ইন্দোনেশিয়ার সমুদ্রের তলদেশে প্রায় ১ লাখ ৪০ হাজারের বেশি পুরোনো শহর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। জাভা ও মাদুরা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী মাদুরা প্রণালিতে পলি ও বালুর স্তরের নিচে থাকা এই শহরে মানুষের প্রাচীন পূর্বপুরুষ হোমো ইরেক্টাসের খুলিও পাওয়া গেছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, সুন্দাল্যান্ড নামের একটি প্রাগৈতিহাসিক ভূমির অংশ ছিল শহরটি। একসময় এই এলাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল গ্রীষ্মমণ্ডলীয় সমভূমির অংশ ছিল। আর তাই শহরটির আশপাশে মানুষের খুলির হাড়ের পাশাপাশি কোমোডো ড্রাগন, মহিষ, হরিণ, হাতিসহ ৩৬ প্রজাতির প্রায় ৬ হাজার প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে। কিছু প্রাণীর জীবাশ্মে কাটা চিহ্ন রয়েছে, যা আদি মানুষের উন্নত শিকার কৌশলের প্রমাণ। নতুন এ আবিষ্কার প্রাচীন মানবজীবন ও হারিয়ে যাওয়া সুন্দাল্যান্ড সম্পর্কে বিভিন্ন তথ্য জানার সুযোগ করে দিয়েছে।

সমুদ্রের তলদেশে থাকা শহরটির বিষয়ে নেদারল্যান্ডসের লিডেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক হ্যারল্ড বার্গুইস বলেন, সেই সময় এই অঞ্চলে হোমিনিন জনসংখ্যার বসবাস ছিল। ১ লাখ ৪০ হাজার বছর ধরে পলির নিচে চাপা পড়ে থাকা একটি খুলি মানুষের প্রাচীন পূর্বপুরুষ হোমো ইরেক্টাসের সময়কার বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। এখান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আদি মানবজীবন সম্পর্কে জানা যাবে।

শহরটিতে দুটি হোমো ইরেক্টাস খুলির টুকরার মধ্যে একটি ফ্রন্টাল ও একটি প্যারিটাল হাড় রয়েছে। হাতির মতো বৃহৎ তৃণভোজী স্তন্যপায়ী এক প্রাণীর বিলুপ্ত প্রজাতির জীবাশ্মও শহরটিতে খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। বিলুপ্ত প্রজাতির প্রাণীটি লম্বায় ১৩ ফুট হলেও ওজন ছিল ১০ টনেরও বেশি।

সূত্র: ডেইলি মেইল

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ধনীদের বসবাসের জন্য জনপ্রিয় ১০ শহর

বিশ্বের যেসব শহরে বৈশ্বিক সংযোগ, আর্থসামাজিক অবস্থান, উন্নত অবকাঠামো আর জীবনমান উন্নত সেসব শহরে বসবাস করেন অতিধনী এবং ধনী ব্যক্তিরা।  ২০২৫ সালের হেনলি অ্যান্ড পার্টনার্স ও নিউ ওয়ার্ল্ড ওয়েলথের এক যৌথ প্রতিবেদনে বিশ্বের এমন ১০টি শহরের তালিকা প্রকাশ করেছে। শুরুতেই রয়েছে নিউইয়র্ক সিটির নাম। 

নিউইয়র্ক সিটি: বিশ্বের অতিধনী এবং ধনীদের বসবাসের জন্য পছন্দের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। এই সিটিতে ৩ লাখ ৮৪ হাজার ৫০০ মিলিয়নিয়ার, ৮১৮ সেন্টিমিলিয়নিয়ার ও ৬৬ জন বিলিয়নিয়ার থাকেন।শহরটি  উন্নত  অর্থনীতি, সংবাদমাধ্যম, ফ্যাশন ও প্রযুক্তিরও কেন্দ্রবিন্দু। এখানে রয়েছে উন্নত গণপরিবহন, বৈচিত্র্যময় সংস্কৃতি ও উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠান। সবমিলিয়ে নিউইয়র্ক সিটি ধনীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

সান ফ্রান্সিসকো বে এরিয়া: ৩ লাখ ৪২ হাজার ৪০০ মিলিয়নিয়ার, ৭৫৬ সেন্টিমিলিয়নিয়ার ও ৮২ বিলিয়নিয়ার বসবাস করেন সান ফ্রান্সিসকোতে। এই শহরের সিলিকন ভ্যালি, উদ্ভাবনী পরিবেশ ও উচ্চ জীবনমানের জন্য ধনীরা এখানে বসবাসে আগ্রহী।
টোকিও: 

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি অস্বীকার ইরানের

জাপানের টোকিওতে ২ লাখ ৯২ হাজার ৩০০ মিলিয়নিয়ার, ২৬২ সেন্টিমিলিয়নিয়ার ও ১৮ বিলিয়নিয়ার বসবাস করেন। শহরটি এশিয়ার অন্যতম ধনী শহর। এখানে উন্নত প্রযুক্তি, নিরাপদ পরিবেশ ও উচ্চমানের জীবনযাত্রা, উন্নত গণপরিবহন ব্যবস্থা ও সাংস্কৃতিক বৈচিত্র্য টোকিওকে আকর্ষণীয় করে তুলেছে।
 
সিঙ্গাপুর: এই শহরে২ লাখ ৪২ হাজার ৪০০ মিলিয়নিয়ার, ৩৩৩ সেন্টিমিলিয়নিয়ার ও ৩০ বিলিয়নিয়ার রয়েছেন।এখানে রয়েছে করসুবিধা, ব্যবসাবান্ধব পরিবেশ এবং উন্নত অবকাঠামোর।এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক এই কেন্দ্র ধনীদের কাছে বসবাসের জন্য আকর্ষণীয়।

লস অ্যাঞ্জেলেস: যুক্তরাষ্ট্রের সমৃদ্ধ শহর লস অ্যাঞ্জেলেস। এখানে ২ লাখ ২০ হাজার ৬০০ মিলিয়নিয়ার ও ৪৫ বিলিয়নিয়ার বসবাস করেন। এখানকার বিনোদন, প্রযুক্তি ও রিয়েল এস্টেটের খ্যাতি পুরো বিশ্বে ছড়িয়ে রয়েছে। এ শহরের উন্নত জীবনযাত্রা, সমুদ্রসৈকত ও বৈচিত্র্যময় সংস্কৃতই ধনীদেরকে আকৃষ্ট করেছে।
 
লন্ডন: সমৃদ্ধ শহর  লন্ডনে ২ লাখ ১৫ হাজার ৭০০ মিলিয়নিয়ার, ৫১৬ সেন্টিমিলিয়নিয়ার ও ৩৩ বিলিয়নিয়ার বসবাস করেন। এটি পুরোনো এক শহর। যার আর্থিক, শিক্ষা ও সংস্কৃতিক উন্নয়নের গল্প সবারই জানা। এখানকার উন্নত গণপরিবহন, ঐতিহাসিক স্থাপনা ও বৈচিত্র্যময় জীবনযাত্রা লন্ডনকে ধনীদের কাছে জনপ্রিয় করে তুলেছে।

প্যারিস: বিশ্বের ১ লাখ ৬০ হাজার ১০০ মিলিয়নিয়ার, ২৭৭ সেন্টিমিলিয়নিয়ার ও ২২ বিলিয়নিয়ার রয়েছেন প্যারিস শহরে। ফ্রান্সের এই রাজধানী ফ্যাশন, শিল্প, রন্ধনশিল্প ও সংস্কৃতির জন্য বিশ্বখ্যাত। পশ্চিম ইউরোপের প্রথম দিকের এ আধুনিক শহরের এটি। এখানে রয়েছে ঐতিহাসিক স্থাপনা, উন্নত অবকাঠামো ও সাংস্কৃতিক বৈচিত্র্য। 

হংকং: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং।  এখানে ১ লাখ ৫৪ হাজার ৯০০ মিলিয়নিয়ার, ৩৪৬ সেন্টিমিলিয়নিয়ার ও ৪০ বিলিয়নিয়ার বসবাস করেন। হংকং এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এখানে রয়েছে করসুবিধা, উন্নত অবকাঠামো। হংকংয়ের বৈশ্বিক সংযোগ হংকংকে ধনীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।

সিডনি: ১ লাখ ৫২ হাজার ৯০০ মিলিয়নিয়ার, ২২৪ সেন্টিমিলিয়নিয়ার ও ২২ বিলিয়নিয়ার বসবাস করেন অস্ট্রেলিয়ার সিডনিতে। এখানে রয়েছে উন্নত জীবনযাত্রা, সমুদ্রসৈকত ও স্থিতিশীল অর্থনীতি। এখানকার নিরাপদ পরিবেশ সিডনিকে ধনীদের কাছে বসবাসের জন্য আকর্ষণীয় করে তুলেছে।

শিকাগো: ১ লাখ ২৭ হাজার ১০০ মিলিয়নিয়ার, ২৯৫ সেন্টিমিলিয়নিয়ার ও ২৫ বিলিয়নিয়ার রয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে। শহরটিতে রয়েছে উন্নত অবকাঠামো, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ব্যবসাবান্ধব পরিবেশ। যা শহরটিকে ধনীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • ধনীদের বসবাসের জন্য জনপ্রিয় ১০ শহর