নেত্রকোনার কলমাকান্দায় ছাত্রদল নেতা আব্দুল গাফফারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মিজান এবং সদ্য অপসারিত উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুলের ছোটভাই শিক্ষক আব্দুল ওয়াদুদ রতন।

বৃহস্পতিবার পৃথক অভিযানে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো.

লুৎফর রহমান।

গতকাল বুধবার (২৮ মে) ছাত্রদল নেতা আব্দুল গাফফারকে হামলা ও মারধরের অভিযোগে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিত হামলার অভিযোগ করা হয়। এর আগে গত মঙ্গলবার (২৭ মে) ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের হরিপুর চকবাজার এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: কলম ক ন দ ন ত রক ন উপজ ল

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ