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পরবর্তীতে গুম করা হয় তার পুত্র হুম্মাম কাদের চৌধুরীকে।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী। এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি মন্ত্রীর দায়িত্বও পালন করেন। গত ১৫ বছর এই আসনে সাংসদ ছিলেন আওয়ামী লীগের ড. হাসান মাহমুদ।
ঢাকা/রেজাউল/এস