চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাট-আগুন
Published: 29th, May 2025 GMT
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হোসেনের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৯ মে) বিষয়টি জানাজানি হয়। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আলী হোসেনের স্ত্রী ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার বলেন, ‘‘রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে আক্রমণ করে। এসময় তারা আমাদের কেয়ারটেকারকে জিম্মি করে ঘরের দরজায় আগুন ধরিয়ে দেয়। ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ায়। পরে থাই গ্লাস ভেঙে ঘরে ঢুকে মালামাল লুট করে এবং আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড় ও কাগজপত্র পুড়ে গেছে। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’’
আরো পড়ুন:
রাজশাহীতে থিম ওমর প্লাজায় অগ্নিকাণ্ড
অভয়নগরে আগুনে পোড়া বাড়িগুলো পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলোন, ‘‘খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত চলছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’
জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ আলী হোসেন বর্তমানে কুমিল্লা শহরে অবস্থান করছেন। ২০১৫ সালের পর রাজনীতি থেকে অবসর নেন তিনি। ব্রেন হেমারেজের কারণে চলাফেরাও করতে পারেন না। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা বাড়িতে কেয়ারটেকার তার পরিবার নিয়ে থাকতেন।
ঢাকা/রুবেল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন