চ্যাটজিপিটির প্রিমিয়াম সংস্করণ বিনা মূল্যে ব্যবহার করা যাবে সংযুক্ত আরব আমিরাতে, কীভাবে
Published: 28th, May 2025 GMT
বিশ্বের প্রথম দেশ হিসেবে সব নাগরিক ও বাসিন্দার জন্য চ্যাটজিপিটির প্রিমিয়াম সংস্করণ ‘চ্যাটজিপিটি প্লাস’ বিনা মূল্যে ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ওপেনএআইয়ের সঙ্গে এক কৌশলগত অংশীদারত্বের আওতায় এই সুবিধা চালু করা হবে।
চ্যাটজিপিটির বিনা মূল্যের সংস্করণ কাজে লাগিয়ে প্রশ্নের উত্তর জানার পাশাপাশি লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবি তৈরি করা যায়। তবে ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণটিতে বেশ কিছু বাড়তি সুবিধা থাকায় প্রতি মাসে খরচ করতে হয় ২০ মার্কিন ডলার। নতুন এ উদ্যোগের আওতায় সংযুক্ত আরব আমিরাতে সবাই চ্যাটজিপিটি প্লাস সংস্করণটি বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন।
চ্যাটজিপিটি প্লাস বিনা মূল্যে ব্যবহারের সুযোগ করে দেওয়ার পাশাপাশি ওপেনএআইয়ের মাধ্যমে ‘স্টারগেট ইউএই’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশাল তথ্যকেন্দ্র তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত। এই প্রকল্প বাস্তবায়নে ওপেনএআইয়ের সহযোগী হিসেবে রয়েছে আবুধাবিভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান জি৪২। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্টারগেট প্রকল্পের প্রথম পর্যায়ের তথ্যকেন্দ্র ২০২৬ সালের মধ্যে চালুর সম্ভাবনা রয়েছে।
এক বছর ধরে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান বিশ্বের বিভিন্ন দেশে বড় পরিসরে তথ্যকেন্দ্র নির্মাণের পক্ষে জোরালো প্রচারণা চালিয়ে আসছেন। আমিরাতের সঙ্গে নতুন এই অংশীদারত্ব সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় সাফল্য বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র: নিউজ ১৮ ডটকম
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’
সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।
ঢাকা/রতন/রাজীব