ছাত্রদল নেতার ওপর হামলা: সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
Published: 29th, May 2025 GMT
নেত্রকোনার কলমাকান্দায় ছাত্রদল নেতা আব্দুল গাফফারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মিজান এবং সদ্য অপসারিত উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুলের ছোটভাই শিক্ষক আব্দুল ওয়াদুদ রতন।
বৃহস্পতিবার পৃথক অভিযানে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো.
গতকাল বুধবার (২৮ মে) ছাত্রদল নেতা আব্দুল গাফফারকে হামলা ও মারধরের অভিযোগে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিত হামলার অভিযোগ করা হয়। এর আগে গত মঙ্গলবার (২৭ মে) ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের হরিপুর চকবাজার এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: কলম ক ন দ ন ত রক ন উপজ ল
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট