বিশ্বের প্রথম দেশ হিসেবে সব নাগরিক ও বাসিন্দার জন্য চ্যাটজিপিটির প্রিমিয়াম সংস্করণ ‘চ্যাটজিপিটি প্লাস’ বিনা মূল্যে ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ওপেনএআইয়ের সঙ্গে এক কৌশলগত অংশীদারত্বের আওতায় এই সুবিধা চালু করা হবে।

চ্যাটজিপিটির বিনা মূল্যের সংস্করণ কাজে লাগিয়ে প্রশ্নের উত্তর জানার পাশাপাশি লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবি তৈরি করা যায়। তবে ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণটিতে বেশ কিছু বাড়তি সুবিধা থাকায় প্রতি মাসে খরচ করতে হয় ২০ মার্কিন ডলার। নতুন এ উদ্যোগের আওতায় সংযুক্ত আরব আমিরাতে সবাই চ্যাটজিপিটি প্লাস সংস্করণটি বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন।

চ্যাটজিপিটি প্লাস বিনা মূল্যে ব্যবহারের সুযোগ করে দেওয়ার পাশাপাশি ওপেনএআইয়ের মাধ্যমে ‘স্টারগেট ইউএই’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশাল তথ্যকেন্দ্র তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত। এই প্রকল্প বাস্তবায়নে ওপেনএআইয়ের সহযোগী হিসেবে রয়েছে আবুধাবিভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান জি৪২। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্টারগেট প্রকল্পের প্রথম পর্যায়ের তথ্যকেন্দ্র ২০২৬ সালের মধ্যে চালুর সম্ভাবনা রয়েছে।

এক বছর ধরে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান বিশ্বের বিভিন্ন দেশে বড় পরিসরে তথ্যকেন্দ্র নির্মাণের পক্ষে জোরালো প্রচারণা চালিয়ে আসছেন। আমিরাতের সঙ্গে নতুন এই অংশীদারত্ব সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় সাফল্য বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: নিউজ ১৮ ডটকম

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

চ্যাটজিপিটির মাধ্যমে অন্য অ্যাপ ব্যবহারের সুবিধা চালু করছে ওপেনএআই

ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে দেয় চ্যাটবটটি। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে চ্যাটজিপিটির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ ও ডিজিটাল সেবায় সরাসরি প্রবেশের সুযোগ চালু করতে যাচ্ছে ওপেনএআই। নতুন এ সুবিধা চালু হলে চ্যাটজিপিটির মাধ্যমে বিভিন্ন অ্যাপ ও ডিজিটাল সেবায় স্বয়ংক্রিয়ভাবে সাইন ইন করা যাবে।

সম্প্রতি ওপেনএআইয়ের ওয়েবসাইটে ‘সাইন ইন উইথ চ্যাটজিপিটি’ শিরোনামে একটি ফরম প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ব্যবহারকারীরা যেন ভবিষ্যতে চ্যাটজিপিটি অ্যাকাউন্টের মাধ্যমে তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপে সাইন ইন করতে পারেন, সেই সম্ভাবনা নিয়ে কাজ করছে ওপেনএআই। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি এমন ডেভেলপারদের খুঁজছে, যারা নিজেদের অ্যাপে এই সুবিধা সংযুক্ত করতে আগ্রহী।

ওপেনএআই জানিয়েছে, আগ্রহী ডেভেলপারদের প্রতিক্রিয়া বিশ্লেষণ এবং কারিগরি সমন্বয় শেষ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো পুরো উদ্যোগটি পরিকল্পনার পর্যায়ে রয়েছে। ফলে শিগগিরই তৃতীয় পক্ষের অ্যাপে ‘চ্যাটজিপিটি দিয়ে সাইন ইন’ সুবিধা দেখা যাওয়ার সম্ভাবনা কম।

চ্যাটজিপিটি ছাড়াও নানা খাতে সেবা সম্প্রসারণে কাজ করছে ওপেনএআই। সম্প্রতি পরীক্ষামূলকভাবে কেনাকাটার সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। শুধু তা–ই নয়, চ্যাটজিপিটিনির্ভর একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
সূত্র: ম্যাশেবল

সম্পর্কিত নিবন্ধ

  • চ্যাটজিপিটির মাধ্যমে অন্য অ্যাপ ব্যবহারের সুবিধা চালু করছে ওপেনএআই
  • ব্যবহারকারীর নির্দেশনা অমান্য করল ওপেনএআইয়ের ‘ওথ্রি’ এআই মডেল