বিশ্বের প্রথম দেশ হিসেবে সব নাগরিক ও বাসিন্দার জন্য চ্যাটজিপিটির প্রিমিয়াম সংস্করণ ‘চ্যাটজিপিটি প্লাস’ বিনা মূল্যে ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ওপেনএআইয়ের সঙ্গে এক কৌশলগত অংশীদারত্বের আওতায় এই সুবিধা চালু করা হবে।

চ্যাটজিপিটির বিনা মূল্যের সংস্করণ কাজে লাগিয়ে প্রশ্নের উত্তর জানার পাশাপাশি লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবি তৈরি করা যায়। তবে ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণটিতে বেশ কিছু বাড়তি সুবিধা থাকায় প্রতি মাসে খরচ করতে হয় ২০ মার্কিন ডলার। নতুন এ উদ্যোগের আওতায় সংযুক্ত আরব আমিরাতে সবাই চ্যাটজিপিটি প্লাস সংস্করণটি বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন।

চ্যাটজিপিটি প্লাস বিনা মূল্যে ব্যবহারের সুযোগ করে দেওয়ার পাশাপাশি ওপেনএআইয়ের মাধ্যমে ‘স্টারগেট ইউএই’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশাল তথ্যকেন্দ্র তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত। এই প্রকল্প বাস্তবায়নে ওপেনএআইয়ের সহযোগী হিসেবে রয়েছে আবুধাবিভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান জি৪২। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্টারগেট প্রকল্পের প্রথম পর্যায়ের তথ্যকেন্দ্র ২০২৬ সালের মধ্যে চালুর সম্ভাবনা রয়েছে।

এক বছর ধরে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান বিশ্বের বিভিন্ন দেশে বড় পরিসরে তথ্যকেন্দ্র নির্মাণের পক্ষে জোরালো প্রচারণা চালিয়ে আসছেন। আমিরাতের সঙ্গে নতুন এই অংশীদারত্ব সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় সাফল্য বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: নিউজ ১৮ ডটকম

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ