গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আকারে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি মন্ত্রীরা জানিয়েছেন, পশ্চিম তীরে ২২টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কিছু বসতি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কিন্তু এখন ইসরায়েলি আইন অনুযায়ী এগুলো বৈধতা পাবে।

পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের বিষয়টি আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যাপকভাবে অবৈধ বলে বিবেচিত হয়। তবে ইসরায়েল বরাবরই আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি বসতি স্থাপন বিরোধী নজরদারি সংস্থা পিস নাউ জানিয়েছে, নতুন বসতি স্থাপন ‘পশ্চিম তীরকে নাটকীয়ভাবে নতুন রূপ দেবে এবং দখলদারিত্বকে আরো দৃঢ় করবে।’

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে ইসরায়েল প্রায় ১৬০টি বসতি নির্মাণ করেছে। এখানে প্রায় সাত লাখ ইহুদি বাস করে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ