বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াই। এই দুটি ম্যাচকে সামনে রেখে ঢাকায় শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্যাম্প। আর এই ক্যাম্পে সবার আগে যোগ দিলেন ইতালিপ্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম।
বুধবার (২৮ মে) সকাল ৯টার দিকে রোম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ১৮ বছর বয়সী এই উইঙ্গার। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবলের অন্যতম সাপোর্টার গ্রুপ ‘বাংলাদেশ ফুটবল আল্ট্রাস’-এর সদস্যরা। কণ্ঠে ছিল একটাই স্লোগান ‘ওয়েলকাম ব্যাক, ফাহমিদুল!’
গত মার্চে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে জায়গা না পাওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফাহমিদুল। তার দল থেকে বাদ পড়া নিয়ে ভক্তদের মধ্যে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। এমনকি তাকে ফিরিয়ে আনতে মানববন্ধনও হয়েছিল। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের হস্তক্ষেপে আশ্বাস পাওয়া যায়, ফাহমিদুল দলের পরিকল্পনায় আছেন।
অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিয়েছে। ইতালির চতুর্থ বিভাগের ক্লাবে খেলা ফাহমিদুল ঢাকায় ফিরে উঠেছেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।
আসন্ন ম্যাচ দুটির প্রস্তুতি হিসেবে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামী ৩০ মে। কোচ হাভিয়ের কাবরেরা দায়িত্বে থাকবেন। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
এই ক্যাম্পে যোগ দেবেন আরও এক প্রবাসী ফুটবলার, কানাডা প্রবাসী শমিত সোম। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ‘সামিত সোম ৪ জুন ভোরে ঢাকায় আসবেন। সেদিনই ভুটানের বিপক্ষে আমাদের ম্যাচ থাকায় তিনি হয়তো সেই ম্যাচে খেলতে পারবেন না। তবে কোচ কাবরেরা চাইলে সিঙ্গাপুর ম্যাচে তাকে দলে দেখা যেতে পারে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে