সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেলে সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণসহ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। ফাউন্ডেশনের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপ-পরিচালক একে এম আজাদ সরকার।

এসময় আলোচনা অংশ নেন ফাউন্ডেশনের রেজিষ্টশন কর্মকর্তা একে এম মুজাম্মিল হক মাসুদ, নিরাপত্তা কর্মকর্তা সাখওয়াত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী হানিফ আহমেদ, গাইড লেকচারার মো.

মনিরুজ্জামান, উচ্চমান সহকারী মিজানুর রহমান, তত্ববধায়ক আশরাফুল আলম নয়ন, হিসাব রক্ষক কর্মকর্তা আব্দুর রহিমসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন জীবন যাপন নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, জয়নুল আবেদিন আধুনিক চিত্রকলার অন্যতম পুরোধা ব্যাক্তিত্ব। প্রকৃতি ও মানুষের জীবন সংগ্রাম তাঁর স্বকীয় অংকনশৈলীতে অনায়াসে মূর্ত হলো সার্বজনীনতা নিয়ে।

তিনি হয়ে উঠলেন জনমানুষের শিল্পী। জয়নুল আবেদিন আমাদের মধ্যে দেশপ্রেম ও সৌন্দর্য- চেতনা জাগ্রত করে গেছেন, তাঁর প্রতি আমাদের ঋণ অপরিসীম। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ কর মকর ত

এছাড়াও পড়ুন:

ইজারা সম্পন্ন না হলেও হাট প্রস্তুত, অপেক্ষা খামারিদের

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর দুই সিটি করপোরেশন সব ক’টি অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম শেষ করতে না পারলেও সম্ভাব্য ইজারাদাররা হাট বসানোর প্রস্তুতি শেষ করেছেন। অপেক্ষা করছেন গ্রামগঞ্জের খামারিদের হাটে গরু নিয়ে আসার। এরই মধ্যে তাদের সঙ্গে যোগাযোগও শেষ করেছেন। আশা রাখছেন, আজ শুক্র ও আগামীকাল শনিবারের মধ্যে অধিকাংশ পশু হাটে এসে পৌঁছাবে। আর রোববার থেকেই শুরু হবে বেচাকেনা। 

এ বছর ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর জন্য বিজ্ঞপ্তি দিয়েছে করপোরেশন। আর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তিন দফায় ১২টি হাটের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। এ ছাড়া নতুন আরও দুটি পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তির প্রস্তুতি নিয়েছে সম্পত্তি বিভাগ। তবে এর মধ্যে ডিএসসিসির আফতাবনগর ও মেরাদিয়ার পশুর হাট এবং ডিএনসিসির বাড্ডা ইস্টার্ন হাউস ও বনরূপা আবাসিক এলাকার হাট জনবহুল স্থানে হওয়ায় আদালত বাতিল করে দিয়েছেন। এ ছাড়া দুই সিটিতে মিরপুর গাবতলী ও ডেমরা সারুলিয়ায় দুটি স্থায়ী পশুর হাট আছে। 

করপোরেশন সূত্রে জানা যায়, ডিএসসিসির প্রথম পর্যায়ে পশুর হাটের ইজারায় পাঁচটি হাট নির্ধারণ হয়। দ্বিতীয় পর্যায়ের চারটি ইজারায় যাচাই-বাছাই নগর ভবনে আন্দোলনের জেরে শেষ হয়নি। গত বুধবার সচিবালয়ে করপোরেশনের কর্মকর্তারা যাচাই-বাছাই করে আরেকটি হাট নির্ধারণ করেন। বাকি দুটি হাটের দর সরকারি মূল্যের চেয়ে কম হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছে। আরেকটি হাটের ইজারাদাররা অল্প সময়ে হাটের সব প্রস্তুতি নিতে পারবেন না বলে আবেদনের পরিপ্রেক্ষিতে হাটটি স্থগিত করা হয়েছে।

ডিএনসিসি সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম সমকালকে বলেন, নতুন আরও দুটি হাটের সঙ্গে উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩টি হাট বসবে। এ পর্যন্ত দুটি হাটের কার্যাদেশ দেওয়া হয়েছে। বাকি হাটগুলোর ইজারা কার্যক্রম প্রক্রিয়াধীন।

সরেজমিন উত্তর শাহজাহানপুর হাট, দনিয়া, সাদেক হোসেন খোকা মাঠের পার্শ্ববর্তী হাট, উত্তরা দিয়াবাড়ী, কালশী মাঠ, খিলক্ষেত মস্তুল হাট ঘুরে দেখা যায়, হাটের বাঁশ-খুঁটি লাগানো শেষ। হাসিল ঘরও প্রস্তুত। আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও ওয়াচ টাওয়ার, ব্যাংকিং বুথের জায়গা প্রস্তুত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বৃষ্টি থাকায় হাটগুলোতে টানানো হচ্ছে ত্রিপল। ফেলা হচ্ছে বালু। 

উত্তর শাহজাহানপুর হাটের ইজারাদার আনিসুর রহমান টিপু সমকালকে বলেন, কোরবানি পশুর হাটের সব প্রস্তুতি শেষ। এরই মধ্যে গরুর খামারি আর পাইকারদের সঙ্গেও যোগাযোগ হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ