সিভিল সার্ভিস, আইন, চিকিৎসা, প্রকৌশলসহ অন্যান্য পেশার পাশাপাশি সমাজকর্মী হওয়াকে এখনকার অনেক তরুণ তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করছেন।

মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজে তরুণ শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় জেলা তথ্য অফিস আয়োজিত ‘আমার কিছু বলার আছে’ অনুষ্ঠানে তরুণ-তরুণীরা এ মনোভাব ব্যক্ত করেন।

তথ্য অফিসের পরিচালক মীর আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে একাদশ শ্রেণির ছাত্র ও রোভার স্কাউট সদস্য রাকিব বলেন, ‘আমি সমাজকর্মী হিসেবে গড়ে উঠতে চাই, যাতে দেশ ও মানুষের সেবা করতে পারি।’ স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী আফিয়া এবং লিজা বলেন, ‘আদর্শ মানুষ হিসেবে বড় হয়ে আমরা সমাজকর্মকেই পেশা হিসেবে নিতে চাই।’ একাদশ শ্রেণির সিফাত জানান, তিনি এমন উদ্যোক্তা হতে চান, যাতে করে মানুষের কল্যাণ হয়।

অন্যান্য শিক্ষার্থীরা তাদের বক্তব্যের মধ্যে সিভিল সার্ভিস, সেনাবাহিনী, আইনী সেবা, শিক্ষকতা প্রভৃতি পেশায় আত্মনিয়োগের লক্ষ্য ব্যক্ত করেন।

দুর্নীতি প্রতিরোধ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে সমাপ্ত এ অনুষ্ঠানের সভাপতি ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড.

গোপাল চন্দ্র সরদার তার বক্তব্যে বলেন, নিজের প্রিয় কাজ ও শখকে পেশা হিসেবে নিতে পারলে জীবনের কর্মক্ষেত্র আনন্দময় হয়। তিনি এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলামের পক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ঢাকা/হাসান/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

অন্যান্য পেশার পাশাপাশি সমাজকর্মী হওয়া এখনকার অনেক তরুণের লক্ষ্য

সিভিল সার্ভিস, আইন, চিকিৎসা, প্রকৌশলসহ অন্যান্য পেশার পাশাপাশি সমাজকর্মী হওয়াকে এখনকার অনেক তরুণ তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করছেন।

মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজে তরুণ শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় জেলা তথ্য অফিস আয়োজিত ‘আমার কিছু বলার আছে’ অনুষ্ঠানে তরুণ-তরুণীরা এ মনোভাব ব্যক্ত করেন।

তথ্য অফিসের পরিচালক মীর আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে একাদশ শ্রেণির ছাত্র ও রোভার স্কাউট সদস্য রাকিব বলেন, ‘আমি সমাজকর্মী হিসেবে গড়ে উঠতে চাই, যাতে দেশ ও মানুষের সেবা করতে পারি।’ স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী আফিয়া এবং লিজা বলেন, ‘আদর্শ মানুষ হিসেবে বড় হয়ে আমরা সমাজকর্মকেই পেশা হিসেবে নিতে চাই।’ একাদশ শ্রেণির সিফাত জানান, তিনি এমন উদ্যোক্তা হতে চান, যাতে করে মানুষের কল্যাণ হয়।

অন্যান্য শিক্ষার্থীরা তাদের বক্তব্যের মধ্যে সিভিল সার্ভিস, সেনাবাহিনী, আইনী সেবা, শিক্ষকতা প্রভৃতি পেশায় আত্মনিয়োগের লক্ষ্য ব্যক্ত করেন।

দুর্নীতি প্রতিরোধ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে সমাপ্ত এ অনুষ্ঠানের সভাপতি ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার তার বক্তব্যে বলেন, নিজের প্রিয় কাজ ও শখকে পেশা হিসেবে নিতে পারলে জীবনের কর্মক্ষেত্র আনন্দময় হয়। তিনি এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলামের পক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ঢাকা/হাসান/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ