গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আকারে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি মন্ত্রীরা জানিয়েছেন, পশ্চিম তীরে ২২টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কিছু বসতি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কিন্তু এখন ইসরায়েলি আইন অনুযায়ী এগুলো বৈধতা পাবে।

পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের বিষয়টি আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যাপকভাবে অবৈধ বলে বিবেচিত হয়। তবে ইসরায়েল বরাবরই আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি বসতি স্থাপন বিরোধী নজরদারি সংস্থা পিস নাউ জানিয়েছে, নতুন বসতি স্থাপন ‘পশ্চিম তীরকে নাটকীয়ভাবে নতুন রূপ দেবে এবং দখলদারিত্বকে আরো দৃঢ় করবে।’

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে ইসরায়েল প্রায় ১৬০টি বসতি নির্মাণ করেছে। এখানে প্রায় সাত লাখ ইহুদি বাস করে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল

এছাড়াও পড়ুন:

তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’

‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের 

সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। 

তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের  ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান। 

এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। 

সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ