এভারেস্টে উঠলে কী হয়?—আমাদের দেশে এখনো সিংগভাগ মানুষেরই ধারনার বাইরে পর্বতারোহন কি জিনিস। এমনটা হবারই কথা কারন আমরা সমদ্রপৃষ্ঠের কাছাকাছি বসবাস করা মানুষ। পর্বতের সংজ্ঞায় যা বোঝায় তা আমাদের বাংলাদেশে নাই। হিমালয়ের পর্বত আছে আমাদের পাশ্ববর্তী দেশ গুলোতে - ভারত, নেপাল, ভূটান, তিব্বত, পাকিস্তান এবং চীন। গ্রেট হিমালয়া খ্যাত এই দেশগুলোর নানা অঞ্চলজুড়ে এই পর্বতশৃঙ্গের অবস্থান। তার মধ্যে মাউন্ট এভারেস্ট, লোৎসে, কে-টু, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা অন্যতম। এখন কথা হলো এইসব পাহাড়ে উঠলে বা চড়লে কি হয়? কেনই বা এইসব পর্বতে চড়তে মৃত্যু ঝুঁকি থাকা সত্যেও মানুষ ছুটে যায়।

কী এমন আছে তাতে? এইসব প্রশ্নের সাথে সাথে অনেকে বলে থাকেন এগুলো ব্যক্তিগত লাভ। তাতে দেশের কি লাভ হয়? চাকতি নিক্ষেপ, তীর ধনুক নিক্ষেপ বা ভলিবল ফুটবল ক্রিকেটের মত খেলায় আপনার আমার কি লাভ হয়? যারা খেলে তাদের হয়ত লাভ হতে পারে। আপনি দেখলেন হাততালি দিলেন একটু আনন্দ পেলেন। বিশ্বের বুকে যখন দেশের পতাকা সবার সামনে দেখানো হয় তখন আপনার বুকটা গর্বে ভরে ওঠে। এভারেস্টে চড়া টিভিতে সরাসরি দেখা যায় না কারণ এটাকে এক্সট্রিম স্পোর্ট হিসেবে গণ্য করা হয়। ভেতো বাঙালি বলে যে জাতিকে গালি দেওয়া হতো সেই জাতির ৭ জন সন্তান পৃথিবীর সর্বোচ্চ স্থানে পদচিহ্ন রেখে এলো এবং দেশের পতাকা সারা বিশ্বের কাছে পরিচয় করালো যে এই দেশের তরুণরাও কঠিনতর কাজ করতে পারে। তাতে করে দেশের তরুণরা একটা দিক নির্দেশনা পায় যে, এই দেশের মানুষ যেমন কঠিন পরিশ্রম করে কৃষিকাজ করে ফসল ফলাতে পারে তেমনি বিশ্ব রেকর্ড করে গিনেস বুকে নিজের নাম এবং দেশের নাম লিখাতে  পারে। এতে দেশেরই লাভ ,গিনেস বুকে বাংলাদেশের নাম যুক্ত হলো। 

এমন প্রশ্ন ১৯২৩ সালের দিকেও ছোঁড়া হয়েছিল যখন জর্জ ম্যালরি এভারেস্ট আরোহনের জন্য তৃতীয়বার চেষ্টা চালাচ্ছিলেন। কেন বার বার পর্বতে যান? তিনি উত্তরে বলেছিলেন, কারণ এভারেস্ট সেখানে আছে। এবারে সপ্তম বাংলাদেশী হিসেবে এভারেস্টের চূড়া ছুঁয়েছেন  ইকরামুল হাসান শাকিল। শুধু এভারেস্টে আরোহণই তার লক্ষ্য ছিল না, তিনি একটি বিশ্ব রেকর্ডও করেছেন। বাংলাদেশের সমুদ্র সৈকত থেকে হেঁটে যমুনা নদী সাঁতরে পার হয়েছেন। ভারত হয়ে নেপালে প্রবেশ করে ৮৪ দিনে প্রায় ১৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে এভারেস্টে আরোহণ করেছেন শাকিল। যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হতে চলেছে। সম্প্রতি শাকিলের এই অর্জনের কথা প্রথম আলো-তে ছাপা হলে জনৈক শিক্ষিত খুব বাজে ভাবে স্যোসাল মিডিয়াতে মন্তব্য লিখেছেন- “এরা মানুষের কাছে হাত পেতে পেতে হিমালয়ে যায় কেন? জঘন্য লাগে ক্রাউড ফান্ডিং বিষয়টা। তিনি আরেক এভারেস্টার ডাক্তার বাবর আলীকে উদ্দেশ্য করে সেখানে লিখেছেন, ‘‘ক্রাউড ফান্ডিং করে অন্নপূর্ণা যায় তারপর ঘুরে ফিলিপিন, আজব লাগে!”

আরো পড়ুন:

শাকিলের এভারেস্ট জয়ে আবেগ আপ্লুত মা, এলাকাবাসীর উচ্ছ্বাস

নিজের লক্ষ্য পূরণ করতে পারাও এভারেস্ট জয়ের সমান: বাবর আলী

প্রথমেই বলে নেই এই ধরনের এক্সট্রিম স্পোর্টস কখনই স্পন্সরশীপ ছাড়া সম্ভব না। কারণ যে ৪০লাখ টাকার মালিক সে কখনই এভারেস্ট চূড়াতে যাবে না। যার এই ক্ষমতা আর মনোবল আছে কিন্তু অর্থের যোগান নেই তাকে দেশের বড় বড় কোম্পানিগুলোর স্পন্সরশীপের জন্য হাত পাততে হবে। সাকিব আল হাসান কে ব্র্যান্ডগুলো স্পন্সর করার জন্য বসে থাকে কারণ সেখানে পণ্যের অনেক প্রচারণা হয়, তাতে ব্র্যান্ড ভ্যলু বাড়ে। কিন্তু এ ধরনের স্পোর্টসে মানুষ তেমনভাবে জানেনা বা দেখেনা, সুতরাং স্পন্সররাও এগিয়ে আসতে চায় না। ক্রাউড ফান্ডিং পৃথিবীব্যাপী একটি জনপ্রিয় মাধ্যম। নানা কাজে বিদেশিরা ক্রাউড ফান্ডিং করে থাকে। যিনি মন্তব্য করেছেন তার হয়তো ধারনাই নাই এ ধরনের কাজ করতে কি পরিমাণ শারীরিক মানসিক আর আর্থিক সহযোগিতা প্রয়োজন পড়ে। দুনিয়াব্যপী নানা অভিযাত্রা এবং সৃজনশীল কাজের জন্য তারা হাত পাততে একটুও দ্বিধা করে না। তারা শুধু ব্যক্তিগতভাবেই না, প্রাতিষ্ঠানিকভাবেও হাত পাতে। এই ধরুন, গত ১৫মে পশ্চিমের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খেলাধূলো ও নানা সৃজনশীল কাজে বৃত্তি দেয়ার জন্য হাত পাতলো, অভিভাবকসহ ক্যম্পাস 

সংশ্লিষ্টদের কাছে গণহারে ই-মেইল দিলো- 'গিভ ডে' নামের দিনটিতে দানের আহবান জানিয়ে, পরদিন ঘোষণা করলো তাদের তহবিলে উঠেছে  ২০লাখ ৬০ হাজার ২৯ ডলার, ভাবুন একবার!

ক্রাউড ফান্ডিং যে বা যারা দেন তাদের মূলত নিজস্ব স্বার্থ,উ‌দ্দেশ‌্য বা ভালবাসা থা‌কে। স্পন্সর বাছবিচার ছাড়া টাকা দেয়না! তা‌দের বিজ্ঞাপ‌নের জন‌্য দেয়। আর যারা ব‌্যা‌ক্তি পর্যা‌য়ে দেন তারা খেলাটা ভালবা‌সেন। নি‌জে কখনও ঐ শিখ‌রে যে‌তে না পার‌লেও, যে পা‌রে তা‌কে সাহায‌্য ক‌রেন খু‌শি মনে।  

পর্বত আরোহণের মত স্পোর্টসে যে ধরনের প্রস্তুতি তাতে করে পর্বতারোহীদের জন্য লংটার্মে সার্ভিস করা সম্ভব হয় না। আবার সার্ভিসে যুক্ত হলে প্রস্তুতিতে ঘাটতি হয়,অনেক সময় জীবন দিয়ে তার মূল্য দিতে হয়। 
এই কাজ একদিকে যেমন  ব্যয়বহুল তেমনি স্পন্সর এর সংখ্যাও খুব বেশি না। সারা পৃথিবীতেই অনেক পর্বতারোহী তাই ক্রাউড ফান্ডিং এর সাহায্য নেন এবং অনেক সফল পর্বতারোহী এর আগেও নিয়েছেন। বাবর আলীসহ আরো অনেক পর্বতারোহী রয়েছেন এদেশেই যারা নিজের অন্য প্রয়োজনকে ত্যাগ স্বীকার করে নিজের টাকা দিয়ে বা জিনিসপত্র বেঁচে পর্বতে গিয়েছেন, তার জন্য একটা বড় কলিজা লাগে যা সবার থাকে না। 

একজন পর্বতারোহী যতই স্টেবল হোক এক একটা অভিযানের যেই বিশাল খরচ,দিনের পর দিন ব্যক্তিগত অর্থে তা করা সম্ভব নয়। বাংলাদেশের প্রেক্ষিতে বাবর শাকিলের মত আরও পর্বতারোহী আছেন যারা সমর্থন পেলে আরো অনেক রেকর্ড এই দেশকে এনে দিতে সক্ষম হবেন।

পৃথিবীতে ভিন্ন মত, ভিন্ন পথের অসংখ্য মানুষ রয়েছেন, যারা আম জনতার মত গৎবাঁধা কাজ করে না। সব ধরনের আরাম আয়েশ আর জাগতিক ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে ঘর থেকে বেড়িয়ে যেতে পারে, তাইতো তারা রেকর্ডও গড়তে পারে। ইতিহাসের পাতা ঘাটলে পৃথিবীব্যপী এমন ঘটনা অনেক আছে। সবাইকে এক ধরনের দৃষ্টিভঙ্গিতে দেখা  ঠিক না। 

বাকিদের মন্তব্যের সাথে আমি একটু জুড়ে দিতে চাই, এডভেঞ্চার আর এক্সট্রিম স্পোর্টে ক্রাউডফান্ডিং করা জরুরি কারণ, তরুণ সমাজ আজ হতাশা গ্রস্ত। তারা এদের সাফল্য দেখে অনুপ্রেরণা নিবে যে মানুষ চাইলেই অসাধ্যকে সাধন করতে পারে। মাদকের দিকে না ঝুঁকে সুন্দর একটা জীবনে পৃথিবীতে বিচরণ করে অনেক কিছু অর্জন করা সম্ভব। তরুণদের ভালো উদ্যোগে তাই নিজে থেকেই সহায়তা করা উচিত আর স্পন্সরদের এগিয়ে আসা উচিত। তাহলে দেশ ও জাতি পাবে একটি উপযুক্ত তরুণ সমাজ। 

বাংলাদেশের পর্বতারোহন যাত্রা: আজ ২৯শে মে এভারেস্ট দিবস। ১৯৫৩ সালে নিউজিল্যন্ড এর এডমন্ড হিলারি এবং দার্জিলিং এর শেরপা তেনজিং নোরগে প্রথম মানুষ হিসেবে পৃথিবীর সর্বোচ্চ বিন্দুতে তাদের পদচিহ্ন দিয়েছেন। ১৯৬৭ সাল থেকে হিমালয় ভ্রমণের সূচনা করেছেন বাংলা দেশের এক তরুণ ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল। অন্নপূর্ণা ট্রেকিং এর উপর তিনি একটি বই লিখেছিলেন - “পাহাড় যখন ডাকে”।

এভারেস্ট বিজয়ের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ থেকে দুইজন তরুণ ২০০৩ সালে এভারেস্ট বেইজ ক্যম্পে গিয়েছিলেন। মুনতাসির মামুন ইমরান এবং রিফাত হাসান। ‘এভারেস্ট’ নামে মুনতাসির মামুনের বইয়ে সেই বিষয়ে বিস্তারিত আছে। এরপর ২০০৪ সালে বাংলাদেশ থেকে চার জনের একটি দল যায় বেসিক মাউন্টেরিয়ারিং কোর্স করতে দার্জিলিং এর এইচএমআই অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট। ২০০৬ সালে মেয়েদের একটি দল যায় এভারেস্ট বেইজ ক্যম্পে। এরপর কয়েকটা এক্সপেডিশন হয় বাংলাদেশ থেকে। তারপর প্রথম বাংলাদেশের পতাকা এভারেস্ট এর চূড়াতে নিয়ে যান মুসা ইব্রাহিম ২৩শে মে ২০১০। তিব্বতের দিক থেকে ২০১১ সালে এভারেস্ট সামিট করেন এম এ মুহিত এবং ২০১২ সালে প্রথম নারী হিসেবে এভারেস্ট সামিট করেন নিশাত মজুমদার এবং দ্বিতীয়বার নেপালের দিক থেকে সামিট করেন এম এ মুহিত। ২০১২ সালের ২৬শে মে ওয়াসফিয়া নাজরীন বাংলাদেশের দ্বিতীয় নারী হিসেবে এভেরেস্ট সামিট করেন। ২০১৫সালে ওয়াসফিয়া সেভেন সামিট অর্থাৎ সাত মহাদেশের সাতটি চূড়ায় সামিটের রেকর্ড করেন। ২০মে ২০১৩ এভারেস্ট সামিট করেন সজল খালেদ। ফেরার পথে তিনি অসীম শূন্যতায় পাড়ি জমান। এরপর ১০ বছর কেটে যায় বাংলাদেশ থেকে কেউ সাহস করেনি এভেরেস্ট এক্সপেডিশনে যাবার। ২০২৪ সালের  ১৯শে মে ডাক্তার বাবর আলী ষষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট এর চূড়ায় বাংলাদেশের পতাকা তোলেন। এভারেস্ট থেকে নেমেই তিনি আবার ৮০০০ মিটারের লোৎসে পর্বতে আরোহন করেন। ২০২৫ এর ১৯শে মে সপ্তম বাংলাদেশী হিসেবে ইকরামুল হাসান শাকিল এভারেস্ট আরোহন করেন সঙ্গে একটি বিশ্ব রেকর্ডও করেন। 

বাংলাদেশে এখন পর্বতারোহণ জনপ্রিয় হচ্ছে। বেশ কিছু বছরে অনেক গুলো এক্সপেডিশন হয়েছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেকে পর্বতে যাচ্ছে। ২০১২ সালের মার্চে আমরা ৫জন বাংলাদেশ থেকে দার্জিলিং এ বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করতে গিয়েছিলাম। সেবার ৪জন শেষ করতে পেরেছিলাম। এরপর উত্তরকাশিতেও অনেকে গিয়েছেন কোর্স করার জন্য। ফিরে এসে এক্সপেডিশনে গিয়েছেন। পর্বতারোহন একটি দীর্ঘ সাধনার ব্যপার। জীবনযাপনের মধ্যে পর্বতারোহনের দর্শনকে লালন করতে হবে। এদেশের তরুণরা এডভেঞ্চারে এখন বেশ আগ্রহী হয়ে উঠছে, হয়ত ভবিষ্যতে পর্বতারোহনের ব্যপারেও তারা অনেক আগ্রহী হবে এবং সারা বিশ্বে এদেশের পতাকার সুনাম অক্ষুণ্ণ রাখবে। 

লেখক: পর্বতারোহী 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভ রমণ এই দ শ ক জ কর র জন য র কর ড কর ছ ন ম উন ট ধরন র প রথম

এছাড়াও পড়ুন:

রোজার আগেই নির্বাচন, এরপর আগের কাজে ফিরে যাবেন

অন্তর্বর্তী সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর তিনি তাঁর আগের কাজে ফিরে যাবেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাকে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন থেকে ভিডিও ফোনকলে অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেন জর্জিয়েভা।

এ সময় তাঁরা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পূর্ববর্তী চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই কৃতিত্ব তাঁর নিজের।

অর্থনীতির সংকটকালীন পরিস্থিতি স্মরণ করে আইএমএফ প্রধান বলেন, ‘আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।’

ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশেষভাবে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা এবং রিজার্ভ পুনরুদ্ধারের জন্য সরকারের সাহসী পদক্ষেপ, বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস বাংলাদেশের এক সংকটময় সময়ে আইএমএফ প্রধানের অবিচল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘চমৎকার সহায়তার জন্য ধন্যবাদ।’ তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

কথোপকথনে আইএমএফ প্রধান অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে গভীর সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শক্ত অবস্থানে থাকতে হলে সংস্কার অনিবার্য। এটি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য মুহূর্ত।’

অধ্যাপক ইউনূস জানান, তাঁর সরকার ইতিমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমরা এক বিধ্বস্ত ও সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে।’

এ ছাড়া আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ছিল নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্তির জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা। অধ্যাপক ইউনূস আঞ্চলিক কানেক্টিভিটি জোরদারের লক্ষ্যে ঢাকার বৃহৎ অবকাঠামো উদ্যোগ—যেমন নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প—সম্পর্কেও অবহিত করেন।

আলোচনাকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ফের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার 
  • আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
  • সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প
  • ‘আমি থানার ওসি, আপনার মোবাইল হ্যাকড হয়েছে’
  • অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
  • কালিয়াকৈরে এক মাসে ২০ ডাকাত গ্রেপ্তার 
  • বাঁশির সুরে বিরহের কষ্ট ভুলতে চান রিকশাচালক শফিকুল
  • রোজার আগেই নির্বাচন, এরপর আগের কাজে ফিরে যাবেন
  • ট্রেন থেকে পড়ে ৮ দিন ধরে হাসপাতালে ছেলে, ফেসবুকে ছবি দেখে ছুটে এলেন মা
  • ভাড়া বাসায় একা থাকতেন বৃদ্ধা, তার অর্ধগলিত লাশ উদ্ধার