বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াই। এই দুটি ম্যাচকে সামনে রেখে ঢাকায় শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্যাম্প। আর এই ক্যাম্পে সবার আগে যোগ দিলেন ইতালিপ্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম।

বুধবার (২৮ মে) সকাল ৯টার দিকে রোম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ১৮ বছর বয়সী এই উইঙ্গার। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবলের অন্যতম সাপোর্টার গ্রুপ ‘বাংলাদেশ ফুটবল আল্ট্রাস’-এর সদস্যরা। কণ্ঠে ছিল একটাই স্লোগান ‘ওয়েলকাম ব্যাক, ফাহমিদুল!’

গত মার্চে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে জায়গা না পাওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফাহমিদুল। তার দল থেকে বাদ পড়া নিয়ে ভক্তদের মধ্যে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। এমনকি তাকে ফিরিয়ে আনতে মানববন্ধনও হয়েছিল। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের হস্তক্ষেপে আশ্বাস পাওয়া যায়, ফাহমিদুল দলের পরিকল্পনায় আছেন।

অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিয়েছে। ইতালির চতুর্থ বিভাগের ক্লাবে খেলা ফাহমিদুল ঢাকায় ফিরে উঠেছেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।

আসন্ন ম্যাচ দুটির প্রস্তুতি হিসেবে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামী ৩০ মে। কোচ হাভিয়ের কাবরেরা দায়িত্বে থাকবেন। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

এই ক্যাম্পে যোগ দেবেন আরও এক প্রবাসী ফুটবলার, কানাডা প্রবাসী শমিত সোম। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ‘সামিত সোম ৪ জুন ভোরে ঢাকায় আসবেন। সেদিনই ভুটানের বিপক্ষে আমাদের ম্যাচ থাকায় তিনি হয়তো সেই ম্যাচে খেলতে পারবেন না। তবে কোচ কাবরেরা চাইলে সিঙ্গাপুর ম্যাচে তাকে দলে দেখা যেতে পারে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

১ জুনের মধ্যেই সৌদি আরবে যাবেন সব হজযাত্রী

এ বছর বাংলাদেশ থেকে নির্ধারিত ৮৭ হাজার ১০০ হজযাত্রীর মধ্যে ৭৪ হাজার ৩১৬ জন সৌদি আরব পৌঁছেছেন। বাকিরা আগামী ১ জুনের মধ্যে সৌদি আরব যাবেন। এ বিষয়ে সব প্রস্তুতি ধর্ম মন্ত্রণালয় থেকে সম্পন্ন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বিমানবন্দর-সংলগ্ন আশকোনা হজক্যাম্পে মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য দেন। তিনি বলেন, ৩১ মের মধ্যে হজযাত্রী পরিবহনের প্রাথমিক যে বাধ্যবাধকতা ছিল, বিশেষ কারণে তা এক দিন বাড়াতে হয়েছে।

এবারের হজ ব্যবস্থাপনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। ধর্ম উপদেষ্টা বলেন, বিমানের ভাড়া বেশি হওয়ায় অতীতে অনেকেই সময়মতো হজে যেতে পারেননি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতায় এ বছর প্রত্যেক হজযাত্রীর বিমান ভাড়া ২৬ হাজার ৯৮০ টাকা কমানো হয়েছে। এ ছাড়া ৮৭ হাজার ১০০ হজযাত্রীর জন্য সরকার ১০ কোটি টাকা মূল্যের টিকা বিনামূল্যে সরবরাহ করেছে। তিনি বলেন, ‘এ দেশের সাধারণ মানুষের আর্থিক সামর্থ্য বিবেচনায় আমরা বাড়ি বা হোটেল ভাড়া করার ক্ষেত্রেও যতটা সম্ভব দরকষাকষি করেছি এবং অত্যন্ত যৌক্তিক মূল্যে বাড়ি ভাড়া করতে পেরেছি।’
ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে সমুদ্রপথে বড় জাহাজে করে হজযাত্রী পাঠানোর বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। 
পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করা বাংলাদেশের হজযাত্রীদের মধ্যে ১২ জন ইতোমধ্যে মারা গিয়েছেন। আরও ৩৭ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান উপদেষ্টা। 
ধর্ম উপদেষ্টা জানান, মক্কা, মদিনা ও মিনায় তিনটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। সেখানে বাংলাদেশি ১৬৪ জন ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান বাংলাদেশি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। 
ধর্ম উপদেষ্টা গতকাল হজ ফ্লাইটে সৌদি আরবে গেছেন। আজ শুক্রবার সেখানে তাঁর সরেজমিন মক্কা-মদিনায় হজযাত্রীদের খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, হজ অফিসার লোকমান হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ