শিক্ষায় বাজেট বৃদ্ধি, কার্যকর সংস্কার ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে ঢাকা জেলার শিক্ষা কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছে ছাত্র ফেডারেশন। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৪ শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বুধবার ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার নেতা–কর্মীরা ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো.

আবদুল মজিদের কার্যালয়ে যান। সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি আল আমীন রহমান, সহসভাপতি তুহিন ফরাজি, রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক ইয়াসিন খান, সদস্য রিয়াজ হোসেন, রাব্বি হোসেন ও রিফাত হোসেন, মিরপুর শাখার সংগঠক শাহনাজ আক্তার, মোহাম্মদপুর শাখার সংগঠক মো. রিয়াজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পরে ছাত্র ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মারকলিপি দেওয়ার সময় সংগঠনের নেতারা শিক্ষা কর্মকর্তাকে বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনে বাংলাদেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। তাই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরও ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে জনগণের প্রধান এজেন্ডায় পরিণত হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শিক্ষাব্যবস্থার সংস্কারের লক্ষ্যে কোনো ‘সংস্কার কমিশন’ গঠন করা হয়নি। কিন্তু জাতি গঠনে আমাদের শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তন অত্যন্ত জরুরি।’

শিক্ষা কর্মকর্তাকে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আরও বলা হয়, তারা আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জিডিপির ৪ শতাংশ বরাদ্দ, কার্যকর সংস্কার ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে সারা দেশে শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ ও শিক্ষা সংলাপের আয়োজন করেছে। নিজেদের প্রস্তাবিত আশু ও দীর্ঘমেয়াদি দাবিগুলো বাস্তবায়নে সরকারের উদ্যোগী ভূমিকা প্রত্যাশা করেন ছাত্র ফেডারেশনের নেতারা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত ক গঠন র

এছাড়াও পড়ুন:

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে কোন গ্রেডের শিক্ষকেরা বিশেষ সুবিধা পাবেন বা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন, তা জানানো হয়েছে।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫

গতকাল বুধবার মাউশির অফিস আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব (ওপরের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এ ছাড়া গ্রেড-১০ থেকে তদনিম্ন (নিচের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ১ হাজার ৫০০ টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এই গ্রেডের শিক্ষকেরা ‘বিশেষ সুবিধা’র ক্ষেত্রে কেউই ১ হাজার ৫০০ টাকার কম পাবেন না।

আরও পড়ুনআমেরিকার ফুলব্রাইট বৃত্তি: আবেদনের সময় বৃদ্ধি, প্রয়োজন টোয়েফলে ৮০ কিংবা আইইএলটিএসে ৭৫ ঘণ্টা আগে

দেশে এখন ২২ হাজার ১৭৪টি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬০৮ জনের মতো।

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)
  • নীতি সুদহার অপরিবর্তিত, বেসরকারি খাতের জন্য সুখবর নেই
  • সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে: ঢাকা চেম্বার
  • জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স ২৩৬ কোটি ডলার ছাড়িয়েছে
  • নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন
  • সবজির দামে স্বস্তি, মজুরি বৃদ্ধির হার এখনো কম
  • ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা
  • গ্যাস অপচয়ে বছরে ক্ষতি ৩ হাজার কোটি টাকার বেশি: পেট্রোবাংলা
  • সার আমদানি ও জমি হস্তান্তরের প্রস্তাব অনুমোদন